রাজধানী

এমপি হয়ে যেসব কাজ করতে চেয়েছিলেন হাদি
এমপি হয়ে যেসব কাজ করতে চেয়েছিলেন হাদি

চাঁদাবাজি ও সিন্ডিকেটমুক্ত একটি ঢাকা গড়ার স্বপ্ন দেখেছিলেন নিহত ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি। বাংলাদেশের তরুণদের মেধা ও শ্রমকে সঠিকভাবে কাজে লাগিয়ে সমাজ থেকে অন্যায় উৎখাত করার প্রত্যয় ছিল তার কণ্ঠে। মৃত্যুর কিছুদিন আগে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সংসদ সদস্য নির্বাচিত হলে কী করতে চান, কোন স্বপ্ন তাকে তাড়িত করে—সে কথাগুলো তিনি অকপটে তুলে ধরেছিলেন।   ঢাকা–৮ আসন থেকে নির্বাচিত হলে প্রথম লক্ষ্য হবে চাঁদাবাজির সিন্ডিকেট ভেঙে দেওয়া—এমন ঘোষণা দিয়েছিলেন হাদি। তিনি বলেছিলেন, ‘একটা কথা বলে রাখি—ঢাকা আটের কোনো প্রান্তে চাঁদাবাজি হবে না। এটা আমি নিশ্চিত করে বলছি।’ তবে বাস্তবতার কথাও অস্বীকার করেননি তিনি। বলেন, ‘সিন্ডিকেটটা অনেক বড়। সব আমি বন্ধ করতে পারব কিনা জানি না। তবে কিছু কাজ অবশ্যই করব।’   চাঁদাবাজি প্রতিরোধে নিজের প্রথম পদক্ষেপের কথা বলতে গিয়ে আপসহীন এই তরুণ বলেন, ‘ঢাকা আটের কোনো সবজিওয়ালা বা ভ্যানওয়ালার কাছ থেকে যদি কেউ চাঁদা তোলে, আর আমি ওসমান হাদি সেটা শুনি—আমি আমার টিম নিয়ে সেখানে গিয়ে দাঁড়াব। আমার গায়ে হাত দিয়ে তারপর চাঁদা তুলতে হবে।’   আর যদি চাঁদাবাজির পেছনে থাকে বড় কোনো “রাঘববোয়াল”, যে নিজে সামনে আসে না—লোক পাঠায়—তাদের ক্ষেত্রেও কঠোর অবস্থানের কথা জানান তিনি। বলেন, ‘যারা লোক পাঠিয়ে চাঁদাবাজি করাবে, তাদের নামটা তো জানবই।’   দ্বিতীয় ধাপে চাঁদাবাজি সিন্ডিকেটের নাম প্রকাশ্যে আনার ঘোষণা দিয়ে হাদি বলেন, ‘ঢাকা আটের মধ্যে যারা ছানাপোনা পাঠিয়ে চাঁদাবাজি করাবে, আমি সংসদে দাঁড়িয়ে বিসমিল্লাহ বলে এক এক করে সবার নাম প্রকাশ করে দেব। এরপর যা আছে কপালে—আমার হবে। তবু এটা আমি করবই।’   চাঁদাবাজির পাশাপাশি ঢাকা–৮ কেন্দ্রিক হাসপাতালগুলোতে গড়ে ওঠা চিকিৎসা সিন্ডিকেট ভেঙে দেওয়ার কথাও বলেছিলেন তিনি। হাদির ভাষায়, ‘পুরো বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার হাব হলো শাহবাগ। পিজি, বারডেম, ঢাকা মেডিকেলে এমনভাবে সিন্ডিকেট তৈরি হয়েছে—চিকিৎসা তো দূরের কথা, আপনি মারা গেলেও আপনার লাশ নিয়ে অ্যাম্বুল্যান্স সিন্ডিকেট করা হবে।’   তিনি অভিযোগ করেন, মরদেহ বহনের জন্য ২০ হাজার টাকা পর্যন্ত দাবি করা হয়। কেউ কম দিতে চাইলে মরদেহ অ্যাম্বুল্যান্সে তোলা হয় না।   এই পরিস্থিতি বদলাতে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে হাদি বলেন, ‘আমি ইনকিলাব মঞ্চের ভাই এবং ঢাকা আটের তরুণ বন্ধুদের নিয়ে একটি ভলান্টিয়ারি টিম গড়ব। যারা হাসপাতালে আসা মানুষদের বিনা মূল্যে সহায়তা করবে।’   তার পরিকল্পনায় ছিল হাসপাতাল এলাকায় ভলান্টিয়ার বুথ স্থাপন, রোগীদের সঠিক বিভাগে পৌঁছে দেওয়া এবং চিকিৎসার প্রতিটি ধাপে পাশে থাকা। তিনি বলেছিলেন, ‘অনেক অসুস্থ মানুষ জানেই না কোন ডিপার্টমেন্টে যাবে। তাদের সাপোর্ট করার মতো কেউ নেই। আমরা সেই জায়গাটা পূরণ করব।’   নিজেকে স্বপ্নবাজ তরুণ হিসেবে তুলে ধরে হাদি বলেছিলেন, ‘আমি অনেক বড় বড় স্বপ্নের কথা বলতে পারি। কিন্তু আমি ওসমান হাদি যেটা বলি, ইনশাআল্লাহ সেটা করার জন্যই বলি।’   রাজনীতিতে তরুণদের সক্রিয় ভূমিকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘আল্লাহ যদি আমাকে এমপি বানান, তাহলে বাকি ২৯৯ জন এমপি তাদের ভোটারদের কাছে পরের নির্বাচনে চাপের মুখে পড়বেন। তারা বাধ্য হবেন জবাব দিতে—এই ছেলেটা পারলে আপনারা কেন পারলেন না?’   এমন অসংখ্য স্বপ্ন ও প্রত্যয় বুকে নিয়ে আজ (শনিবার) মাটির ঘরে চিরনিদ্রায় শায়িত হয়েছেন শরিফ ওসমান হাদি। তার স্বপ্নগুলো রয়ে গেল মানুষের স্মৃতি ও প্রশ্ন হয়ে—সে স্বপ্ন কে বাস্তবায়ন করবে?

ডিসেম্বর ২১, ২০২৫ 0
এমন কিছু ঘটবে যা সারাদেশ কাঁপাবে, গুলির আগের রাতে তার বান্ধবীকে শুটার ফয়সাল
এমন কিছু ঘটবে যা সারাদেশ কাঁপাবে, গুলির আগের রাতে তার বান্ধবীকে শুটার ফয়সাল

রাজধানীর পল্টন এলাকায় শরিফ ওসমান বিন হাদির ওপর প্রকাশ্য দিবালোকে গুলি চালানোর ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ঘটনার আগের রাতে হামলাকারী ফয়সাল তার বান্ধবী মারিয়া আক্তার লিমাকে জানিয়েছিলেন, পরদিন এমন কিছু ঘটবে যা “সারাদেশ কাঁপাবে”।   গত শুক্রবার দুপুর ২টা ২০ মিনিটে পল্টনের বক্স কালভার্ট রোডে হামলা ঘটে। অস্ত্রোপচারের পর হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে প্রেরণ করা হয়েছে। তদন্তে জানা গেছে, হামলার পরিকল্পনা বহু আগে থেকে করা হয়েছিল এবং এর জন্য কয়েক কোটি টাকা খরচ করা হয়েছে।   র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু, বান্ধবী মারিয়া আক্তার লিমা, মোটরসাইকেলের মালিক মো. কবির, ফয়সালের বাবা-মা এবং আরও অনেকে। উদ্ধার করা হয়েছে অগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন এবং কয়েক কোটি টাকার চেক।   জিজ্ঞাসাবাদে জানা গেছে, হামলার পূর্বদিন ফয়সাল ও মারিয়া সাভারের একটি রিসোর্টে রাত কাটিয়েছিলেন। পরদিন সকালে ঢাকায় এসে হামলা ঘটানো হয়। হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর প্লেট ভুয়া ছিল, যা পরে আসল নম্বর দিয়ে পরিবর্তন করা হয়।   তদন্তে মোহাম্মদপুরের এক সাবেক কাউন্সিলরকে হামলার মাস্টারমাইন্ড হিসেবে শনাক্ত করা হয়েছে। অন্তত ২০ সদস্যের সুসংগঠিত চক্র হত্যাচেষ্টায় জড়িত ছিল। মানবপাচার ও অস্ত্র সরবরাহের সহযোগীও রয়েছে বলে ধারণা করা হচ্ছে।   ফয়সালের বাসা থেকে কয়েক কোটি টাকার চেক উদ্ধার হয়েছে। তার বাবা-মা ও ঘনিষ্ঠ সহযোগীরা গ্রেপ্তার হয়েছেন। হামলার সময় ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে কর্নেল গলির বোনের বাসা ও তরুয়ার বিল থেকে। মোটরসাইকেল মালিক কবির সাত দিনের রিমান্ডে রয়েছে এবং জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।   ডিএমপি গোয়েন্দা বিভাগের সহযোগিতায় তদন্ত ত্বরান্বিত হচ্ছে, সন্দেহভাজন সন্ত্রাসীদের অবস্থান চিহ্নিত করা হচ্ছে। ময়মনসিংহে প্রাইভেটকার চালকসহ আরও সহযোগীদের খোঁজ চলছে, যাদের ধরা পড়লে আরও তথ্য মিলবে বলে আশা করা হচ্ছে।   তদন্তে উঠে এসেছে, হামলার পিছনে অর্থায়ন এবং সুসংগঠিত সহযোগী রয়েছে। মামলার তদন্ত ত্বরান্বিত হচ্ছে এবং পরবর্তী দিনগুলোতে আরও গ্রেপ্তারির সম্ভাবনা রয়েছে।

ডিসেম্বর ১৮, ২০২৫ 0
হাদিকে গুলির আগের রাতে বান্ধবীকে যা বলেছিলেন ফয়সাল
হাদিকে গুলির আগের রাতে বান্ধবীকে যা বলেছিলেন ফয়সাল

রাজধানীর পল্টন এলাকায় শরিফ ওসমান বিন হাদির ওপর প্রকাশ্য দিবালোকে গুলি চালানো ঘটনায় তদন্তে বেরিয়েছে বিস্ময়কর ও প্রি-প্ল্যানড তথ্য। ঘটনার আগের রাতে হামলাকারী ফয়সাল তার বান্ধবী মারিয়া আক্তার লিমাকে জানিয়েছিলেন, পরদিন এমন কিছু ঘটবে যা “সারাদেশ কাঁপাবে”।   গত শুক্রবার দুপুর ২টা ২০ মিনিটে পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় হামলা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য হাদিকে সিঙ্গাপুরে প্রেরণ করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, হামলার পরিকল্পনা বহু আগে থেকেই করা হয়েছিল এবং এর জন্য কয়েক কোটি টাকা খরচ করা হয়েছে।   র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু, বান্ধবী মারিয়া আক্তার লিমা, মোটরসাইকেলের মালিক মো. কবির, ফয়সালের বাবা-মা এবং আরও অনেকে। উদ্ধার করা হয়েছে অগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন এবং কয়েক কোটি টাকার চেক।   জিজ্ঞাসাবাদে জানা গেছে, ফয়সাল ও মারিয়া সাভারের একটি রিসোর্টে রাত কাটিয়েছিলেন। ফয়সাল ওই রাতে বান্ধবীকে জানিয়েছিলেন, পরদিন এমন কিছু ঘটবে যা পুরো দেশ কাঁপাবে। পরদিন সকালে তারা রিসোর্ট থেকে ঢাকায় এসে হামলা ঘটান। হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর প্লেট ভুয়া ছিল, যা পরে আসল নম্বর দিয়ে পরিবর্তন করা হয়।   তদন্তে মোহাম্মদপুরের এক সাবেক কাউন্সিলরকে হামলার মাস্টারমাইন্ড হিসেবে শনাক্ত করা হয়েছে। অন্তত ২০ সদস্যের একটি সুসংগঠিত চক্র হত্যাচেষ্টায় জড়িত ছিল। এছাড়া মানবপাচার ও অস্ত্র সরবরাহে বিভিন্ন সহযোগীও যুক্ত বলে ধারণা করা হচ্ছে।   ফয়সালের বাসা থেকে কয়েক কোটি টাকার চেক উদ্ধার হয়েছে। তার বাবা-মা ও ঘনিষ্ঠ সহযোগীরাও গ্রেপ্তার হয়েছেন। মোটরসাইকেলের মালিক কবির সাত দিনের রিমান্ডে রয়েছে এবং জিজ্ঞাসাবাদে হামলার পূর্বপরিকল্পনা ও সহযোগীদের তথ্য দিয়েছেন। হামলার সময় ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে কর্নেল গলির বোনের বাসা এবং তরুয়ার বিল থেকে।   ডিএমপি গোয়েন্দা বিভাগের সহযোগিতায় তদন্ত ত্বরান্বিত হচ্ছে, সন্দেহভাজন সন্ত্রাসীদের অবস্থান চিহ্নিত করতে মাঠে কাজ চলছে। ময়মনসিংহে প্রাইভেট কার চালকসহ আরও সহযোগীদের খোঁজ চলছে, যাদের ধরতে পারলে আরও গুরুত্বপূর্ণ তথ্য মিলবে।   তদন্তে উঠে এসেছে, হামলার পিছনে অর্থায়ন ও সুসংগঠিত সহযোগী সংযোগ রয়েছে। মামলার তদন্ত এখন ত্বরান্বিত হচ্ছে এবং পরবর্তী দিনগুলোতে আরও গ্রেপ্তারির আশা করা হচ্ছে।

ডিসেম্বর ১৮, ২০২৫ 0
হাদির হামলাকারীদের অবস্থান নিয়ে সবশেষ যা জানা গেল
হাদির হামলাকারীদের অবস্থান নিয়ে সবশেষ যা জানা গেল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারে বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে। অভিযুক্তরা বারবার অবস্থান ও ব্যবহৃত সিমকার্ড পরিবর্তন করায় তাদের সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।   ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।   তিনি জানান, ঘটনার তদন্তে এখন পর্যন্ত ‘বিশেষ অগ্রগতি’ হয়েছে। তবে প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল দেশ ছেড়ে পালাতে পারেননি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্তের বাসাসহ অন্তত পাঁচটি সম্ভাব্য অবস্থান শনাক্ত করে সেখানে অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি।   ওই কর্মকর্তা আরও জানান, অভিযুক্ত একাধিক মোবাইল ফোন ও সিমকার্ড ব্যবহার করছিলেন এবং ঘন ঘন নম্বর পরিবর্তন করেছেন। এসব তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অনুসন্ধান চালানো হলেও এখন পর্যন্ত তার নিশ্চিত অবস্থান পাওয়া যায়নি। সর্বশেষ আজও নতুন কোনো তথ্য মেলেনি।   তিনি বলেন, ‘তদন্তে বিভিন্ন সংস্থার সদস্যরা সমন্বিতভাবে কাজ করছেন। র‌্যাব, ডিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও আমাদের নিয়মিত যোগাযোগ ও সমন্বয় রয়েছে।’   প্রসঙ্গত, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদির ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

ডিসেম্বর ১৩, ২০২৫ 0
মা-মেয়ের সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য
মা-মেয়ের সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য

ঢাকার মোহাম্মদপুরে নিজের বাসায় মা-মেয়ের নৃশংস হত্যার ঘটনায় পুলিশও বিস্মিত। তদন্তকারীরা বলছেন, ঘাতক হয়তো প্রশিক্ষিত কিলার বা মানসিকভাবে বিকারগ্রস্ত (সাইকোপ্যাথ), কারণ মরদেহের সুরতহাল ও আঘাতের ধরন অস্বাভাবিকভাবে নির্মম।   ঘটনার বিবরণ: নিহতরা হলেন লায়লা আফরোজ (৪৮) এবং তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫)। নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী, মা লায়লা গৃহিণী। হত্যাকাণ্ড ঘটে সোমবার (৮ ডিসেম্বর) সকালে। আসামি আয়েশা নামের গৃহকর্মী বোরকা পরে বাসায় প্রবেশ করেন, দুই ঘণ্টা পরে স্কুল ড্রেস পরে বেরিয়ে যান। মরদেহের সুরতহাল: মা লায়লা আফরোজের শরীরে অন্তত ৩০টি জখম, গলা, মুখ, হাত, বুক ও পেট জুড়ে। মেয়ে নাফিসার গলা ও বুকসহ ৬টি গভীর ক্ষত, অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু। হত্যার জন্য দুটি ছুরি ব্যবহার করা হয়েছে; একটি সাধারণ সবজি কাটার ছুরি, অন্যটি বিশেষ ধরনের ‘সুইচ গিয়ার’ যা আঙুলে আটকে রাখা যায়। পুলিশের ধারণা, ঘাতক পরিকল্পিতভাবে অস্ত্র সঙ্গে নিয়ে এসেছিলেন। হত্যার পরে তিনি ঠান্ডা মাথায় বাথরুমে গোসল ও পোশাক পরিবর্তন করে বাসা থেকে বের হয়েছেন।   মোতাবেক, পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে এবং হত্যার আগে ও পরে সন্দেহভাজনের কার্যক্রম খতিয়ে দেখছে। পলাতক গৃহকর্মীকে গ্রেপ্তার করতে পারলেই এই নৃশংস হত্যার নেপথ্য রহস্য উদঘাটন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

ডিসেম্বর ১০, ২০২৫ 0
সিসিটিভি ফুটেজ থাকলেও যে কারণে সেই গৃহকর্মীকে খুঁজে পাচ্ছে না পুলিশ
সিসিটিভি ফুটেজ থাকলেও যে কারণে সেই গৃহকর্মীকে খুঁজে পাচ্ছে না পুলিশ

রাজধানীর মোহাম্মদপুরে নিজের বাসায় মা-মেয়ে খুন হওয়ার ঘটনায় পুলিশের খুঁজে পাওয়া যাচ্ছে না অভিযুক্ত গৃহকর্মীকে। তদন্তে জানা গেছে, ঘটনার চার দিন ধরে ওই নারী বোরকা পরে বা মুখ ঢেকে বাসায় কাজ করছিলেন, যার ফলে সিসিটিভিতে তার চেহারা ধরা পড়েনি। খুনের শিকার মা-মেয়ে ছাড়া কেউ তাকে শনাক্ত করতে পারেননি।   পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, হত্যাকাণ্ডের চার দিন আগে ওই নারী বাসায় কাজ শুরু করেছিলেন। চার দিন ধরে বোরকা বা মুখ ঢেকে বাসায় আসা-যাওয়া করার কারণে কোনো তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি।   ঘটনাটি ঘটে মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বহুতল ভবনের সপ্তম তলায়, যেখানে লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫) ধারালো অস্ত্র দিয়ে খুন হন। ঘটনার সময় লায়লা আফরোজের স্বামী আজিজুল ইসলাম বাসায় ছিলেন না।   আজিজুল ইসলাম, যিনি একজন শিক্ষক, সকাল ৭টার দিকে কর্মস্থলে যান। কর্মস্থলে অবস্থানকালে স্ত্রীকে ফোন করার চেষ্টা ব্যর্থ হলে তিনি ১১টার দিকে বাসায় ফেরেন। তখন দেখেন স্ত্রীর গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় জখম অবস্থায় মৃত অবস্থায় পড়ে আছে। মেয়ে গুরুতর অবস্থায় বাসার প্রধান ফটকে পড়ে ছিল, দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।   মামলায় বাদী লিখেছেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হয়েছেন যে অজ্ঞাত কারণে আসামি তার স্ত্রী ও মেয়েকে ছুরি বা ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছেন।   আজ শিকার মা-মেয়েকে নাটোরে দাফন করা হয়েছে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাদের শেষকৃত্য সম্পন্ন হয়। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা জানাজার সময় উপস্থিত ছিলেন এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তির দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ডিসেম্বর ১০, ২০২৫ 0
মা-মেয়েকে কুপিয়ে হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল
মা-মেয়েকে কুপিয়ে হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

ঢাকার মোহাম্মদপুরে এক ভয়াবহ ঘটনায় মালাইলা আফরোজ (৪৮) ও তার কন্যা নাফিসা বিনতে আজিজ (১৫) কে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত দম্পতি বাসায় একসঙ্গে বসবাস করছিলেন প্রায় ১৩ বছর ধরে।   সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। নাফিসার বাবা, এ জেড আজিজুল ইসলাম, উত্তরার সানবিমস স্কুলে পদার্থবিজ্ঞানের শিক্ষক। তারা নাটোরের ছিলেন।   পুলিশ জানায়, হত্যার দিন সকাল ৭টার দিকে আজিজুল ইসলাম বাসা থেকে স্কুলে যান। পরীক্ষার কারণে তিনি দ্রুত বাসায় ফিরে আসেন। ১১টার পর বাসায় প্রবেশ করলে প্রথমে মেয়ের রক্তাক্ত মরদেহ, পরে রান্নাঘরে স্ত্রীর রক্তাক্ত দেহ দেখতে পান।   পুলিশ অভিযোগ করছে, মাত্র চারদিন আগে অস্থায়ীভাবে গৃহকর্মী হিসেবে নিয়োগপ্রাপ্ত আয়েশা নামের এক তরুণী হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আয়েশা সোমবার সকাল ৭টা ৫২ মিনিটে কালো বোরকা পরে বাসায় ঢুকেন এবং ৯টা ৩৬ মিনিটে স্কুলড্রেস পরে ব্যাগ নিয়ে বেরিয়ে যান।   গৃহকর্মী মোহাম্মদপুরের বিহারী ক্যাম্পে ভাড়া থাকতেন। নিহত পরিবারের কাছে তার সম্পর্কে তেমন কোনো তথ্য ছিল না।   মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের আইনের আওতায় আনা হবে। হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

ডিসেম্বর ৯, ২০২৫ 0
ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার চার কর্মকর্তাকে নতুন করে পদায়ন করা হয়েছে।   রোববার (৭ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত দুটি পৃথক আদেশে এ পদায়ন করা হয়।   উপ-পুলিশ কমিশনার পদে পদায়ন মো. আবু সাইম, উপ-পুলিশ কমিশনার (ডিএমপি হেডকোয়ার্টার্স) → উপ-পুলিশ কমিশনার, ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগ মো. রেজাউল করিম, উপ-পুলিশ কমিশনার → উপ-পুলিশ কমিশনার, গোয়েন্দা-রমনা বিভাগ সহকারী পুলিশ কমিশনার পদে পদায়ন পারভেজ রানা পিপিএম, সহকারী পুলিশ কমিশনার → এসি, উত্তরা বিভাগ (প্যাট্রল–উত্তরা পশ্চিম) মির্জা মো. সাইজুদ্দিন, সহকারী পুলিশ কমিশনার → এসি, ট্রাফিক–মোহাম্মদপুর জোন এছাড়া, বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসকে সামনে রেখে পুলিশকে সতর্ক থাকার নির্দেশনার কথাও জানা গেছে।

ডিসেম্বর ৯, ২০২৫ 0
মায়ের দেহে ৩০টি, কন্যার দেহে অন্তত ৬টি ছুরিকাঘাত
মায়ের দেহে ৩০টি, কন্যার দেহে অন্তত ৬টি ছুরিকাঘাত

রাজধানীর মোহাম্মদপুরে মা–মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শাহজাহান রোডের নিজ বাসায় লায়লা আফরোজ (৪৮) ও তার ১৫ বছরের মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজকে গলা ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়। দুজনের দেহে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে—লায়লার দেহে প্রায় ৩০টি এবং নাফিসার দেহে অন্তত ৬টি আঘাত ছিল বলে জানিয়েছে পুলিশ।   শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গ কর্মকর্তাদের বরাতে পুলিশ জানায়, তাদের গলা ও ঘাড় লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়, যা ঘটনাটিকে পরিকল্পিত ও নৃশংস হিসেবে ইঙ্গিত করে।   সোমবার (৮ ডিসেম্বর) সকালে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার সময় নাফিসার বাবা, ইংরেজি মাধ্যমের স্কুলশিক্ষক এ জেড আজিজুল ইসলাম কর্মস্থলে ছিলেন। পরিবারের অভিযোগ—মাত্র চার দিন আগে কাজ শুরু করা খণ্ডকালীন গৃহকর্মীই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।   ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ ইবনে মিজান জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে হত্যার আগে ও পরে ফ্ল্যাটে ঢোকা–বের হওয়ার একমাত্র ব্যক্তি ওই গৃহকর্মী। ফুটেজ বিশ্লেষণ করে দেখা হচ্ছে অন্য কেউ জড়িত কি না।   ফুটেজে দেখা যায়—আয়েশা নামের ওই গৃহকর্মী সকাল ৭টা ৫১ মিনিটে বোরকা পরে ফ্ল্যাটে প্রবেশ করেন। পরে ৯টা ৩৬ মিনিটে স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে যান। নিহত নাফিসার কাজিন নুরেম মাহপারার দাবি—গৃহকর্মীর পরিহিত ড্রেসটি নাফিসারই ছিল।   পরিবারের সদস্যদের ভাষ্য, সকাল ৭টার দিকে আজিজুল বাসা থেকে বের হন। স্কুলে পরীক্ষা থাকায় তিনি স্বাভাবিক সময়ের আগেই ফিরে আসেন। বারবার ডাকাডাকির পরও সাড়া না পেয়ে চাবি দিয়ে দরজা খোলেন। প্রবেশমুখেই মেয়ের নিথর দেহ এবং রান্নাঘরে রক্তে ভেজা অবস্থায় লায়লাকে পড়ে থাকতে দেখেন তিনি। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে এবং পুলিশকে খবর দেন।   পরিবারের দাবি, ঘটনার সময় পাশের দুই ফ্ল্যাটের বাসিন্দারা বাসার বাইরে থাকায় কেউ কোনো শব্দ শুনতে পাননি।   ভবনের ম্যানেজার মোহাম্মদ আইয়ুব জানান, প্রায় ২০ বছর বয়সী ওই তরুণী চার দিন আগে কাজের খোঁজে আসে। পরিবার গৃহকর্মী খুঁজছিল বলে তাকে পাঠানো হয়। সেদিন স্কুল ড্রেস পরা অবস্থায় তাকে দেখে প্রথমে চিনতে পারেননি। জিজ্ঞেস করলে তিনি বলেন, দুই দিন আগে অতিথি হয়ে এসেছেন এবং এখন বের হচ্ছেন। এরপর দ্রুত রিকশায় চলে যান।

ডিসেম্বর ৮, ২০২৫ 0
ভূমিকম্পে ঢাকার কোন এলাকা নিরাপদ?
ভূমিকম্পে ঢাকার কোন এলাকা নিরাপদ?

রাজউকের সাম্প্রতিক মূল্যায়নে জানানো হয়েছে—টাঙ্গাইলের মধুপুর ফল্টে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হলে ঢাকা শহরের প্রায় ৪০ শতাংশ ভবন ধসে পড়তে পারে এবং প্রাণহানি দুই লাখ ছাড়িয়ে যেতে পারে। এমন পূর্বাভাস রাজধানীবাসীর মনে আতঙ্ক তৈরি করেছে। প্রশ্ন উঠেছে—ঢাকায় আদৌ কি কোনো নিরাপদ এলাকা আছে?   বিশেষজ্ঞদের মতে, ঢাকার ভূতাত্ত্বিক গঠন তুলনামূলক সুবিধাজনক হলেও অবকাঠামো নির্মাণে অনিয়ম, ভরাট জমির ওপর অগণিত বহুতল নির্মাণ এবং অতিরিক্ত জনঘনত্ব শহরকে মারাত্মক ঝুঁকির মুখে দাঁড় করিয়েছে।   ঢাকার কোন এলাকা তুলনামূলক নিরাপদ? বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার নিরাপত্তা বোঝার ক্ষেত্রে দুইটি দিক সবচেয়ে গুরুত্বপূর্ণ— (১) ভূতাত্ত্বিক গঠন (২) ভবন ও অবকাঠামোর মান   ভূতাত্ত্বিক নিরাপত্তা ভূতত্ত্ববিদ সৈয়দ হুমায়ুন আখতারের মতে, ঢাকার উত্তরাংশে মধুপুরের শক্ত লাল মাটি রয়েছে, যা ভূমিকম্পে তুলনামূলক কম দোলে। এই ধরনের মাটি পাওয়া যায়— রমনা, মগবাজার, নিউমার্কেট, লালমাটিয়া, খিলগাঁও, মতিঝিল, ধানমন্ডি, লালবাগ, মিরপুর, গুলশান, তেজগাঁওসহ বিভিন্ন এলাকায়।   তবে ভূতাত্ত্বিক সুবিধা থাকলেও এসব এলাকা পুরোপুরি নিরাপদ নয়; কারণ ভবনগুলোর মানই আসল ঝুঁকির কারণ।   শক্ত মাটির এলাকাও কেন ঝুঁকিপূর্ণ? কারণগুলো হলো— পুরোনো ভবনের রক্ষণাবেক্ষণহীনতা অনুমোদনবিহীনভাবে দুই তলার ফাউন্ডেশনে সাত–আট তলা নির্মাণ নিম্নমানের কাঁচামালে তৈরি নতুন ভবন বিল্ডিং কোড না মানা (রাজউক জানায়, ঢাকার ৯০% ভবন কোড লঙ্ঘন করেছে) ২১ নভেম্বরের ভূমিকম্পের পর রাজউক ৩০০টি ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে।   ভরাট জমিতে তৈরি এলাকা কি সবচেয়ে বিপজ্জনক? বসুন্ধরা, আফতাবনগরসহ বহু আবাসিক এলাকা ডোবা–জলাশয় ভরাট করে তৈরি। এই জায়গাগুলোতে শক্ত মধুপুর মাটি নেই। বিশেষজ্ঞদের মতে— ভরাট জমিতে বহুতল নির্মাণের আগে গ্রাউন্ড ইম্প্রুভমেন্ট টেকনিক বাধ্যতামূলক। এটি না করলে মাটি বেশি দোলে, ফলে ভবন দ্রুত ভেঙে পড়ার ঝুঁকি থাকে। শুধু পাইল দিলেই হবে না, মাটিকেও প্রস্তুত করতে হবে।   পুরান ঢাকা কি সবচেয়ে ঝুঁকিপূর্ণ? অধ্যাপক মেহেদী আহমেদ মনে করেন—পুরান ঢাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলা পুরোপুরি ঠিক নয়। পুরনো ভবনগুলো বহু শতাব্দী টিকে আছে; তবে সরু রাস্তা এবং ঘনবসতি উদ্ধারকাজকে কঠিন করে তুলতে পারে।   ঢাকার বিপদ: ব্লাইন্ড ফল্ট ঢাকার নিচে সরাসরি কোনো ফল্ট লাইন নেই। তবে আশপাশে রয়েছে ৫টি সক্রিয় ফল্ট— প্লেট বাউন্ডারি–১ (নোয়াখালী অঞ্চল) প্লেট বাউন্ডারি–২ (নরসিংদী এলাকা) প্লেট বাউন্ডারি–৩ (সিলেট থেকে ভারত) ডাউকি ফল্ট মধুপুর ফল্ট সবচেয়ে দুশ্চিন্তার বিষয়—ব্লাইন্ড ফল্ট। এগুলো ভূ-পৃষ্ঠে চিহ্ন রেখে যায় না, তাই আগাম সতর্কতা পাওয়া যায় না। বাংলাদেশে দুটি চিহ্নিত ব্লাইন্ড ফল্ট রয়েছে—ময়মনসিংহ ও রংপুর এলাকায়। এগুলোর কোনোটি সক্রিয় হলে ঢাকা বড় ক্ষতির মুখে পড়তে পারে।   ঢাকাকে কি নিরাপদ করা সম্ভব? স্থপতি ইকবাল হাবিবের মতে, ঢাকাকে পুরোপুরি নয়, তবে আংশিকভাবে নিরাপদ করা সম্ভব— ভবনের ব্যবহার পরিবর্তন রেট্রোফিটিং (দুর্বল ভবনকে শক্তিশালীকরণ) গ্রিন–ইয়েলো–রেড জোন চিহ্নিতকরণ অনিরাপদ ভবন সিলগালা নতুন ভবনের অনুমোদন কঠোরভাবে বাস্তবায়ন তবে বাস্তবে বড় বাধা হলো—ঢাকায় ভবনগুলো একে অপরের এত কাছাকাছি যে একটার ক্ষতি অন্যটিতেও প্রভাব ফেলতে পারে। হুমায়ুন আখতার বলেন, “ঢাকাকে বাঁচাতে হলে অনুমোদন, নির্মাণ, রক্ষণাবেক্ষণ—সব ক্ষেত্রে কঠোরতা ছাড়া উপায় নেই।”   সূত্র: বিবিসি বাংলা

নভেম্বর ২৮, ২০২৫ 0
মেট্রোরেলের যাত্রীদের জন্য ‘নতুন সেবা’ চালু হচ্ছে মঙ্গলবার
মেট্রোরেলের যাত্রীদের জন্য ‘নতুন সেবা’ চালু হচ্ছে মঙ্গলবার

ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেলের স্থায়ী কার্ড রিচার্জ করতে আর স্টেশনে গিয়ে সারিবদ্ধভাবে অপেক্ষা করতে হবে না। আগামীকাল থেকেই ঘরে বসে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে কয়েক মিনিটেই রিচার্জ করার সুযোগ চালু হচ্ছে।   মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল পৌনে ১১টায় আগারগাঁও মেট্রো স্টেশনে এই অনলাইন রিচার্জ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক নীলিমা আখতার।   উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন। এছাড়া বিশেষ অতিথি থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ।   উদ্বোধনের পর থেকেই যাত্রীরা ঘরে বসেই ব্যাংকের ক্রেডিট কার্ডসহ বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন ব্যাংকিং মাধ্যম ব্যবহার করে মেট্রোরেল কার্ড রিচার্জ করতে পারবেন। এতে সময় ও ভোগান্তি দুটোই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নভেম্বর ২৪, ২০২৫ 0
আরও বড় ভূমিকম্পের আশঙ্কা
আরও বড় ভূমিকম্পের আশঙ্কা

ঢাকা ও আশপাশের এলাকায় মাত্র দুই দিনের ব্যবধানে চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে তিনটি নরসিংদীতে এবং একটি ঢাকায় উৎপত্তি হয়। শুক্রবার (২১ নভেম্বর) সকালে একবার ও শনিবার (২২ নভেম্বর) সারা দিনে তিন দফা কম্পন জনমনে আতঙ্ক তৈরি করেছে।   বিশেষজ্ঞরা জানান, শনিবারের তিনটি ভূমিকম্পই আফটারশক হলেও এগুলো ভবিষ্যতে আরও বড় ভূমিকম্পের ইঙ্গিত হতে পারে। এতে সামগ্রিক ঝুঁকি বেড়েছে বলে মত তাদের।   আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির বলেন, “বড় ভূমিকম্পের পর কয়েক দিন বা সপ্তাহজুড়ে আফটারশক হওয়া স্বাভাবিক। আজ যে তিনটি মৃদু কম্পন অনুভূত হয়েছে, সেগুলোই আফটারশক।” তিনি আরও বলেন, “গতকালের ৫.৭ মাত্রার ভূমিকম্পটিও ফোরশক হতে পারে। সামনে আরও বড় ভূমিকম্প হলে এই মাত্রা ক্ষুদ্র বলে গণ্য হবে।”   ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও ভূমিকম্প বিশেজ্ঞ হুমায়ুন আখতার বলেন, “একদিনে তিনটি কম্পন অস্বাভাবিক নয়—এসব আফটারশক। মাটির নিচে আটকে থাকা শক্তি বের হয়ে আসছে। তবে এই ধারাবাহিকতা ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি বাড়ার ইঙ্গিত দিচ্ছে। এখনই প্রস্তুতি জরুরি।”   শনিবারের ভূমিকম্পগুলোর সময় ও মাত্রা: সকাল ১০:৩৬:১২ — মাত্রা ৩.৩, উৎপত্তিস্থল: নরসিংদীর পলাশ (ঢাকা কেন্দ্র থেকে ২৯ কিমি উত্তর–পূর্বে) সন্ধ্যা ৬:০৬:০৪ — মাত্রা ৩.৭, উৎপত্তিস্থল: ঢাকার বাড্ডা সন্ধ্যা ৬:০৬:০৫ — মাত্রা ৪.৩, উৎপত্তিস্থল: নরসিংদী শুক্রবার সকাল ১০:৩৮ মিনিটে তীব্র ভূমিকম্পে ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় কাঁপন অনুভূত হয়। ওই ঘটনায় নরসিংদী ছিল উৎপত্তিস্থল এবং এতে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু এবং কয়েকশ মানুষের আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।   বিশেষজ্ঞদের মতে, এই ধারাবাহিক ভূমিকম্পগুলো দেশের সার্বিক ভূমিকম্প ঝুঁকি বাড়িয়ে তুলেছে। বিশেষ করে জনবহুল ও দুর্বল অবকাঠামোর শহর ঢাকা এখন বাড়তি সতর্কতা দাবি করছে।

নভেম্বর ২৩, ২০২৫ 0
ঢাকাতে আবারও চলন্ত বাসে আগুন
ঢাকাতে আবারও চলন্ত বাসে আগুন

রাজধানীর মহাখালীতে বৈশাখী পরিবহনের একটি চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।   শনিবার (২২ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে বটতলা এলাকার দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের সামনের সড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান নিশ্চিত করেছেন।   তিনি জানান, মহাখালী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সামনে চলন্ত অবস্থায় বৈশাখী পরিবহনের বাসটিতে আগুন ধরে যায়। খবর পাওয়া মাত্রই নিকটস্থ দুটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।   ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা কোনো হতাহতের তথ্য জানা যায়নি।

নভেম্বর ২৩, ২০২৫ 0
রাজধানীতে এক সেকেন্ডের ব্যবধানে ২ ভূমিকম্প। ছবি: সংগৃহীত
রাজধানীতে এক সেকেন্ডের ব্যবধানে ২ ভূমিকম্প

মাত্র এক সেকেন্ডের ব্যবধানে রাজধানীতে সন্ধ্যায় পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। দুটির উৎপত্তিস্থল ছিল ঢাকা ও তার পার্শ্ববর্তী নরসিংদীতে। আকস্মিক এই কম্পনে আবারও আতঙ্কিত হয়ে পড়েন নগরবাসী। শনিবার (২২ নভেম্বর) রাতে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে রিখটার স্কেলে ৩ দশমিক ৭ মাত্রার প্রথম ভূমিকম্পটি হয়। এর এক সেকেন্ড পর, অর্থাৎ সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্পটি হয়, যার মাত্রা ছিল ৪ দশমিক ৩। প্রথমে দুটি কম্পনের উৎপত্তিস্থলই বাড্ডায় জানালেও, পরে এই আবহাওয়াবিদ তথ্য সংশোধন করে জানান, প্রথম কম্পনের (৩.৭ মাত্রা): উৎপত্তিস্থল ছিল ঢাকার বাড্ডায় এবং দ্বিতীয় কম্পনের (৪.৩ মাত্রা): উৎপত্তিস্থল ছিল নরসিংদীতে। এর আগে সকালেও নরসিংদীতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। জেলার পলাশ উপজেলায় সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে রিখটার স্কেলে ৩ দশমিক ৩ মাত্রার কম্পনটি অনুভূত হয়েছিল। গতকাল শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের ভূমিকম্প সারা দেশেই অনুভূত হয়। এতে সারা দেশে শিশুসহ অন্তত ১০ জন নিহত এবং ৬ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।  

নভেম্বর ২২, ২০২৫ 0
মেট্রোরেলের লাইনে ড্রোন পতিত। ছবি: সংগৃহীত
মেট্রোরেলের লাইনে ড্রোন পতিত

রাজধানীতে মেট্রোরেলের লাইনে ড্রোন পতিত হওয়ায় চলাচলে সাময়িক বিঘ্ন ঘটেছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড।  শনিবার (২২ নভেম্বর) রাতে প্রতিষ্ঠানটির অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।  এতে বলা হয়েছে, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝে মেট্রো রেল লাইনের ওপর ড্রোন পতিত হওয়ায় মেট্রো রেল চলাচল সাময়িক বিঘ্ন ঘটে। ড্রোন অপসারণ করামাত্র ট্রেন চলাচল স্বাভাবিকভাবে চালু হয়েছে। সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।  

নভেম্বর ২২, ২০২৫ 0
ভূমিকম্পে ঢাকায় নিহত ও ক্ষয়ক্ষতির তথ্য জানা গেল
ভূমিকম্পে ঢাকায় নিহত ও ক্ষয়ক্ষতির তথ্য জানা গেল

শুক্রবার সকালে পাঁচ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠার পর ঢাকা জেলার প্রাথমিক ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেছে জেলা প্রশাসন।   শুক্রবার (২১ নভেম্বর) রাতে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমিকম্পে রাজধানীর বংশাল আরমানীটোলা, মাতুয়াইল, খিলগাঁও, হাতিরঝিল, কলাবাগান ও নিউমার্কেট এলাকার কয়েকটি ভবন এবং ঢাকা কলেজের ইলিয়াস হল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে তথ্য পাওয়া গেছে।   এ ছাড়া ঢাকায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত ৫৯ জন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।   নিহতরা হলেন—রাফিউল ইসলাম (২১), আব্দুর রহিম (৪৭) ও মেহরাব হোসেন রিমন (৩০)। তিনজনের মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।   বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভূমিকম্পের পরপরই পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় তৎপরতার জন্য একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। যোগাযোগ নম্বর—০২-৪১০৫১০৬৫ এবং ০১৭০০-৭১৬৬৭৮।   উল্লেখ্য, শুক্রবার (২১ নভেম্বর) সকালে আঘাত হানা এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। ভয়াবহ কম্পনে এখন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ১০ জনের মৃত্যু নিশ্চিত হওয়া খবর পাওয়া গেছে।   বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জানান, গত কয়েক দশকে ঢাকা ও আশপাশে সংঘটিত ভূমিকম্পগুলোর মধ্যে এটি ছিল সবচেয়ে শক্তিশালী।   তিনি আরও বলেন, যেকোনো সময় দেশে বড় মাত্রার ভূমিকম্প হতে পারে। তবে ঠিক কখন, তা বলা সম্ভব নয়।   ভূমিকম্প বিশেষজ্ঞ হুমায়ুন আখতার জানান, ২০০৩ সালে রাঙামাটির বরকল ইউনিয়নে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। তবে ১৯১৮ সালে দেশের ভেতরে সর্বশেষ ৮ মাত্রার বড় ভূমিকম্প ঘটে।   তিনি বলেন, সরকারকে বারবার জানানো হচ্ছে—ভূমিকম্পের প্রস্তুতি ও মহড়া অত্যন্ত জরুরি। উদ্ধার কার্যক্রমে বড় বাজেট বরাদ্দ থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ যথাযথভাবে নেওয়া হয় না।

নভেম্বর ২২, ২০২৫ 0
বড় ভূমিকম্পের ইঙ্গিত, সবচেয়ে বেশি ঝুঁকিতে ঢাকা
বড় ভূমিকম্পের ইঙ্গিত, সবচেয়ে বেশি ঝুঁকিতে ঢাকা

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭, যা কয়েক সেকেন্ড স্থায়ী হয়ে চারপাশ কাঁপিয়ে তোলে।       ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকার পার্শ্ববর্তী নরসিংদীর মাধবদীতে। কেন্দ্রস্থল কাছাকাছি হওয়ায় সারা দেশেই কম্পন ব্যাপকভাবে অনুভূত হয়। সাম্প্রতিক সময়ে দেশে উৎপত্তি হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে এটিই ছিল সবচেয়ে শক্তিশালী। এতে বিভিন্ন স্থাপনার বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাণ গেছে অন্তত ১০ জনের, আহত হয়েছেন কয়েক শ মানুষ।   বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্পগুলো বড় ধরনের ভূমিকম্পের পূর্বাভাস হতে পারে। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ এমনিতেই উচ্চ ঝুঁকিতে রয়েছে। বড় ভূমিকম্প হলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে রাজধানী ঢাকা—কারণ শহরের অধিকাংশ ভবনই বিল্ডিং কোড মেনে নির্মিত নয়। পাশাপাশি বড় দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতিও নেই।     সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, গত বছরের শেষ দিক থেকে চলতি বছরের মাঝামাঝি পর্যন্ত দেশে ও আশপাশে অর্ধশতাধিক ভূমিকম্প হয়েছে। গত ১৫ বছরে ছোট-বড় মিলে ভূমিকম্পের সংখ্যা দেড় শতাধিক, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে।   ভূতত্ত্ব বিশেষজ্ঞরা জানান, সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত পার্বত্য অঞ্চল শক্তিশালী ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে। একইভাবে ভারতের মণিপুর, মিজোরাম ও মিয়ানমারের পার্বত্য এলাকাও বিপদের সম্ভাবনায় রয়েছে।     একটি কাল্পনিক রেখা কিশোরগঞ্জের হাওর অঞ্চল থেকে মেঘনা নদী হয়ে বঙ্গোপসাগর ও আন্দামানের পাশ দিয়ে দক্ষিণে নেমে গেছে। এই রেখাটি দুটি টেকটোনিক প্লেট—পূর্বের মিয়ানমার প্লেট ও পশ্চিমের ভারতীয় প্লেটের সংযোগস্থল। এ সংযোগ অঞ্চলের একটি বড় অংশ শত বছর ধরে লকড অবস্থায় রয়েছে। দীর্ঘদিনের সঞ্চিত শক্তি যেকোনো সময় ৮ থেকে ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে মুক্তি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।     বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, যদি ৭ মাত্রার বেশি ভূমিকম্প হয় এবং এর কেন্দ্র ঢাকার আশপাশে হয়, তাহলে রাজধানীর প্রায় দুই লাখ ভবন ধসে পড়তে পারে। বিদ্যুৎ ও গ্যাসের অপরিকল্পিত লাইন বড় ক্ষয়ক্ষতির ঝুঁকি আরও বাড়িয়েছে। উচ্চমাত্রার ভূমিকম্প হলে পুরো ঢাকা শহর ‘মৃত্যুকূপে’ পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।   বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জানান, ঢাকা ও আশপাশে সাম্প্রতিক সময়ে এত শক্তিশালী ভূমিকম্প আর হয়নি। অতীতে দেশের ভেতরে ৪ থেকে ৫ মাত্রার কিছু ভূমিকম্প হলেও সেগুলোর উৎপত্তিস্থল ছিল দেশের বাইরে। ইতিহাস বলছে, এই অঞ্চল ভূমিকম্প-ঝুঁকিপূর্ণ এবং যেকোনো সময় বড় ধরনের কম্পন আঘাত হানতে পারে।   ভূতত্ত্ববিদ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বলেন, আজকের ভূমিকম্পটি ইন্দো–বার্মা টেকটোনিক প্লেটের সংযোগস্থলে হয়েছে। শক্তি দীর্ঘদিন ধরে আটক থাকা অবস্থায় ছিল, এরই অংশবিশেষ আজ মুক্তি পেয়েছে। সামনে আবারো বড় কম্পন হতে পারে।   অপরিকল্পিত নগরায়নের কারণে ঢাকায় ঝুঁকি আরও বেশি—জানিয়ে তিনি বলেন, কয়েক প্রজন্ম ধরে ঢাকার এত কাছে বড় ভূমিকম্প হয়নি।   বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদি আহমেদ আনসারী বলেন, এখনই সব ভবনের জরুরি পরীক্ষা প্রয়োজন। রাজউক চাইলে ভবনগুলোর বিল্ডিং কোড অনুযায়ী সনদ দিতে পারে। এতে সরকারের বাড়তি ব্যয়ের প্রয়োজন নেই।   ঢাকার বিভিন্ন ভবনে ফাটল ধরা প্রসঙ্গে তিনি বলেন, এটি স্বাভাবিক ক্ষতি। ঢাকায় প্রায় ২১ লাখ ভবনের মধ্যে ১৫ লাখই একতলা বা দোতলা। চার থেকে ছয়তলা ভবন রয়েছে প্রায় ছয় লাখ। আবার বহু ১০ ও ২০ তলাও রয়েছে। ঢাকার ১০০ কিলোমিটারের মধ্যে ৭ মাত্রার ভূমিকম্প হলে দুই থেকে তিন লাখ মানুষ হতাহত হতে পারে এবং প্রায় ৩৫ শতাংশ ভবন ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে।

নভেম্বর ২২, ২০২৫ 0
মেট্রোরেলের যাত্রীদের জন্য চালু হচ্ছে নতুন সেবা
মেট্রোরেলের যাত্রীদের জন্য চালু হচ্ছে নতুন সেবা

ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেলের স্থায়ী কার্ড—র‌্যাপিড পাস ও এমআরটি পাস—এখন থেকে ঘরে বসেই অনলাইনে রিচার্জ করা যাবে। যাত্রীদের সুবিধা বাড়াতে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এই সেবা চালু করতে যাচ্ছে। ফলে আর স্টেশনে গিয়ে লাইনে দাঁড়িয়ে রিচার্জ করার প্রয়োজন হবে না। আগামী ২৫ নভেম্বর থেকে এই অনলাইন রিচার্জ সেবা আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।   বুধবার (১৯ নভেম্বর) ডিটিসিএর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।   ডিটিসিএ জানায়, ২৫ নভেম্বর থেকে র‌্যাপিড পাস অনলাইন রিচার্জ সুবিধা চালু হবে। গ্রাহকরা ঘরে বসে সহজে, দ্রুত ও নিরাপদে কার্ড রিচার্জ করতে পারবেন। রিচার্জের জন্য ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন ব্যাংকিং মাধ্যম ব্যবহার করা যাবে।   শুরুতে ডিটিসিএর ওয়েবসাইটে দেওয়া লিংকের মাধ্যমে রিচার্জ করা যাবে। আগামী মাসে একটি ডেডিকেটেড মোবাইল অ্যাপ চালু হবে, যাতে আরও সহজে রিচার্জ সুবিধা পাওয়া যাবে।   ডিএমটিসিএল পরিচালিত ‘এমআরটি পাস’ এবং ডিটিসিএ সরবরাহকৃত ‘র‌্যাপিড পাস’—উভয় কার্ডই অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে রিচার্জ করা যাবে। এই সেবা বাস্তবায়নে ডিটিসিএকে সহযোগিতা করছে বেসরকারি প্রতিষ্ঠান ডেটাসফট।   স্থায়ী কার্ডের লেনদেন ক্লিয়ারিং হাউজ ডিটিসিএর অধীনে। অনলাইনে টাকা পরিশোধ সফল হলেও কার্ডে মূল্য সংযোজন সম্পন্ন করতে যাত্রীকে একবার স্টেশনে থাকা অ্যাড ভ্যালু মেশিনে (এভিএম) কার্ড স্পর্শ করে আপডেট করতে হবে।   রিচার্জের ধাপগুলো হলো: ডিটিসিএর ওয়েবসাইট/অ্যাপে নিবন্ধন ও লগইন → রিচার্জ অপশন নির্বাচন → কার্ডের ধরন নির্বাচন → পেমেন্ট মাধ্যম নির্বাচন ও টাকা পরিশোধ → স্টেশনে এভিএম মেশিনে কার্ড স্পর্শ করে চূড়ান্ত আপডেট।   ডিটিসিএ জানায়, ২১ ও ২২ নভেম্বর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনে মোট ৩২টি এভিএম মেশিন স্থাপন করা হবে। ডিএমটিসিএল সূত্র অনুসারে, বর্তমানে মেট্রোরেলের প্রায় ৫৫ শতাংশ যাত্রী র‌্যাপিড বা এমআরটি কার্ড ব্যবহার করেন।

নভেম্বর ২০, ২০২৫ 0
‎রাজধানীতে মাসে গড়ে ২০টি হত্যাকাণ্ড ঘটে: ডিএমপি
‎রাজধানীতে মাসে গড়ে ২০টি হত্যাকাণ্ড ঘটে: ডিএমপি

ডিএমপির উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, গত ১০ মাসে রাজধানী ঢাকায় ১৯৮টি হত্যাকাণ্ড ঘটেছে। তিনি বলেন, বেশিরভাগ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন।   তালেবুর রহমানের হিসাব অনুযায়ী, গড়ে প্রতি মাসে প্রায় ২০টি হত্যাকাণ্ড ঘটেছে। তার ভাষ্য, “গত ১০ মাসে রাজধানীতে ১৯৮টি হত্যাকাণ্ড হয়েছে। এর মধ্যে অক্টোবরে ১৮টি ঘটনা ঘটেছে। আমরা বেশির ভাগ ঘটনায় দ্রুততম সময়ে দোষীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি।”   পুলিশ কর্মকর্তা জানান, পারিবারিক কলহ, পূর্বশত্রুতা, রাজনৈতিক দ্বন্দ্ব এবং আধিপত্য বিস্তারসহ নানা কারণে এসব হত্যাকাণ্ড ঘটে।   গতকাল গোলাম কিবরিয়া নামে এক যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় তিনি বলেন, পল্লবীর ঘটনায় পুলিশ তৎপর রয়েছে। এটি একটি চাঞ্চল্যকর ঘটনা। ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তার নাম জনি।   তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং হত্যার কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা যায়নি। দোষীদের গ্রেপ্তারে পুলিশ সচেষ্ট রয়েছে। তবে এই ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়নি।   উল্লেখ্য, রাজধানীতে যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এবং পর্যাপ্ত জনবল মোতায়েন করা হয়েছে।

নভেম্বর ১৯, ২০২৫ 0
ঢাকায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
ঢাকায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

রাজধানীর কুড়িল বিশ্বরোডের কুড়াতলী বাজারে রিকশার গ্যারেজ ও টিনশেড কিছু বাসাবাড়িতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।   মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৭টা ৩৮ মিনিটে আগুনের খবর পাওয়া যায় ফায়ার সার্ভিসকে। ২০ মিনিট পর, রাত ৭টা ৫৮ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।   ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানিয়েছেন, খবর পেয়ে দ্রুত চারটি ইউনিট কুড়াতলী বাজারে পৌঁছায়। প্রাথমিকভাবে আগুনে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

নভেম্বর ১৮, ২০২৫ 0
ঢাকায় বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ‘নিষিদ্ধ’ ছাত্রলীগ নেতা
ঢাকায় বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ‘নিষিদ্ধ’ ছাত্রলীগ নেতা

রাজধানী ঢাকায় বিদেশি অস্ত্রসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃত নেতার নাম মো. হেজবুল আলম রাজু (৩০)।   রোববার (১৬ নভেম্বর) রাতে র‍্যাব-২ এক ক্ষুদেবার্তায় তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে। হেজবুল আলম মোহাম্মদপুর থানার ২৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। আদাবর থানার প্রধান সড়কের নবোদয় হাউজিং সোসাইটি এলাকা থেকে তাকে আটক করা হয়।   একই সন্ধ্যায়, মোহাম্মদপুরের বসিলা গার্ডেন সিটি এলাকায় অভিযান চালিয়ে ৬টি পেট্রোল বোমাসহ মো. ফেরদৌস ওরফে বারেক নামে আরও এক ব্যক্তিকে আটক করে র‍্যাব-২–এর সিপিএসসি ইউনিট।   এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সন্দেহ হলেই মোটরসাইকেল থেকে শুরু করে অন্যান্য যানবাহন তল্লাশি করা হচ্ছে। ফার্মগেট, বাংলামোটর, গুলিস্তান, যাত্রাবাড়ীসহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের কড়াকড়ি তল্লাশি চলছে।   অতিরিক্ত নিরাপত্তার অংশ হিসেবে ঢাকাসহ চার জেলায়—ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার থেকেই এসব এলাকায় বিজিবির টহল দল মাঠে কাজ করছে।   উল্লেখ্য, সোমবার (১৭ নভেম্বর) জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাংলাদেশ টেলিভিশন এই রায় সরাসরি সম্প্রচার করবে। রায়কে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় রাজধানী ও আশপাশের জেলায় সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

নভেম্বর ১৭, ২০২৫ 0
Popular post
রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ, বেতন ৪৫ হাজার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।   এক নজরে নিয়োগের বিস্তারিত   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা   আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫

বৃত্তি পাবেন ৮০০ শিক্ষার্থী, আবেদন করবেন যেভাবে

দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান।   ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন।   বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe   অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা   স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা।   যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০

নানান সুবিধাসহ আড়ংয়ে চাকরির সুযোগ

পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম:   আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।

৫০ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ   দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন   যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর   বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম   আবেদন প্রক্রিয়া   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে যমুনা গ্রুপ

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: প্লাজা সেলস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১০০টি   যোগ্যতা ও অভিজ্ঞতা   প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই, তাই নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।   অন্যান্য তথ্য চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: ন্যূনতম ২২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে আবেদন সংক্রান্ত তথ্য   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫।

Top week

নেসকোতে বড় নিয়োগ, পদ ১৩৭
চাকরি

নেসকোতে বড় নিয়োগ, পদ ১৩৭

ডিসেম্বর ১৭, ২০২৫ 0