বিনোদন

মিয়া খলিফার সঙ্গে তুলনা! মুখ খুললেন অভিনেত্রী মাহি
মিয়া খলিফার সঙ্গে তুলনা! মুখ খুললেন অভিনেত্রী মাহি

দুই মাস আগে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ছবিগুলো নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। কেউ কেউ প্রশংসা করলেও, অনেকে কটাক্ষ করে মন্তব্য করেন— ‘মিয়া খলিফার বাংলা ভার্সন!’   সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই আলোচিত ছবি নিয়ে মুখ খুলেছেন মাহি। তিনি বলেন, ‘ছবিগুলো একটি নাটকের শুটিং সেটে তোলা হয়েছিল। এটা অনেক বিতর্কিত ছবি বলা হচ্ছে কেন, সেটাই এখন ব্যাখ্যা দিচ্ছি।’   মাহি জানান, ছবিগুলো আসলে ‘ভাত লাভার’ নামের একটি নাটকের দৃশ্যের অংশ। তিনি বলেন, ‘নাটকটি আমি আর আরশ করেছি, সকাল আহমেদের পরিচালনায়। যে চশমাটা (গ্লাস) পরে ছিলাম, সেটাও সকাল ভাইয়ের। ওই সিনে অফিসে বসে ছিলাম, তখন বলেছিলাম, “আমার একটা ছবি তুলো তো।”’   অভিনেত্রী আরও বলেন, ‘আমার নিজের কোনো চশমা ছিল না। তাই ডিরেক্টরকে বলেছিলাম, “ভাইয়া, আপনার চশমাটা দেন তো, একটা ছবি তুলবো।” তখন আরশ বলল, “মাহি, তোমাকে কিন্তু দারুণ লাগছে!” এরপর আমি বিভিন্ন পোজে কিছু ছবি তুলেছিলাম।’   ছবিগুলো প্রকাশের পর সেগুলোকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। কেউ কেউ মাহির উদ্দেশে নেতিবাচক মন্তব্য করতে ছাড়েননি। এ বিষয়ে মাহি বলেন, ‘পরে যা হলো সেটা তো সবাই জানে। এটা অনেক কন্ট্রোভার্শিয়াল একটা বিষয় হয়ে গেল। তবে আমি স্পষ্ট করে বলতে চাই— ইচ্ছাকৃতভাবে এমন কোনো কিছু করা আমার উদ্দেশ্য ছিল না।’   সামাজিকমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, মাহি নীল রঙের কোট পরে চোখে চশমা, হাতে কলম নিয়ে অফিসে বসে আছেন। আসলে এগুলো ছিল নাটকের দৃশ্যের প্রচারণার অংশ, কিন্তু অনেকেই ভুলভাবে তা ব্যাখ্যা করেছেন বলে জানান তিনি।

অক্টোবর ২৪, ২০২৫ 0
স্বামীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন: যা বললেন পূর্ণিমা
স্বামীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন: যা বললেন পূর্ণিমা

জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা ২০০৭ সালে আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৪ সালে তিনি কন্যাসন্তানের মা হন। ২০২২ সালে পূর্ণিমা প্রকাশ করেছিলেন, ফাহাদের সঙ্গে তার সম্পর্ক প্রায় আড়াই থেকে তিন বছর আগে শেষ হয়েছে। অর্থাৎ, তার দ্বিতীয় বিয়ে ঘোষণার পরই প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের তথ্য প্রকাশ্যে আসে।   সম্প্রতি সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়েছে যে পূর্ণিমা ও তার দ্বিতীয় স্বামী রবিন বিচ্ছেদ করেছেন। তবে পূর্ণিমা নিজেই এই গুজবের জবাব দিয়েছেন। বুধবার বিকালে তিনি ফেসবুকে একটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যায় রেস্তোরাঁয় বসে স্বামীর হাত ধরে আছেন তিনি। এই ছবিই প্রমাণ দেয় যে, তারা এখনও একসাথে আছেন এবং বিচ্ছেদ মিথ্যা খবর।   পূর্ণিমা ও রবিন ২০২২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। রবিন পেশায় একজন উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন।   এর আগে একটি পোস্টে পূর্ণিমা লিখেছিলেন, “মানুষের ভিড়ে কিছু মুখ থাকে, যাদের আমরা আপন ভেবে হৃদয়ের দরজা খুলে দিই। কিন্তু সময়ের কঠিন পরীক্ষায় টের পাই—তারা আসলে সম্পর্কের আবরণে লুকানো বিষধর সাপ।” তিনি আরও উল্লেখ করেছিলেন, মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারানোর চেয়ে নিঃসঙ্গ থাকা অনেক শান্তিপূর্ণ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ।   কাজের সূত্রে পূর্ণিমা রবিনের সঙ্গে পরিচিত হন। তিন বছরের বন্ধুত্ব থেকে গড়ে ওঠে তাদের প্রেম, এরপর বিয়ে হয়। এটি রবিনের সঙ্গে পূর্ণিমার দ্বিতীয় বিবাহ।   কথিত আছে, পূর্ণিমা ২০০৫ সালের ৬ সেপ্টেম্বর প্রথমবার বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

অক্টোবর ২২, ২০২৫ 0
মেধা দিয়ে খুব বেশি কিছু হয় না: জয়া আহসান
মেধা দিয়ে খুব বেশি কিছু হয় না: জয়া আহসান

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান দীর্ঘদিন ধরে দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান করে রেখেছেন তার অভিনয় ও প্রতিভার মাধ্যমে। সম্প্রতি এক পডকাস্টে তিনি খোলামেলাভাবে কথা বলেছেন ক্যারিয়ার, জীবনদর্শন, পুরানো জিনিসের প্রতি ভালোবাসা এবং সামাজিক মাধ্যমের অভিজ্ঞতা নিয়ে।   জয়া বলেছেন, শুধুমাত্র মেধা দিয়ে খুব বেশি কিছু হয় না। লক্ষ্য অর্জনের জন্য থাকতে হয় অদম্য ইচ্ছা এবং নিজের উপর পরীক্ষা দিয়ে এগিয়ে যেতে হবে। তার মতে, সাফল্যের মূল চাবিকাঠি হলো পরিশ্রম ও ধৈর্য। অভিনেত্রী জানিয়েছেন, অভিনয় জীবনের প্রথম বছরগুলোতে তিনি ক্যামেরার অ্যাঙ্গেলও চিনতে পারতেন না। কিন্তু গুণী নির্মাতাদের দক্ষ নির্দেশনার কারণে আজ তিনি অভিনয়ের অ, আ, ক, খ শিখতে পেরেছেন।   ব্যক্তিজীবনের প্রসঙ্গে জয়া আভাস দিয়েছেন তার পুরানো জিনিসের প্রতি অনুরাগ। তার বাসায় প্রায় ২০০ বছরের পুরোনো আলমারী রয়েছে। যে খাটে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেই খাটটি এখনও সংরক্ষিত। জয়া বলেন, “আমি পুরোনোতে বাঁচি। পুরানো শুধুমাত্র অতীত নয়; আমার কাছে অতীত বর্তমান ও ভবিষ্যতের সেতুবন্ধও।”   সামাজিক মাধ্যমে বুলিং সম্পর্কে তিনি জানান, তিনি সাধারণত কমেন্টবক্স বেশি পড়েন না, তবে যখন পড়েন, খারাপ লাগে। জয়া বলেন, “যারা বাজে কথা ছড়িয়ে আনন্দ পান, তাদের বিষয়। তারাই হয়তো একদিন পৃথিবী থেকে চলে যাবেন, কিন্তু কথাগুলো থেকে যাবে। আমার কিছু হবে না।”

অক্টোবর ১৯, ২০২৫ 0
‘তরুণীদের উচিত বিবাহিত পুরুষদের সঙ্গে সম্পর্ক না করা’

অধিকাংশ পাকিস্তানি পুরুষ অবিশ্বস্ত বলে মন্তব্য করেছেন পাকিস্তানি অভিনেত্রী ও মডেল সাঈদা ইমতিয়াজ। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি। এ অভিনেত্রী বলেন, অ্যারেঞ্জ ম্যারেজ আমার কাছে ভয়ংকর মনে হয়। বিয়ের আগে দুজন মানুষের মধ্যে বোঝাপড়া ও সামঞ্জস্য থাকা খুব জরুরি। নিজের বিয়ে নিয়ে পরিকল্পনার কথা জানতে চাইলে সাঈদা ইমতিয়াজ বলেন, ‘আমি লাভ-কাম-অ্যারেঞ্জ ম্যারেজ পছন্দ করি। তবে পাকিস্তানি পুরুষকে নয়, একজন বিদেশিকে বিয়ে করতে চাই।' কারণ ব্যাখ্যা করে সাঈদা ইমতিয়াজ বলেন, আমার মতে, অধিকাংশ পাকিস্তানি পুরুষ অবিশ্বস্ত। কিন্তু অন্যান্য দেশের পুরুষদের মধ্যে অবিশ্বস্ততা তুলনামূলকভাবে অনেক কম। আমার ভাই-বোনেরা নিউইয়র্কে বসবাস করে, যেখানে পুরুষদের একাধিক বিয়ে করার অনুমতি নেই। স্থানীয় সমাজের নৈতিক অবক্ষয়ের উদাহরণ টেনে সাঈদা ইমতিয়াজ বলেন, ‘আমি এমন ঘটনাও শুনেছি, যেখানে একজন নারী নিজের বোনের বাগদত্তাকে বিয়ে করেছে। নারীদের উচিত বিবাহিত পুরুষদের সঙ্গে সম্পর্ক না করা, যাতে আরেকজন নারীর সংসার না ভেঙে যায়।’  বিবাহিত পুরুষদের কাছ থেকে মেসেজ পেলে, তার প্রতিক্রিয়া কীভাবে দেন? এ প্রশ্নের জবাবে সাঈদা ইমতিয়াজ বলেন, ‘যদি কোনো বিবাহিত পুরুষ আমাকে মেসেজ করে, আমি তাকে হুঁশিয়ারি দিই যে, আমি আমাদের এই কথোপকথনের স্ক্রিনশট আপনার স্ত্রীর কাছে পাঠাব। সাধারণত, তারপর তারা পিছু হটে।' কাশ্মীর-আমেরিকান পরিবারের সন্তান সাঈদা। সংযুক্ত আরব আমিরাতে তার জন্ম। তবে বেড়ে উঠেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন সাঈদা। ২০১২ সালে দ্বিভাষিক পাকিস্তানি ‘কাপ্তান: দ্য মেকিং অব আ লিজেন্ড’ সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী। এতে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমিমা খানের চরিত্র রূপায়ণ করেন সাঈদা।  

অক্টোবর ১৭, ২০২৫ 0
বাসে সিট না পেয়ে চালকের পাশে বসে গেলেন অভিনেতা ডা. এজাজ
বাসে সিট না পেয়ে চালকের পাশে বসে গেলেন অভিনেতা ডা. এজাজ

দেশের জনপ্রিয় অভিনেতা ও চিকিৎসক ডা. এজাজুল ইসলাম আবারও প্রমাণ করেছেন, বিনয় ও মানবিকতার দিক থেকে তিনি সত্যিই অনন্য। সম্প্রতি তার একটি সাধারণ বাসযাত্রার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা তার সরলতা ও মানবিকতার সুন্দর উদাহরণ।   ঘটনাটি যেভাবে ভাইরাল হয়   ১৪ অক্টোবর সকাল ১০টার দিকে ময়মনসিংহ থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাসে ওঠেন এক যাত্রী। তিনি ফেসবুকে পোস্ট করে জানান, গাজীপুর চৌরাস্তা থেকে বাসে ওঠেন ডা. এজাজুল ইসলাম। সাধারণ পোশাকে, কোনো তারকাসুলভ আচরণ ছাড়াই তিনি যান ড্রাইভারের পাশের সিটে বসতে।   যাত্রীরা তার পরিচয় টের পেয়ে আসন দিতে চাইলেও তিনি কারও আসন গ্রহণ করেননি। বরং পাশের সিট খালি হলে যখন এক যাত্রী তাকে বসার অনুরোধ করেন, তিনি নিজে বসার পরিবর্তে অন্য এক যাত্রীকে বসতে বলেন।   যাত্রীর অভিজ্ঞতা   পোস্টকারী যাত্রী লেখেন, “সাধারণত ডাক্তার বা অভিনেতাদের সঙ্গে একটা দূরত্ব থাকে। কিন্তু ডা. এজাজুল ইসলামের মতো একজন বিখ্যাত চিকিৎসক ও অভিনেতার এমন বিনয়ী আচরণ সত্যিই অনুপ্রেরণাদায়ক।”   নেটদুনিয়ায় প্রশংসার ঝড়   পোস্টটি ছড়িয়ে পড়তেই নেটিজেনরা ভরে দেন প্রশংসায়। কেউ লেখেন, “এটাই একজন প্রকৃত তারকার পরিচয়,” আবার কেউ বলেন, “এমন মানুষরাই সমাজে আলোর দিশা দেখান।”   একজন সত্যিকারের মানুষ   ডা. এজাজুল ইসলাম শুধু জনপ্রিয় অভিনেতা বা চিকিৎসকই নন, তিনি অনেকের কাছে “গরিবের ডাক্তার” নামেও পরিচিত। তার বিনয়ী ব্যবহার, মানবিক মানসিকতা ও সরল জীবনযাপন তাকে ভক্ত ও সহকর্মীদের কাছে বিশেষ সম্মান এনে দিয়েছে।   বাংলাদেশের নাটক ও চলচ্চিত্রে দীর্ঘ সময় ধরে কাজ করছেন তিনি। প্রয়াত লেখক ও নির্মাতা হুমায়ূন আহমেদের হাতে অভিনয়ে আসা এই গুণী অভিনেতা *‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’*সহ বহু জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে তার অসাধারণ অভিনয়ের ছাপ রেখে গেছেন।   ডা. এজাজুল ইসলামের এই সাধারণ আচরণ আবারও প্রমাণ করল— তারকা হতে খ্যাতির প্রয়োজন নেই, প্রয়োজন মানবিকতা ও বিনয়।

অক্টোবর ১৬, ২০২৫ 0
কেউ বিয়ের প্রস্তাব দিলে আমি রাজি : মালাইকা
কেউ বিয়ের প্রস্তাব দিলে আমি রাজি : মালাইকা

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাবেক স্বামী আরবাজ খানের দ্বিতীয় স্ত্রীর মাতৃত্বের খবর প্রকাশের পরই যেন নতুন করে স্পটলাইটে চলে এসেছেন এই অভিনেত্রী। এবার তার দ্বিতীয় বিয়ে নিয়ে দেওয়া মন্তব্যে সরগরম বলিউড।   সম্প্রতি আরবাজ খান ও তার দ্বিতীয় স্ত্রী, মেকআপ আর্টিস্ট শুরা খান, এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। এ খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের দৃষ্টি ঘুরে যায় মালাইকার দিকে। অনেকেই জানতে চান— প্রাক্তন স্বামী নতুন জীবনে পা রাখার পর মালাইকা কি তবে নতুন সম্পর্কের দিকে এগোচ্ছেন?   এই গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে মালাইকার এক সাম্প্রতিক মন্তব্য। জনপ্রিয় রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা ১১’-এর একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিচারকের আসনে বসা মালাইকার কাছে ফারাহ খান মজার ছলে প্রশ্ন করেন, “২০২৪-এ কি আপনি ‘সিঙ্গল পেরেন্ট-কাম-অভিনেত্রী’ থেকে ‘ডাবল পেরেন্ট-কাম-অভিনেত্রী’ হতে যাচ্ছেন?”   প্রথমে প্রশ্ন শুনে অবাক মালাইকা হেসে বলেন, “এর মানে কী? কাউকে কোলে নিতে হবে নাকি?” পরে বিষয়টি বুঝে হাসিমুখে উত্তর দেন, “যদি কেউ থাকে, আমি একশো শতাংশ বিয়ে করব।”   তার এই অকপট জবাবে মজার ছলে ফারাহ বলেন, “কেউ আছে মানে? অনেকে আছে!” এতে মালাইকা চটুল ভঙ্গিতে জবাব দেন, “মানে কেউ যদি বিয়ের প্রস্তাব দেয়, আমি রাজি।”   মালাইকার এই খোলামেলা মন্তব্যই এখন বলিউডে সবচেয়ে আলোচিত বিষয়। অনেকেই মনে করছেন, এটি হয়তো তার জীবনে নতুন অধ্যায়ের ইঙ্গিত। তবে তিনি কাকে ইঙ্গিত করছেন, সেটিই এখন ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দু।

অক্টোবর ১৩, ২০২৫ 0
টিভি সাংবাদিক পরিচয়ে রিপন মিয়ার পরিবারকে হেনস্তা!
টিভি সাংবাদিক পরিচয়ে রিপন মিয়ার পরিবারকে হেনস্তা!

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার পরিবারকে টেলিভিশনের সাংবাদিক পরিচয়ে হেনস্তার অভিযোগ উঠেছে। এ অভিযোগ করেছেন নিজেই রিপন মিয়া, যিনি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি করে পরিচিতি পেয়েছেন।   রিপন মিয়া ফেসবুকে এক পোস্টে লিখেছেন, “আমি রিপন মিয়া। আপনাদের ভালোবাসা ও সাপোর্টে ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত ৯ বছর ধরে এই জায়গায় টিকে আছি। এই সময়ে আমার দ্বারা কারও ক্ষতি হয়নি। যেকোনো কনটেন্ট ক্রিয়েটর আমাকে ডাকলে আমি সাড়া দিয়েছি।”   তিনি জানান, জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে নানা চাপে পড়তে হয় তাকে। কেউ কেউ তার পেজ হ্যাকের চেষ্টা চালায়, আবার কেউ টেলিভিশনে সাক্ষাৎকার না দিলে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেয়।   ঘটনার বিস্তারিত জানিয়ে রিপন বলেন, সোমবার ঢাকা থেকে কয়েকজন টেলিভিশন সাংবাদিক পরিচয়ে তার বাসায় আসেন। তারা অনুমতি ছাড়াই পরিবারকে ভিডিও করতে থাকেন এবং অশালীন প্রশ্ন করেন। এমনকি ঘরের মহিলা সদস্যরা ভেতরে থাকা সত্ত্বেও তারা অনুমতি ছাড়াই ঘরে প্রবেশ করেন।   রিপন আরও বলেন, “আমি নিজে অশিক্ষিত, আমার পরিবারের কেউও শিক্ষিত নন। তারা কখনোই মিডিয়ার মুখোমুখি হননি। আমি কখনো পরিবারের সদস্যদের ফেসবুকে দেখিয়ে আয় করতে চাইনি।”   তিনি কোনো টেলিভিশন চ্যানেলের নাম উল্লেখ না করে বলেন, “চাইলেই নাম প্রকাশ করতে পারতাম, কিন্তু কাউকে ছোট করার উদ্দেশ্য আমার নয়। যারা এই ঘৃণ্য কাজটি করেছেন, তারা নিজের বিবেককে প্রশ্ন করুন। টাকা আয় করার জন্য অন্যের পরিবারকে কষ্ট দিলে সেই টাকায় শান্তি আসে না।”   শেষে রিপন মিয়া সবার কাছে দোয়া চেয়ে বলেন, “আমি সবসময় ইতিবাচক কনটেন্ট বানাতে চাই। দোয়া করবেন, যেন কোনো নেতিবাচক পরিস্থিতিতে না পড়ি।”

অক্টোবর ১৩, ২০২৫ 0
মালদ্বীপের বিচে ঝড় তুললেন শবনম ফারিয়া!
মালদ্বীপের বিচে ঝড় তুললেন শবনম ফারিয়া!

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সম্প্রতি স্বামী তানজিম তৈয়ব-এর সঙ্গে হানিমুনে মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণে গেছেন। চলতি মাসের শুরুতেই এই রোমান্টিক সফরে বের হন তারা। তবে এখন পর্যন্ত ফারিয়া স্বামীর সঙ্গে কোনো ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেননি।   সম্প্রতি মালদ্বীপে ডলফিন ক্রুজে অংশ নেওয়ার সময় সাগরের পাড়ে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে তিনি লেখেন— “আমি একেবারেই ঠান্ডা ছিলাম। কিন্তু ভেতরে ভেতরে জীবনের প্রতিটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছিলাম... তারপর ডজনখানেক ডলফিন দেখার পর সবকিছু মাফ করে দিলাম।”   ছবিটি প্রকাশের পরপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকেই প্রশংসায় ভাসালেও, একাংশ সমালোচনায় মুখর হয়েছেন। কেউ বলেছেন, “ভিউয়ের জন্য নাটক,” আবার কেউ প্রশ্ন তুলেছেন—“ধর্মীয় রীতিতে বিয়ের পর এমন পোশাকে ছবি দেওয়া কতটা গ্রহণযোগ্য?”   এর আগে শ্রীলঙ্কার গালে শহর থেকে ‘হাফপ্যান্ট’ পরা ছবি পোস্ট করেও বিতর্কে পড়েছিলেন ফারিয়া। এবার মালদ্বীপের সৈকতের ছবি সেই বিতর্কে আরও নতুন মাত্রা যোগ করেছে।   উল্লেখ্য, শবনম ফারিয়া চলতি বছরের ১৯ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো বিয়ে করেন। ঢাকার মাদানী অ্যাভিনিউয়ের এক মসজিদে ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তার স্বামী তানজিম তৈয়ব বর্তমানে একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত।

অক্টোবর ১৩, ২০২৫ 0
থালাপতি বিজয়। ফাইল ছবি
নিহতদের পরিবারকে কত রুপি ক্ষতিপূরণ দিচ্ছেন বিজয়

ভারতীয় অভিনেতা ও নবীন রাজনীতিক থালাপতি বিজয়ের রাজনৈতিক যাত্রা কালো অধ্যায়ে ঢেকে দিল ভয়াবহ এক দুর্ঘটনা। গত শনিবার তামিলনাড়ুর কারুর জেলায় তার সমাবেশে পদদলিত হয়ে মৃত্যু হয়েছে অন্তত ৪০ জনের।  নিহতদের মধ্যে ১৭ নারী, ১৪ পুরুষ, চার কিশোর ও পাঁচ কিশোরী রয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ৬৭ জন, যাদের অনেকে এখনো হাসপাতালে চিকিৎসাধীন।   প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয়ের মঞ্চে আসতে দেরি হওয়ায় ভিড়ে সবাই অস্থির হয়ে ওঠে। পানি ও খাদ্যের সংকট পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে। মুহূর্তের মধ্যেই হুড়োহুড়িতে ঘটে যায় পদদলনের মতো ভয়াবহ দুর্ঘটনা।   এ ঘটনার পর পুলিশ বিজয়ের দলের তিন শীর্ষ নেতা—বাসি আনন্দ, নির্মল কুমার ও ভিপি মথিয়ালাগানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে—সমাবেশে নিরাপত্তা ও ব্যবস্থাপনায় টিভিকের মারাত্মক গাফিলতিই এই বিপর্যয়ের জন্য দায়ী। তদন্তের জন্য ইতোমধ্যে অবসরপ্রাপ্ত বিচারকের নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয়েছে।   ভক্তদের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে বিজয় নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন। তিনি ঘোষণা দিয়েছেন, নিহত প্রত্যেক পরিবারের হাতে পৌঁছে দেওয়া হবে ২০ লাখ রুপি করে সহায়তা। আহতদের জন্যও আর্থিক সহযোগিতা দেওয়া হতে পারে।   দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সহকর্মীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন। কেউ লিখেছেন, যে ভালোবাসা বিজয়কে রাজনীতিতে শক্তি দিয়েছে, সেই ভালোবাসাই আজ করুরের মাটিতে পরিণত হলো শোকে।

অক্টোবর ১, ২০২৫ 0
থাইল্যান্ডের ম্যাসাজ আসলেই বেস্ট: প্রিয়ন্তী উর্বী

সুযোগ পেলে থাইল্যান্ডে ঘুরতে যান এমন অনেকেই রয়েছে বাংলাদেশে। আর যারা যান তাদের অনেকেই থাই ম্যাসাজ নিয়ে থাকেন, যার প্রশংসা রয়েছে বিশ্বজুড়ে। এবার থাইল্যান্ডের ম্যাসাজের অভিজ্ঞতায় মুগ্ধ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী।    সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিদেশ ঘোরাঘুরির অভিজ্ঞতা শেয়ার করেন অভিনেত্রী। উর্বী বলেন, প্রতিবছর একবার থাইল্যান্ডে যেতে ইচ্ছে করে। থাইল্যান্ড খুবই সুন্দর। আর থাইল্যান্ডের ম্যাসাজ আসলেই বেস্ট। ম্যাসাজ নিতে নিতে ঘুমিয়ে পড়েছি।    তিনি আরও বলেন, থাইল্যান্ডে অনেক হাঁটতে হয়। সে কারণে ম্যাসাজ নিলে একটু ভালো লাগে। বাংলাদেশের ৫ হাজার হোক, ৬ হাজার হোক- থাইল্যান্ডের ম্যাসাজ আসলেই আলাদা।   অভিনয়ের ক্ষেত্রেও উর্বী বর্তমানে আলোচনায়। সম্প্রতি মুক্তি পাওয়া নাটক ‘তরী আমার হঠাৎ ডুবে যায়’ দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

সেপ্টেম্বর ২৫, ২০২৫ 0
আগে লাগতো ১ লাখ এখন ৪ লাখ: নায়লা নাঈম

দেশের সামাজিক অব্যবস্থা, ঘুস বাণিজ্য এবং সাধারণ মানুষের দুর্ভোগ নিয়ে ফেসবুকে খোলামেলা স্ট্যাটাস দিয়ে আলোচনায় এসেছেন মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম। তার দাবি, জমি রেজিস্ট্রি করতে আগে ঘুস লাগতো ১ লাখ এখন ৪ লাখ। পোস্টে নায়লা জানান, তার একমাত্র ভাই প্রায় ছয় বছর ধরে জার্মানিতে প্রবাস জীবন কাটাচ্ছেন। সেখান থেকে নিয়মিত পরিবারকে আর্থিক সহায়তা পাঠিয়ে আসছেন তিনি। সেই টাকা সঞ্চয় করে তার বাবা-মা সম্প্রতি একটি জমি কিনেছেন।  কিন্তু জমি রেজিস্ট্রেশনের দিন সরকারি খরচ ছাড়াও ‘নানান অজুহাতে’ রেজিস্ট্রারের মাধ্যমে একটি ‘বিশাল অংকের’ ঘুস দিতে হয়েছে তাদের। তিনি লিখেছেন, ‘আব্বা আম্মা সেই টাকা জমিয়ে একটা জমিও রাখলেন। খুবই ভালো কথা তারা জমি রেখেছেন। কারবারটা হলো জমি রেজিস্ট্রেশনের দিন যখন গেলাম সরকারি পে-অর্ডারের খরচ ব্যতীত রেজিস্টার বিশাল অংকের একটা টাকা নানান অজুহাতে বের করে নিলেন আমার পিতা-মাতার কাছ থেকে। তারাও নীরবে দিয়ে গেলেন। কেননা এটা নাকি দিতেই হয়। হুম... সেটা আমি জানি দিতে হয়। ‘ঘুস’ বলে এটাকে।’ সরকার পরিবর্তনের পরও সাধারণ মানুষের দুর্দশার কোনো পরিবর্তন হয়নি বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। স্ট্যাটাসে তিনি বলেন, ‘একটা অভ্যুত্থান হলো। সরকার পতন হলো। নতুন সরকার আসলো। আম জনতা কি পেল? আগে যে রেজিস্ট্রেশন করতে কথার কথা ১ লাখ টাকা লাগতো সেটা এখন লাগে ৪ লাখ। কেননা প্রতি শতাংশে বিশাল একটা চার্জ বসিয়েছে সরকার ট্যাক্স হিসেবে। আগে রেজিস্টার ঘুষ খাইতো। এখনো খায়।  তিনি আরও লিখেছেন, রাস্তাঘাটে হাঁটতে গেলে তো চায়ের দোকানের সাথে উষ্ঠা খেতে খেতে জান যায় যায় অবস্থা। রেজিস্ট্রেশন শেষ করে ভাইকে একটা মেসেজ দিলাম। ভাই আর যাই করো, বিদেশের মাটি কামড়ে থাকো। তিন বাচ্চাসহ ডিভোর্সে ফরেনার মহিলাকে বিয়া করো। অনুরোধ একটাই দেশে আর ফিরবা না। তোমার পায়ে ধরি। তাকে সুপরামর্শ দিলাম না কুপরামর্শ দিলাম? আপনারাই বলুন?’  

সেপ্টেম্বর ২৫, ২০২৫ 0
অভিনেতা শিমুল শর্মা। ফাইল ছবি
কেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এ থাকছেন না জানালেন শিমুল

‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের আসন্ন পর্বগুলোতে আর থাকছেন না শিমুল শর্মা। ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ইউনিট থেকেই এ খবর প্রথম জানা যায়। এরপর একজন শিল্পীও নিশ্চিত করেন আলোচিত এই ধারাবাহিকে শিমুল থাকছেন না।    কিন্তু আসলেই কি শিমুল থাকছেন না? হ্যাঁ, কথা সত্য। সেটা শিমুল নিজেই নিশ্চিত করলেন। আসন্ন পর্বগুলোতে শিমুলকে দেখা যাবে না।   শিমুল শর্মা বলেন, আমি ব্যাচেলর পয়েন্ট থেকে বিরতিতে যাচ্ছি। সামনে আমাকে ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকে দেখা যাবে না। কাবিলা ভাইয়ের মা অসুস্থ, এ জন্য আমি নোয়াখালী চলে যাচ্ছি। তার মানে আমি আর নেই।   তবে ব্যাচেলর পয়েন্ট থেকে দূরে সরে যাচ্ছেন না বলে জানালেন এই অভিনেতা। বললেন,  না, খুবই স্বাভাবিক নিয়মে আমি ব্যাচেলর পয়েন্টে থাকছি না। গল্পের প্রয়োজনে আমাকে নোয়াখালী চলে যেতে হচ্ছে। আবার গল্পের প্রয়োজনে হয়তো আমি ঢাকা চলে আসব। তখন হয়তো আবার আমাকে দেখা যাবে।   শিমুলের ব্যাচেলর পয়েন্টের নেপথ্যে না থাকার অন্য কোনো কারণ আছে কি না, এ বিষয়ে জানতে চাইলে শিমুল বলেন, না না, অন্য কোনো কারণ নেই। বললাম তো, আমাকে হয়তো আবার দেখা যাবে। অন্য কোনো কারণ থাকলে তো আমি এভাবে বলতে পারতাম না। এইটুকু আমি বলতে পারি আমি ব্যাচেলর পয়েন্টের সঙ্গেই আছি।   কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয় করে সবার কাছে পরিচিতি পেয়েছেন শিমুল শর্মা। এই সিরিয়ালে শিমুলকে দেখা যায় কাবিলার নোয়াখালীর ক্রাইম পার্টনার ও এলাকার ছোট ভাইয়ের চরিত্রে! শিমুল এখন নির্মাতা হিসেবেই ব্যস্ত সময় পার করছেন। নির্মাতা অমির সহকারী থেকে অভিনয়ে সুযোগ পেয়েছিলেন শিমুল।   কদিন আগে ‘ব্যাচেলর পয়েন্ট’র সংবাদ সম্মেলনে অন্য শিল্পীরা থাকলেও ছিলেন না শিমুল, এমনকি সম্প্রতি প্রকাশিত পোস্টারগুলোতেও তিনি নেই! আর এর মধ্যেই জানা যায় শিমুল আর থাকছেন না।

সেপ্টেম্বর ২৩, ২০২৫ 0
আলোচিত মডেল ও অভিনয়শিল্পী শবনম ফারিয়া। ফাইল ছবি
বিয়ে করলেন শবনম ফারিয়া, পাত্র কে?

প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্সের প্রায় পাঁচ বছর পর ফের বিয়ে পিঁড়িতে বসলেন আলোচিত মডেল ও অভিনয়শিল্পী শবনম ফারিয়া। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর দুই পরিবারের সদস্যদের  উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।   দ্বিতীয় বার বিয়ের বিষয়টি শবনম ফারিয়া নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানালেন তার পাত্রের নাম তানজিম তৈয়ব, তিনি রাজশাহীর ছেলে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।   বিয়ের নিয়ে এই অভিনেত্রী বলেন, বিয়ে নিয়ে আমার অনুভূতি বরাবরই জটিল—আতঙ্কের চেয়ে কিছু কম নয়। বিবাহবিষয়ক বিভিন্ন জটিল ও ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর মনে করেছিলাম, এই অধ্যায় হয়তো আমার জীবনে আর আসবে না। তবে সময়ের প্রবাহে এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তে এই পরিণয়।   ফারিয়া বলেন, ঢাকার অদূরে মাদানী অ্যাভিনিউতে অবস্থিত মসজিদ আল মুস্তাফায় নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। তবে বিয়ের সিদ্ধান্তটি হঠাৎ হওয়ায় তার একমাত্র ননদ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। কারণ, তিনি দেশের বাইরে আছেন।    জীবনের নতুন যাত্রার জন্য সবার দোয়া ও শুভকামনা চেয়ে তিনি বলেন, ভবিষ্যতে সহকর্মী, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের নিয়ে একটি বিয়ে–পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।    শবনম ফারিয়া ২০১৮ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে। প্রথম স্বামী তখন একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। বিয়ের ঠিক এক বছর ৯ মাসের মধ্যে বিচ্ছেদ ঘটে শবনম ফারিয়ার। অপুকে ২০২০ সালের ২৭ নভেম্বর ডিভোর্স দেন তিনি।

Unknown সেপ্টেম্বর ১৯, ২০২৫ 0
বন্ধ হচ্ছে ৪২ বছরের ঐতিহ্যবাহী মণিহার সিনেমা হল

যশোরে অবস্থিত মণিহার সিনেমা হলকে বলা হয় দেশের বৃহত্তম সিনেমা হল। যে হলে সিনেমা দেখার জন্য জাপান, কোরিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, রাশিয়া, ইংল্যান্ড থেকে চলচ্চিত্রপ্রেমীরা সিনেমা দেখতে আসতেন। সেই ৪২ বছরের ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহটি ভেঙে সেখানে মার্কেট এবং আবাসিক হোটেল করার সিদ্ধান্ত নিয়েছেন হলটির মালিকপক্ষ।   মণিহারের কর্ণধার জিয়াউল ইসলাম মিঠু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। দেশি সিনেমার অভাবে টলিউডের পুরোনো ছবি দিয়ে হল সচল রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন টলিউড অভিনেতা জিতের ‘অভিমান’ ছবি চলছে। এর আগে, তিনবার চালিয়েছি ছবিটি। এই নিয়ে চারবার। দর্শক সমাগম নেই বললেই চলে। কেননা এ ছবি টেলিভিশন, মোবাইলে, ইউটিউবে সার্চ দিলেই পাওয়া যায়।   লোকসানের পাল্লা ভারী হতে হতে এখন হলের খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। হলটি ভেঙে মার্কেট করা প্রসঙ্গে তিনি আরো বলেন, আমাদের হলের সিট সংখ্যা ১৪৩০টি। আমাদের স্টাফ আছে ২৫ জন। এভাবে তো চালানো যায় না। দেখা যায় পুরো মার্কেটে প্রতি মাসে বিদ্যুৎ বিল আসে এক লাখ কিংবা দেড় লাখ। সিঙ্গেল হলটি ভেঙে হয়তো সামনে মার্কেটের জন্য জায়গা করব, আবাসিক হোটেলগুলোকে স্যাংকশন করব। তা ছাড়া আরেকটা সিনেপ্লেক্সও হতে পারে। ইতোমধ্যে আর্কিটেকচারকে ডিজাইন করতে দেওয়া হয়েছে, এরপর সেটা পাস করে পরিকল্পনা মোতাবেক কাজ হবে। এটাও সময় লাগবে সব কিছু হতে। তার আগ পর্যন্ত হয়তো আমরা এভাবেই চলাব।   কবে নাগাদ এই সিঙ্গেল হলটি ভেঙে ফেলা হবে, সেটি এখন নিশ্চিত করতে না পারলেও জানালেন, পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে, সেগুলো পাস হলে তারপর হয়ত ভাঙনের কাজ শুরু হবে। এ সময় দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বিষয়টিও উল্লেখ করেন।  

Unknown সেপ্টেম্বর ১৭, ২০২৫ 0
Popular post
রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ, বেতন ৪৫ হাজার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।   এক নজরে নিয়োগের বিস্তারিত   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা   আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫

৫০ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ   দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন   যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর   বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম   আবেদন প্রক্রিয়া   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।

কৃষি ব্যাংকে চাকরি, নেবে ৩৯৮ জন

ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে নতুন সমন্বিত ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগের আওতায় বাংলাদেশ কৃষি ব্যাংক-এ সিনিয়র অফিসার (সাধারণ) পদে ৩৯৮ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ কৃষি ব্যাংক পদের নাম: সিনিয়র অফিসার (সাধারণ) পদসংখ্যা: ৩৯৮টি   শিক্ষাগত যোগ্যতা   প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানসহ তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোর মধ্যে অন্তত দুইটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।   বয়সসীমা   ১ জুলাই ২০২৫ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।   আবেদন সংক্রান্ত তথ্য   আবেদন ফি: ২০০ টাকা (অনগ্রসর নাগরিক গোষ্ঠীর প্রার্থীদের জন্য ৫০ টাকা)। আবেদনের শেষ সময়: ১০ নভেম্বর ২০২৫।   আবেদন পদ্ধতি   আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে এবং আবেদন করতে এখানে ক্লিক করুন।

৯২ হাজার টাকা বেতনে চাকরির সুযোগ

আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইড বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ‘টেকনিক্যাল এক্সপার্ট’ পদে নতুন কর্মী নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে ২৮ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।   নিয়োগের বিস্তারিত প্রতিষ্ঠানের নাম: ওয়াটারএইড বাংলাদেশ পদের নাম: টেকনিক্যাল এক্সপার্ট পদের সংখ্যা: নির্ধারিত নয় চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই কর্মস্থল: খুলনা   যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা স্নাতক (সিভিল ইঞ্জিনিয়ারিং/এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে) অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৫ বছর বয়সসীমা: নির্ধারিত নয় বেতন ও সুবিধা বেতন: প্রতি মাসে ৯২,৫০০ টাকা   আবেদন প্রক্রিয়া আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ: ২৮ অক্টোবর ২০২৫

জানা গেল সেই আনিসার ফলাফল

মায়ের অসুস্থতার কারণে কেন্দ্রে দেরিতে আসায় পরীক্ষা না দিতে পারা সেই আনিসা আহমেদ এইচএসসি পরীক্ষায় ফেল করেছেন। তিনি বাংলা ও ইসলামের ইতিহাস বিষয়ে ফেল করেন।   আনিসা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তিনি মানবিক বিভাগের পরীক্ষাথী।   বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।   এইচএসসি পরীক্ষা শুরুর প্রথম দিনই (২৬ জুন) ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থী আনিসা মায়ের অসুস্থতার কারণে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছুতে পারেননি। দেরি হওয়ায় তাকে কেন্দ্রে প্রবেশ করতে দেননি দায়িত্বরতরা। এসময় ওই ছাত্রী পরীক্ষাকেন্দ্রের সামনে কান্নায় ভেঙে পড়েন। গেটের বাইরে দীর্ঘসময় অপেক্ষায় থেকে তিনি সেদিন ফিরে যান। ওই ছাত্রীর পরীক্ষাকেন্দ্র ছিল রাজধানীর সরকারি মিরপুর বাঙলা কলেজ।   আনিসার কান্না-আকুতি তখন নাড়িয়ে দেন বহু মানুষের বিবেক। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠে—আইন কি মানবিক বিবেচনার ঊর্ধ্বে? নেটিজেনরা দাবি তোলেন—মানবিক বিবেচনায় হলেও তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া উচিত।   অন্তর্বর্তী সরকারও সেই দাবি আমলে নেয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তখন শিক্ষা উপদেষ্টার বরাতে জানানো হয়, ‘পরীক্ষা দিতে না পারা আনিসার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে।’

Top week

৯২ হাজার টাকা বেতনে চাকরির সুযোগ
চাকরি

৯২ হাজার টাকা বেতনে চাকরির সুযোগ

অক্টোবর ২৩, ২০২৫ 0