সিনেমায় কম দেখা গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময় সক্রিয় জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। তিনি নিজের ব্যক্তিগত অনুভূতি, কাজের আপডেট এবং অন্যান্য বিষয় নিয়মিত ভক্তদের সঙ্গে ভাগ করে থাকেন। বর্তমানে মাহি অবস্থান করছেন আমেরিকায়। তবে সশরীরে সেখানে থাকলেও তার মন যেন পড়ে আছে পাশের দেশ ভারতে। সম্প্রতি তার ফেসবুক পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে নতুন আলোচনা শুরু হয়েছে। মাহি একগুচ্ছ ছবি শেয়ার করেছেন, যেখানে তাকে দেখা গেছে ফুরফুরে মেজাজে। পরনে স্টাইলিশ লং সুট, চোখে কালো রোদচশমা। আমেরিকার রাস্তায় ক্যামেরাবন্দী হলেও পোস্টের ক্যাপশনটি ভক্তদের বিশেষভাবে ভাবাচ্ছে। ছবিগুলোর ক্যাপশনে মাহি লিখেছেন, "আমার রূহ ভারতে আর আমি আমেরিকায়।" নেটিজেনরা ক্যাপশনটি ঘিরে নানা প্রশ্ন ও জল্পনা করছেন। কেউ জানতে চাইছেন তার রূহ কেন ভারতে, আবার কেউ বিষয়টিকে নিছক মজার হিসাবেই দেখছেন।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মাইমুনা ফেরদৌস মম বিয়ে করেছেন। শুক্রবার (২১ নভেম্বর) রাজধানীর ধানমন্ডির একটি রেস্তোরাঁয় দুই পরিবারের নির্বাচিত স্বজনদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হয়। মমর বর চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক রাফায়েল আহসান। মম ও রাফায়েলের দেড় বছরের পরিচয়। একে অপরকে বোঝাপড়া ও সম্পর্কের মধ্য দিয়ে তারা প্রেমে জড়ান। মাত্র দুই মাসের সম্পর্কের পরই সংসার শুরু করার সিদ্ধান্ত নেন। পরিবারকে বিষয়টি জানালে তারা কোনো আপত্তি করেননি। মাইমুনা ফেরদৌস মম বলেন, “রাফায়েলের সততা আমাকে মুগ্ধ করেছে। সে খুবই সরল ও স্ট্রেট ফরোয়ার্ড। সবচেয়ে মজার বিষয় হলো, সে শেষ মুহূর্তে পরিকল্পনা বদল করে নতুন কিছু করে ফেলতে পারে। এগুলোই আমাকে মুগ্ধ করেছে।” মম ২০২১ সাল থেকে নিয়মিত অভিনয় করছেন। তিনি তার অভিনয় যাত্রা শুরু করেছেন রেডিও জকি হিসেবে। প্রথম সিনেমা ছিল জুলফিকার জাহেদির ‘কাগজ’। এরপর শবনম ফেরদৌসী পরিচালিত ‘আজব কারখানা’ ছবিতে তিনি ভারতের জনপ্রিয় অভিনেতা পরমব্রতের সঙ্গে অভিনয় করেন। বর্তমানে দেশের দুটি টেলিভিশন চ্যানেলে মমর তিনটি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে। মমর বর রাফায়েল আহসান নির্মাণ করেছেন ‘নয়ছয়’ নামের সিনেমা, যা ২০১৪ সালে মুক্তি পায়।
ফের ঢাকার মঞ্চ মাতাতে যাচ্ছেন জনপ্রিয় পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। আগামী ১৩ ডিসেম্বর তিনি অংশ নেবেন এক বিশেষ কনসার্টে, যা আয়োজন করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’ শিরোনামের এই ওপেন এয়ার কনসার্ট অনুষ্ঠিত হবে রাজধানীর বসুন্ধরা মাঠে। দর্শকদের জন্য ভেন্যুর গেট খুলবে বেলা ১টায়। কনসার্ট শুরু হবে বিকেল ৫টায় এবং চলবে রাত ১০:৩০ পর্যন্ত। অগ্রিম টিকিট শিগগিরই বিক্রির জন্য উন্মুক্ত হবে। টিকিট পাওয়া যাবে জেনারেল এবং ফ্রন্ট ভিআইপি—দুই ধরনের ক্যাটাগরিতে। গত বছর ২৯ নভেম্বর ঢাকা আসেন আতিফ আসলাম। ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে তিনি সাড়া ফেলে দিয়েছিলেন ‘জিতনি দোফা’, ‘তু চাহিয়ে’, ‘ও লামহে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’সহ তাঁর হিট গানগুলো দিয়ে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ধানমন্ডি ৩২ নম্বরের সামনে বুলডোজার নিয়ে যাওয়া ব্যক্তিদের ‘রাজাকার’ উল্লেখ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। ওই মন্তব্যের পরপরই প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী শাওনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই তার এই মন্তব্যকে ‘ছাত্র-জনতার বিরুদ্ধে অপমান’ হিসেবে দাবি করে তীব্র প্রতিক্রিয়া জানান। বিভিন্নজন তাকে ‘ভারতীয় গুপ্তচর’, ‘আওয়ামী কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। শাওনের পোস্টের জবাবে দিনাত জাহান মুন্নি মন্তব্য করেন, “৩২ নম্বর তো—তাই ৩২ বার ভাঙতে হবে।” আরেকজন নাসির উদ্দিন খান লেখেন, “সাহস থাকলে আজ ৩২ নম্বর আয়।” মুহাম্মদ আল আমিন হোসাইন তাকে ‘শাহবাগি’ উল্লেখ করে শাস্তি দাবি করেন। মাহদী হাসান ফরাজী মন্তব্য করেন, “দেশে থেকেও এই ধরনের মানুষ কীভাবে এত নিরাপদ থাকে?” জামাল আজিজ বলেন, “বুলডোজার বার বার ৩২-এ না গিয়ে শাওনের বাড়িতে যাওয়া উচিত।” দিদারুল ইসলাম লেখেন, “এসব কথা বলে বাসায় থাকতেই পারছে—এটাই হাসিনামুক্ত নতুন বাংলাদেশ। হাসিনার আমলে এমন মন্তব্য করলে গুম ঘরে থাকতে হতো।” এ ছাড়া আরও অনেকে শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারের দাবি তোলেন এবং সম্পদ জব্দসহ নানা কঠোর মন্তব্য করেন। কেউ কেউ তাকে ‘ভারতীয় এজেন্ট’ হিসেবেও আখ্যা দিয়েছেন। এই স্ট্যাটাসকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া জুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
গ্ল্যামার জগতের ঝলমলে আলোয় অনেক অজানা অন্ধকার গল্প লুকিয়ে থাকে। সেই অন্ধকার অভিজ্ঞতার এক গল্প সম্প্রতি প্রকাশ করেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। ‘স্ট্রেট আপ উইথ শ্রি’ পডকাস্টে অতিথি হয়ে তিনি কাস্টিং কাউচের শিকার হওয়া নিজের অভিজ্ঞতা শেয়ার করেন। খবর: হিন্দুস্তান টাইমস। একসময় টালিউডের বাণিজ্যিক ছবিতে জনপ্রিয় মুখ ছিলেন পায়েল। দেবের সঙ্গে তার জুটি অনেক ব্লকবাস্টার হিট উপহার দিয়েছে। কিন্তু সাফল্যের শিখরে থাকা সেই সময়েই তাকে কুপ্রস্তাবের মুখোমুখি হতে হয়েছিল বলে দাবি করেছেন অভিনেত্রী। পডকাস্টে পায়েল জানান, ইন্ডাস্ট্রির একজন প্রযোজক তাকে কিছু “নির্দিষ্ট সুবিধা” দেওয়ার জন্য চাপ দিয়েছিলেন। যখন সঞ্চালিকা স্পষ্ট করে জানতে চান যে এটি যৌন সুবিধা সম্পর্কিত কি না, পায়েল সরাসরি বলেছিলেন—হ্যাঁ, সেটিই। অভিনেত্রীর অভিযোগ, তিনি সেই অনৈতিক প্রস্তাবে সম্মতি না দেওয়ায় প্রযোজক প্রতিশোধ নিতে শুরু করেন। ফ্লপ ছবির কারণে তখন তার ক্যারিয়ারে কঠিন সময় চলছিল। সেই সুযোগে প্রযোজক সোশ্যাল মিডিয়ায় নানা অপমানজনক মন্তব্য প্রকাশ করে তাকে হেয় করার চেষ্টা করেন। পায়েল বলেন, “আমার খারাপ সময়ে তিনি সোশ্যাল মিডিয়ায় নানা উল্টোপাল্টা লিখতেন। আমার ছবিতে ‘ক্রস’ চিহ্ন দিয়ে বাজে মন্তব্য করতেন। বেসিকালি তিনি পুরো ‘সাইকো’ হয়ে গিয়েছিলেন।” তবে এসব বাধা-বিপত্তি সত্ত্বেও ভেঙে পড়েননি পায়েল। কঠোর পরিশ্রম ও প্রতিভার জোরে তিনি আবারও ফিরে আসেন। পায়েল বলেন, “এরপর আমি ফিরে এলাম। ‘প্রেম আমার’ এবং ‘লে ছক্কা’—এক বছরের মধ্যে দু’টি ছবির শুটিং করেছিলাম।” যদিও প্রযোজকের নাম প্রকাশ করেননি পায়েল, তার এই অভিজ্ঞতা আবারও টালিউডে কাস্টিং কাউচ নিয়ে অস্বস্তিকর বাস্তবতার দিকে আলো ফেলে।
‘বিগ বস ১৯’-এর ফ্যামিলি উইক ঘিরে বাড়ছে উত্তেজনা, আবেগ এবং মজা। এর মধ্যে সবচেয়ে ভাইরাল মুহূর্ত হয়ে উঠেছে গৌরব খান্না ও তার স্ত্রী আকাঙ্ক্ষা চামোলার পুনর্মিলন। বিগ বসের বাড়ি এখন রীতিমতো আবেগ আর হাসি-ঠাট্টার মিশ্রণে জমে উঠেছে। প্রথম দিনেই কুনিক্কা সাদানন্দের ছেলে আয়ান এবং অশনূর কৌরের বাবা গুরমিত সিং-এর প্রবেশে চোখে জল ধরে রাখতে পারেননি অনেকেই। কিন্তু দ্বিতীয় দিনেই পরিবেশ পাল্টে যায়, কারণ এন্ট্রি নেন গৌরব খান্নার স্ত্রী, জনপ্রিয় টিভি অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলা। আকাঙ্ক্ষা ঢুকতেই গৌরব ছুটে যান আলিঙ্গন করতে। তবে বিগ বস বারবার ‘ফ্রিজ’ ঘোষণা করে দুজনকেই থামিয়ে দেন। ঠিক এখানেই ঘটে সেই ভাইরাল ঘটনা! হাসতে হাসতে আকাঙ্ক্ষা বিগ বসকে সরাসরি আল্টিমেটাম দেন, “আমার হাজব্যান্ডকে আনফ্রিজ না করলে আপনাকেই ‘অ্যাডাল্ট ওয়ালি পাপ্পি’ দেব!” বিগ বস নড়েননি। তখনই আকাঙ্ক্ষা এগিয়ে গিয়ে সেই ‘অ্যাডাল্ট কিস’ দেওয়ার চেষ্টা করেন। মুহূর্তের মধ্যেই বাড়িতে হুল্লোড় পড়ে যায়, সহ-প্রতিযোগীরা হাততালি এবং উল্লাসে ফেটে পড়েন। সপ্তাহের আরেক বড় মুহূর্ত আসে ফারহানা ভাটের মায়ের এন্ট্রি দিয়ে। তিনি প্রকাশ্যে গৌরবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, গৌরবই ফারহানাকে মানসিকভাবে শক্ত করেছেন, যার জন্য সে আবার খেলায় ফিরে এসেছে।
রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা এক মামলায় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম এবং তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী। তিনি জানান, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করে নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছিলেন না। এ কারণে আদালতে তাদের জামিন বাতিলের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার অভিযোগপত্রে বলা হয়, হিরো আলম ও তার সাবেক স্ত্রী রিয়া মনির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। ডিভোর্সের পর এক পর্যায়ে ২১ জুন হাতিরঝিল এলাকার একটি বাসায় তাদের মধ্যে মীমাংসার চেষ্টা হয়। এ সময় রিয়া মনি ও তার পরিবার ঘটনাস্থলে পৌঁছালে হিরো আলম ও তার সহযোগীরা তাদের গালিগালাজ ও শারীরিকভাবে আক্রমণ করেন। অভিযোগ অনুযায়ী, হিরো আলম ও তার সহযোগীরা রিয়া মনির গলা থেকে দেড় ভরি ওজনের সোনার চেইন ছিনিয়ে নেন। পরে ২৩ জুন রিয়া মনি হাতিরঝিল থানায় মামলা দায়ের করেন।
বলিউডের দুই জনপ্রিয় তারকা কাজল ও টুইঙ্কল খন্নার উপস্থাপনায় চলা আলোচিত শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’-এর ফিনালে পর্বে অতিথি হিসেবে হাজির হচ্ছেন ভিকি কৌশল ও কৃতী স্যানন। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এ পর্বটি প্রচারের আগেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এক বিশেষ সেগমেন্টে টুইঙ্কল প্রশ্ন করেন— বিয়ের কি কোনো মেয়াদ থাকা উচিত এবং নতুন করে শুরু করার সুযোগ থাকা দরকার? প্রশ্নের উত্তরে অতিথিদের মধ্যে মতভেদ দেখা যায়। কৃতী, ভিকি এবং টুইঙ্কল একসঙ্গে এর বিপক্ষে মত দেন, কিন্তু কাজল দৃঢ়ভাবে সমর্থন জানিয়ে সবুজ বাক্সের দিকে যান। মজার ছলে টুইঙ্কল তখন বলেন, “এটা তো বিয়ে, কোনো ওয়াশিং মেশিন নয়!” কিন্তু কাজল নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন, “আমি সত্যিই বিশ্বাস করি, বিয়ের একটা মেয়াদ থাকা উচিত। কারণ, সব সময় তো সঠিক সময়ে সঠিক মানুষটিকে পাওয়া যায় না। নতুন করে শুরু করার সুযোগ থাকলে তাতে দোষ কোথায়? মেয়াদ শেষ হলে কেউই অস্বস্তিতে পড়বে না।” আলোচনার পরের পর্যায়ে উঠে আসে আরেকটি বিতর্কিত প্রশ্ন— টাকা কি সুখ কিনতে পারে? এ প্রশ্নে টুইঙ্কল ও ভিকি একমত হন, কিন্তু কাজল দ্বিমত পোষণ করেন। তাঁর মতে, “যতই টাকা থাকুক না কেন, তা অনেক সময় সুখের পথে বাধা হয়ে দাঁড়ায় এবং মানুষকে আসল সুখ থেকে দূরে সরিয়ে দেয়।” কৃতী বলেন, “কিছুটা টাকা অবশ্যই সুখের সহায়ক হতে পারে।” শো-তে আরও মজার মুহূর্ত আসে বন্ধুত্ব ও প্রেম নিয়ে আলোচনায়। প্রশ্ন করা হয়— সেরা বন্ধুদের কি একে অপরের এক্সের সঙ্গে ডেট করা উচিত নয়? টুইঙ্কল সায় দিয়ে বলেন, “আমার কাছে বন্ধুরা যেকোনো পুরুষের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পুরুষ তো কোথাও না কোথাও পাওয়া যাবে।” এরপর টুইঙ্কল হাসতে হাসতে বলেন, “আমরা কিন্তু একজন এক্স শেয়ার করি, যদিও সেটা বলা যাবে না।” তখন কাজল হেসে বলেন, “চুপ করো, আমি তোমাকে অনুরোধ করছি!” মুহূর্তেই শো-তে হাসির রোল পড়ে যায়। এর আগেও এই শোতে বিতর্কিত মন্তব্য উঠে এসেছে। এক পর্বে, যেখানে অতিথি ছিলেন জানভী কাপূর ও করণ জোহর, প্রশ্ন করা হয়েছিল— ইমোশনাল অ্যাফিডেলিটি কি শারীরিক অ্যাফিডেলিটির চেয়ে বেশি ক্ষতিকর? সেসময় কাজল, করণ ও টুইঙ্কল একমত হলেও জানভী বিরোধিতা করেন। করণ বলেন, “শারীরিক অ্যাফিডেলিটি তেমন গুরুতর নয়,” তখন জানভী পাল্টা জবাব দেন, “না, তখনই তো সম্পর্ক ভেঙে যায়।” ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’-এর এই ফিনালে পর্বটি বৃহস্পতিবার থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হবে।
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু হলেও একসময় তিনি প্রডাকশনের সহকারী হিসেবে কাজ করেছেন। ছোটপর্দার অভিনয়ের মাধ্যমে প্রশংসা কুড়ানোর পর বড় পর্দায় তাঁর যাত্রা শুরু হয়। সফল নায়ক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে রয়েছে কঠোর পরিশ্রম, সংগ্রাম এবং আত্মবিশ্বাসের অনন্য উদাহরণ। ‘ঢাকা অ্যাটাক’ ও ‘মিশন এক্সট্রিম’-এর মতো অ্যাকশন সিনেমার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান তৈরি করেছেন শুভ। দেশের সীমা পেরিয়ে এখন তিনি আন্তর্জাতিক সিনেমাতেও কাজ করছেন এবং বলিউডে নায়ক হিসেবে পরিচিত। সম্প্রতি মোটিভেশনাল ট্রেইনার ডন সামদানি আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন শুভ। সেখানে নিজের জীবনের শুরুর দিনগুলো স্মরণ করে বলেন, “আমি একসময় প্রডাকশনে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতাম। কাজ ছোট ছিল, কিন্তু শেখার আগ্রহ ছিল বিশাল। কখনো পানি দেওয়া, কখনো শিল্পীর স্যান্ডেল পরিষ্কার করা—এসবই ছিল আমার দায়িত্ব। আমি তখন প্রডাকশনের ‘ছাগলের তিন নাম্বার বাচ্চা’ ছিলাম।” তিনি আরও বলেন, “জীবনের চক্র ঠিক এমন—স্বপ্ন বড় হলে ও পরিশ্রম করলে একদিন তা বাস্তব হয়ে ওঠে।” মডেলিংয়ের পর টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেন শুভ। ২০১৩ সালে ‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়। এরপর ‘ছুঁয়ে দিলে মন’, ‘ঢাকা অ্যাটাক’, ‘মিশন এক্সট্রিম’, ‘ব্ল্যাক ওয়ার’সহ একাধিক সফল সিনেমায় অভিনয় করেছেন। শুভকে সর্বশেষ দেখা গেছে কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত ‘নীলচক্র’ সিনেমায়, যেখানে তিনি মন্দিরা চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধেছিলেন।
ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় জুটি ছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। ভালোবাসা, বিবাহ ও মাতৃত্ব—সবকিছু মিলিয়ে তাদের সম্পর্ক বাস্তবের গল্পকেও ছাড়িয়ে গিয়েছিল। সময়ের ব্যবধানে তারা এখন আলাদা পথে হাঁটলেও, তাদের প্রেমের অধ্যায় এখনও আলোচনায় থাকে। সম্প্রতি একটি ডিজিটাল প্ল্যাটফর্মের প্রথম পডকাস্ট অনুষ্ঠানে অতিথি হয়ে হাজির হন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সেখানে তিনি ব্যক্তিজীবনের নানা অজানা অধ্যায়—প্রেম, বিয়ে ও মাতৃত্ব নিয়ে খোলামেলা কথা বলেন। শাকিব খানের সঙ্গে বিয়ের বিষয়টি গোপন রাখার কারণ জানিয়ে অপু বিশ্বাস বলেন, “আমরা দু’জনই তখন ক্যারিয়ার নিয়ে ব্যস্ত ছিলাম। সেই সময়ের পরিস্থিতি এমন ছিল যে, বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনলে দু’জনের কাজের ক্ষতি হতে পারত। তাই দু’জনের সম্মতিতেই বিষয়টি গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম।” এর আগে একাধিকবার অপু বিশ্বাস জানিয়েছেন, বিয়ের খবর গোপন রাখার সিদ্ধান্ত কেবল শাকিবের নয়, তাদের দু’জনেরই ছিল। এই তারকা দম্পতির জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ আসে পুত্রসন্তান আব্রাম খান জয়-এর জন্মের মাধ্যমে। পুত্রের জন্ম, মাতৃত্বের সংগ্রাম ও জীবনের নানা অভিজ্ঞতা নিয়েও খোলাখুলি কথা বলেছেন অপু বিশ্বাস। উল্লেখ্য, ২০১৭ সালের ১০ এপ্রিল এক বেসরকারি টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে নিজের বিয়ের কথা প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস। তখন তিনি জানান, ২০০৮ সালে তাদের বিয়ে হয় এবং ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্ম নেয় তাদের ছেলে আব্রাম খান জয়। তবে বিয়ের খবর প্রকাশ্যে আসায় শাকিব-অপুর সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। পরে, ২০১৭ সালের ২২ নভেম্বর শাকিব খান আনুষ্ঠানিকভাবে তালাকের আবেদন করেন এবং ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই জনপ্রিয় তারকা দম্পতির বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।
সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের দৃঢ়তা যেন ক্রমেই নড়বড়ে হয়ে যাচ্ছে। বাড়ছে পরকীয়া ও সম্পর্কের টানাপড়েন। এই প্রসঙ্গেই সম্প্রতি নিজের মতামত প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না। এক জনপ্রিয় টক শো-তে অংশ নিয়ে তিনি আধুনিক যুগের সম্পর্কের পরিবর্তন নিয়ে খোলামেলা মন্তব্য করেন। টুইঙ্কেলের মতে, “এখনকার প্রজন্ম জামা-কাপড়ের চেয়েও দ্রুত সঙ্গী বদলায়।” কারণ, আজকের তরুণ-তরুণীরা কে কী বলছে তা নিয়ে তেমন মাথা ঘামায় না। তিনি আরও বলেন, “আগের প্রজন্মের মানুষ পরকীয়া লুকিয়ে রাখার চেষ্টা করতেন, কিন্তু এখন সেটি একপ্রকার স্বাভাবিক আচরণে পরিণত হয়েছে।” টুইঙ্কেলের এই মন্তব্য শুনে সহ-অভিনেত্রী কাজল এবং অনন্যা পাণ্ডে বিস্ময় প্রকাশ করেন। তারা মনে করেন, সম্পর্ক পরিবর্তনের আগে তরুণদের আরও ভাবনাচিন্তা ও আত্মসমালোচনার প্রয়োজন রয়েছে। অভিনেত্রীর এই বক্তব্যকে ঘিরে নেট দুনিয়ায় শুরু হয়েছে তীব্র আলোচনা। অনেকে টুইঙ্কেলের মন্তব্যকে “বুদ্ধিদীপ্ত ও বাস্তবসম্মত” বলে প্রশংসা করেছেন, আবার অনেকেই একে “অতিরিক্ত নেতিবাচক” বলে সমালোচনা করছেন। সমর্থকদের মতে, বর্তমান প্রজন্মের স্বাধীনতা ও স্বনির্ভরতা সম্পর্কের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। কেউ আপস করতে চায় না—তাই বিচ্ছেদ বাড়ছে। অপরদিকে, সমালোচকদের দাবি, টুইঙ্কেলের মন্তব্যে আধুনিক তরুণ সমাজের প্রতি অযথা আঙুল তোলা হয়েছে। তবে একথা অস্বীকার করা যায় না—আজকের দিনে সম্পর্কের মূল্যবোধ, ধৈর্য ও বোঝাপড়ার ধরন আগের চেয়ে অনেকটাই বদলে গেছে।
দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলম আবারও আলোচনায়। জানা গেছে, তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন। এবার তিনি স্বতন্ত্র নয়, বরং একটি রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যদিও বিষয়টি নিয়ে হিরো আলম সরাসরি কিছু বলেননি, তবে ইঙ্গিত দিয়েছেন খুব শিগগিরই বিষয়টি স্পষ্ট করবেন। তিনি বলেন, “সময় হলে সব জানাবো। তবে এটুকু বলতে পারি, এবার আমি কোনো দলের হয়ে জাতীয় নির্বাচনে অংশ নেব, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়। কয়েক দিনের মধ্যেই জানাতে পারবো, কোন দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি।” তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, হিরো আলম ও গণ অধিকার পরিষদের নেতা ভিপি নুরুল হক নুরের মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে। এমনকি নুরুল হক নুর নিজে হিরো আলমের অফিসেও সাক্ষাৎ করেছেন বলে জানা গেছে। ফলে ধারণা করা হচ্ছে, তিনি গণ অধিকার পরিষদ থেকে প্রার্থী হতে পারেন। হিরো আলম নিশ্চিত করেছেন, তিনি এবার দুটি আসন থেকে নির্বাচন করবেন— ঢাকা-১৭ ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম)। তিনি বলেন, “এর আগেও আমি এই দুই আসন থেকে নির্বাচন করেছি। এখানকার মানুষের সঙ্গে আমার আলাদা সম্পর্ক রয়েছে। অনেকেই উৎসাহ দিয়েছেন, তাই সিদ্ধান্ত নিয়েছি এবারও দুই জায়গা থেকেই নির্বাচন করব।” ঢাকা-১৭ আসনে হিরো আলমের প্রতিদ্বন্দ্বিতা হবে বেশ কয়েকজন শক্তিশালী প্রার্থীর সঙ্গে। তাদের মধ্যে রয়েছেন আন্দালিব রহমান পার্থ (বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি), এছাড়া জামায়াতে ইসলামী বাংলাদেশ, এনসিপি ও আরও কয়েকটি দলের প্রার্থীরাও নির্বাচনে অংশ নেবেন বলে জানা গেছে। অন্যদিকে, বগুড়া-৪ আসনে বিএনপি নেতা মোশারফ হোসেনকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে, যেখানে একাধিক রাজনৈতিক দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ধারণা করা হচ্ছে।
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী আবারও আলোচনায় এসেছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় এই তারকা সম্প্রতি নিজের কিছু নতুন ছবি প্রকাশ করে ভক্তদের মন জয় করেছেন। রবিবার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেন বুবলী, যেখানে তাকে দেখা যায় একদম রানির সাজে। লাল লেহেঙ্গা পরিহিত বুবলীর হাতে ছিল আলতা, আর মুখে মিষ্টি হাসি— যা মুহূর্তেই ভক্তদের মন ছুঁয়ে যায়। ছবিগুলোর ক্যাপশনে বুবলী লেখেন, “সবসময় তোমার অদৃশ্য মুকুট পরে থাকো, একদম সত্যিকারের রানির মতো।” পোস্টটি প্রকাশের পরপরই ভক্তদের প্রশংসার বন্যা বয়ে যায় মন্তব্যের ঘরে। এক অনুরাগী লিখেছেন, “মাশাআল্লাহ আপু, সবগুলো ছবি দারুণ সুন্দর!” আরেকজন লিখেছেন, “একদম পুতুলের মতো লাগছে।” সংবাদ পাঠিকা থেকে চলচ্চিত্রের নায়িকা হয়ে ওঠা শবনম বুবলী বর্তমানে ঢাকাই সিনেমার প্রথম সারির অভিনেত্রীদের একজন। নিয়মিত অভিনয়ের পাশাপাশি তিনি নিজের ফ্যাশন ও স্টাইল দিয়ে ভক্তদের মুগ্ধ করে চলেছেন।
বলিউড অভিনেত্রী অমৃতা রাও সম্প্রতি এক সাক্ষাৎকারে সমাজে কিছু পুরুষের মানসিকতা নিয়ে খোলামেলা মত প্রকাশ করেছেন। তিনি বলেন, এখনো এমন অনেক পুরুষ আছেন যারা কেবল নারী শরীর নিয়েই আলোচনা করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, এমনকি নারীদের স্পর্শ করে কথা বলতেও দ্বিধা বোধ করেন না— যা অত্যন্ত অনুপযুক্ত আচরণ। অমৃতা বলেন, জীবনসঙ্গী বেছে নেওয়ার সময় নারীরা প্রায়ই ভুল করেন। তার মতে, একজন পুরুষের সবচেয়ে বড় গুণ হওয়া উচিত সহজ-সরল ও শ্রদ্ধাশীল হওয়া। তিনি বলেন, “সে আপনাকে ভালোবাসে ও সম্মান করে কিনা, সেটাই গুরুত্বপূর্ণ। সে যদি আপনাকে স্পর্শ করে, তবে সেটি যেন শ্রদ্ধার সঙ্গে হয়। কারণ, পুরুষের স্পর্শ কেমন— সেটা মেয়েরা সহজেই বুঝতে পারে।” তিনি আরও বলেন, কিছু পুরুষের মনোভাব অত্যন্ত বিষাক্ত। এরা নারীদের সম্মান করতে জানে না, এবং নারী নিয়ে আলোচনা মানেই যৌনতার বিষয় ভেবে বসে। এমন পুরুষদের থেকে সবসময় দূরে থাকা উচিত, মন্তব্য করেন অমৃতা। ‘বিবাহ’-খ্যাত এই অভিনেত্রী মনে করেন, সম্পর্কে শ্রদ্ধা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। অমৃতা রাওয়ের অভিনয়জীবনে ‘ম্যায় হুঁ না’ ছিল একটি বড় মাইলফলক। ছবির চরিত্রটি প্রথমে আয়েশা টাকিয়ার জন্য প্রস্তাব করা হলেও, তিনি শুটিংয়ের আগে সরে দাঁড়ান। পরে নির্মাতারা অমৃতার সঙ্গে যোগাযোগ করেন, এবং সেই ছবিতেই তার অভিনয় প্রশংসিত হয় দর্শক ও সমালোচকদের কাছে। (সূত্র: আনন্দবাজার)
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলা করেছে অনলাইন ফ্যাশন ব্র্যান্ড ‘অ্যাপোনিয়া’। অভিযোগ অনুযায়ী, সম্প্রতি ওই ব্র্যান্ডের পক্ষ থেকে তিশাকে ২৮ হাজার ৮০০ টাকার মূল্যের একটি শাড়ি প্রমোশনের জন্য পাঠানো হয়েছিল। কিন্তু প্রমোশন সম্পন্ন না করে ও মূল্য পরিশোধ ছাড়াই তিনি একপর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেন, এমন অভিযোগ তুলেছেন ব্র্যান্ডটির কর্ণধার এক নারী উদ্যোক্তা। পরে বিষয়টি নিয়ে তানজিন তিশা নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে দাবি করেন, শাড়িটি তিনি উপহার হিসেবে পেয়েছেন, কোনো চুক্তিভিত্তিক কাজের অংশ ছিল না। এরপর তিশার বিরুদ্ধে প্রতারণা, মানহানি ও ছলচাতুরীর অভিযোগ এনে ১ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠায় অ্যাপোনিয়া। নোটিশটি পাঠানো হয় গত ২২ অক্টোবর ডাকযোগে ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে। নোটিশে এক সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণ প্রদান ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয় তিশাকে। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি। এরপর বুধবার (৫ নভেম্বর) অ্যাপোনিয়ার এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম বাদী হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সি আর মামলা নং ৯৬২/২০২৫) তানজিন তিশার বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০/৪০৬ ধারায় মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত তিশার বিরুদ্ধে অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছেন গোয়েন্দা পুলিশকে (ডিবি)। মামলার বিষয়ে যোগাযোগ করা হলে তানজিন তিশার সহকারী জানান, তিনি বর্তমানে শুটিংয়ে ব্যস্ত। পরে ফের যোগাযোগের চেষ্টা করা হলে তিশা কলটি কেটে দেন।
একসময় ছোট পর্দার জনপ্রিয় মুখ ছিলেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বর্তমানে তাকে নিয়মিত অভিনয়ে দেখা না গেলেও সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় তিনি। শনিবার নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসে ভদ্রতা ও অভদ্রতার পার্থক্য নিয়ে মত প্রকাশ করেন প্রভা। সেখানে তিনি লেখেন, “যে ভদ্র, সে ভদ্রতার খাতিরে চুপ থাকে। আর অভদ্র মানুষ ভাবে, ওর জবাব দেওয়ার ক্ষমতা নেই!” অভিনেত্রীর এই পোস্ট মুহূর্তেই ভক্তদের মধ্যে আলোচনার ঝড় তোলে। পোস্টটিতে হাজারের বেশি রিয়্যাকশন ও শতাধিক মন্তব্য জমা পড়ে, যেখানে অধিকাংশ অনুরাগী প্রভার সঙ্গে সহমত পোষণ করেন। ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে অভিনয়ে পা রাখেন প্রভা। এরপর একের পর এক জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন তিনি। অভিনয়ের পাশাপাশি তিনি নিজেকে একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন। নিউইয়র্কের ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে তিনি পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেন। চলতি বছর প্রভা জানিয়েছেন, তিনি একসঙ্গে দুটি নতুন সিনেমায় কাজ করছেন— একটি সাদেক সিদ্দিকী পরিচালিত ‘দেনা পাওনা’, আরেকটি ঝুমুর আসমা জুঁইয়ের পরিচালনায় ‘দুই পয়সার মানুষ’। বর্তমানে এই দুই সিনেমার কাজ নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।
নব্বইয়ের দশকের জনপ্রিয় জুটি অক্ষয় কুমার ও রাবিনা ট্যান্ডন। তাদের সম্পর্ক বাগদান পর্যন্ত গড়ালেও শেষ পর্যন্ত টেকেনি। বহু বছর পর সম্প্রতি সেই পুরনো সম্পর্ক ও বাগদান ভেঙে যাওয়া নিয়ে কথা বলেছেন রাবিনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনা নিয়েই কথা বললেন অভিনেত্রী। সেই সঙ্গে এখনকার মেয়ে বয়ফ্রেন্ড পরিবর্তন নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারে রাবিনাকে প্রশ্ন করা হয়, কেন মানুষ এখনো অক্ষয়ের সঙ্গে তার ভেঙে যাওয়া বাগদান নিয়ে আলোচনা করে। উত্তরে রাবিনা বলেন, আমি তো সেসব ভুলেই গেছি। অভিনেত্রী বলেন, হ্যাঁ, কিছু অনস্ক্রিন জুটি সত্যিই মানুষ ভুলতে পারে না। ‘মোহরা’-র সময় আমরা হিট জুটি ছিলাম। এখনো যখন কোথাও দেখা হয়, খুব স্বাভাবিকভাবে গল্প হয়। সবাই নিজের জীবনে এগিয়ে যায়। তিনি আরও বলেন, আজকাল তো মেয়েরা কলেজে প্রতি সপ্তাহেই বয়ফ্রেন্ড বদলায়। আর আমার একটাই বাগদান ভাঙা- সেটাই এখনো লোকের মাথায় ঘুরছে! কেন জানি না। সবাই তো জীবনে এগিয়ে যায়, কারো বিবাহবিচ্ছেদ হয়, কেউ নতুনভাবে শুরু করে। এতে এত ভাবনার কী আছে? বর্তমানে রাবিনা ব্যবসায়ী অনিল থাডানির সঙ্গে ২১ বছরের দাম্পত্য জীবন পার করছেন। তাদের মেয়ে রাশা থাডানি এ বছরই বলিউডে পা রেখেছেন। অন্যদিকে, অক্ষয় কুমার ২০০১ সালে অভিনেত্রী টুইঙ্কেল খান্নাকে বিয়ে করেন।
এক সময় পর্দায় ভয় ছড়াতেন, কিন্তু আজ সেই আলো ম্লান। বলছি টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা সুরজিৎ সেন-এর কথা। ‘হিরোগিরি’, ‘রংবাজ’, ‘চ্যালেঞ্জ ২’, ‘বিন্দাস’-এর মতো সিনেমায় খলনায়কের চরিত্রে দর্শকের মনে দাগ কেটেছিল। তবে গত পাঁচ বছর ধরে তিনি পর্দা থেকে দূরে রয়েছেন। সুরজিৎ নিজেই বলেন, “১৯৯৮ থেকে ২০২০ পর্যন্ত অভিনয় করে মাত্র পাঁচ লাখ টাকা রোজগার করতে পেরেছি। ভাবুন, কতটা কঠিন সময় গেছে। এখন সংসার চলে মুদির দোকান, আইসক্রিম ও নরম পানীয় বিক্রি করে।” তিনি আরও জানান, “তৃণমূল আসার পর এই ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া কঠিন হয়ে গেছে। অনেকে ভাবেন আমি হয়তো অন্য দলের ছিলাম—একেবারেই না। আমি কখনও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না।” এক সময় ক্যামেরার ফ্ল্যাশে ঝলমল করা মুখ আজ দোকানের আলোয় ঝাপসা। তবে অভিনয়ে ফেরার ইচ্ছে নেই। সুরজিৎ চান, এখন শুধু নিজের ব্যবসা নিয়েই জীবন কাটাতে।
বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা তরুণ প্রজন্মের মধ্যে এক ক্রেজ। তিনি নিয়মিত কাজ করছেন ওটিটি প্ল্যাটফর্ম, টিভি নাটক এবং বিজ্ঞাপনচিত্রে। এবার ঢালিউডের বড় বাজেটের ছবি ‘সোলজার’-এ নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন তিশা। এখানে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন। সম্প্রতি ছবিটি ঘিরে তৈরি হয়েছে এক আলোচনা। শুটিং ফ্লোরের একটি ভিডিও ফাঁস হওয়ার পর নেটিজেনদের মধ্যে দাবি হয়েছে, ভিডিওতে দেখা নারীটি তানজিন তিশা। তবে ভিডিওটি নাচের স্টেপের একটি ক্লিপ, এবং তিশা নিজেই জানিয়েছেন, “সোলজারে আমার কোনো ক্লিপ এখনও প্রকাশিত হয়নি। ওই ভিডিওতে আমি ছিলাম না। এটি ভুল নিউজ। মাঝেমধ্যে একটু যাচাই-বাছাই করে নিউজ করা ভালো হয়। আমি জানি, একটা বড় কাজ করতে যাচ্ছি।” নতুন ছবিটি নিয়ে তিশা বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, “আমি অনেক এক্সাইটেড। যদিও আমি একা কিছু নই, এটা পুরো টিমের কাজ। সবসময় বলি, এটা একটা টিমওয়ার্ক।” ‘সোলজার’-এর শুটিং ইতোমধ্যেই শুরু হয়েছে। দেশপ্রেমের গল্পে নির্মিত এই ছবির পরিচালনা করছেন সাকিব ফাহাদ। শোনা যাচ্ছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী গেলে আগামী ডিসেম্বরেই মুক্তি পেতে পারে ছবি।
গত কয়েকদিন ধরেই শোনাচ্ছে মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তবে বিষয়টির সত্যতা নিশ্চিতে অভিনেত্রীর দিকে নজর বাড়িয়েছে পাপারাজ্জিদের। সুযোগ পেলেই ক্যামেরা তাক করে স্ফীতোদরের ছবি নিচ্ছেন, এমনকি তা প্রকাশও করা হচ্ছে। যার তীব্র সমালোচনা করেছে তার ভক্তসহ বলিউড তারকারাও। ভারতীয় গণমাধ্যমের খবর, শুক্রবার মুম্বাইয়ের জুহুতে অবস্থিত নিজের সমুদ্রমুখী বিলাসবহুল অ্যাপার্টমেন্টের বারান্দায় একান্ত মুহূর্তে ছিলেন ক্যাটরিনা। এমন সময়ে বাইরে থেকে লুকিয়ে তার ছবি তোলা হয়; আর তা প্রকাশ করা হয় সামাজিক মাধ্যমে। ভাইরাল হওয়ার পর অভিনেত্রীর গোপনীয়তার ওপর আঘাতের প্রশ্ন উঠেছে; ক্ষোভে ফেটে পড়েছেন তার ভক্ত ও সহশিল্পীরা। জানা গেছে, ভারতের একটি জনপ্রিয় সংবাদ পোর্টালে সেই ছবিগুলো প্রকাশ হয়। ছবিগুলো দ্রুত নেট দুনিয়ায় ছড়িয়ে পড়লে পাপারাজ্জিদের এই ‘ধৃষ্টতা’ নিয়ে প্রশ্ন ওঠে। বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সোনাক্ষী বলেছেন, ‘আপনাদের সমস্যাটা কোথায়? একজন নারীর অনুমতি ছাড়া তার নিজের বাড়িতেই তাকে গোপনে ক্যামেরাবন্দি করছেন এবং সেই ছবি নিজেদের পোর্টালে প্রকাশ করছেন, আপনারা তো অপরাধীর চেয়ে কোনো অংশে কম নন। ছিঃ লজ্জাজনক!’ এই ঘটনার পর ক্যাটরিনার অনুরাগীরা দ্রুত পুলিশি পদক্ষেপের দাবি জানিয়েছেন। তারা প্রশ্ন তুলেছেন, একজন তারকা নিজের বাড়িতেও কেন গোপনীয়তা রক্ষা করতে পারবেন না? এই ধরনের পাপারাজ্জি উৎপাত বলিউডে নতুন নয়। এর আগে একইভাবে আলিয়া ভাটেরও ব্যক্তিগত মুহূর্তের ছবি তার বাড়ি থেকে গোপনে তুলে ছড়িয়ে দেওয়া হয়েছিল।
দুই মাস আগে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ছবিগুলো নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। কেউ কেউ প্রশংসা করলেও, অনেকে কটাক্ষ করে মন্তব্য করেন— ‘মিয়া খলিফার বাংলা ভার্সন!’ সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই আলোচিত ছবি নিয়ে মুখ খুলেছেন মাহি। তিনি বলেন, ‘ছবিগুলো একটি নাটকের শুটিং সেটে তোলা হয়েছিল। এটা অনেক বিতর্কিত ছবি বলা হচ্ছে কেন, সেটাই এখন ব্যাখ্যা দিচ্ছি।’ মাহি জানান, ছবিগুলো আসলে ‘ভাত লাভার’ নামের একটি নাটকের দৃশ্যের অংশ। তিনি বলেন, ‘নাটকটি আমি আর আরশ করেছি, সকাল আহমেদের পরিচালনায়। যে চশমাটা (গ্লাস) পরে ছিলাম, সেটাও সকাল ভাইয়ের। ওই সিনে অফিসে বসে ছিলাম, তখন বলেছিলাম, “আমার একটা ছবি তুলো তো।”’ অভিনেত্রী আরও বলেন, ‘আমার নিজের কোনো চশমা ছিল না। তাই ডিরেক্টরকে বলেছিলাম, “ভাইয়া, আপনার চশমাটা দেন তো, একটা ছবি তুলবো।” তখন আরশ বলল, “মাহি, তোমাকে কিন্তু দারুণ লাগছে!” এরপর আমি বিভিন্ন পোজে কিছু ছবি তুলেছিলাম।’ ছবিগুলো প্রকাশের পর সেগুলোকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। কেউ কেউ মাহির উদ্দেশে নেতিবাচক মন্তব্য করতে ছাড়েননি। এ বিষয়ে মাহি বলেন, ‘পরে যা হলো সেটা তো সবাই জানে। এটা অনেক কন্ট্রোভার্শিয়াল একটা বিষয় হয়ে গেল। তবে আমি স্পষ্ট করে বলতে চাই— ইচ্ছাকৃতভাবে এমন কোনো কিছু করা আমার উদ্দেশ্য ছিল না।’ সামাজিকমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, মাহি নীল রঙের কোট পরে চোখে চশমা, হাতে কলম নিয়ে অফিসে বসে আছেন। আসলে এগুলো ছিল নাটকের দৃশ্যের প্রচারণার অংশ, কিন্তু অনেকেই ভুলভাবে তা ব্যাখ্যা করেছেন বলে জানান তিনি।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এক নজরে নিয়োগের বিস্তারিত প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫
দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা। যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০
পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদসংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম আবেদন প্রক্রিয়া আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদসংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: প্লাজা সেলস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১০০টি যোগ্যতা ও অভিজ্ঞতা প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই, তাই নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। অন্যান্য তথ্য চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: ন্যূনতম ২২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে আবেদন সংক্রান্ত তথ্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫।