চট্টগ্রামের বন্দর এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে প্রাইভেটকার নিচে ছিটকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত চারজন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বন্দর থানার ওসি তদন্ত সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পতেঙ্গা থেকে শহরের দিকে যাওয়ার পথে এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেটকার ছিটকে নিচে পড়ে যায়। এ সময় পথচারী শফিক (৫৫) গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। তিনি বন্দরের কর্মী বলে জানা গেছে। ভয়াবহ এ দুর্ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন জানিয়ে ওসি তদন্ত বলেন, আহতদের উদ্ধার করে আগ্রাবাদের ইসলামী ব্যাংক হাসপাতালে পাঠানো হয়েছে।
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিবি পুলিশের ছদ্মবেশে একটি সংঘবদ্ধ ডাকাত দল পনেরটি গরু বোঝাই ট্রাক ছিনতাই করেছে। রোববার দিবাগত রাতে এ ঘটনায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার গরুব্যবসায়ী মুহাম্মদ আবদুল্লাহ তাওসীফ চৌদ্দগ্রাম থানায় অজ্ঞাতনামা ৯-১০ জনকে আসামি করে মামলা করেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে থানার পরিদর্শক (তদন্ত) মো. গুলজার আলম বিষয়টি নিশ্চিত করেন। মামলায় উল্লেখ করা হয়েছে, গত ১০-১২ বছর ধরে তাওসীফের গরুব্যবসার প্রতিনিধি হিসেবে রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জ এলাকার মো. সেলিম মিয়া কাজ করে আসছেন। শনিবার সেলিম মিয়ার মাধ্যমে কুষ্টিয়ার বাইলপাড়া হাট থেকে ২৮ লাখ ২৮ হাজার টাকার ১৫টি গরু ক্রয় করা হয়। বিকেল সাড়ে তিনটায় রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার ঠাকুরমারা গ্রামের সেলিমের চালিত ট্রাক চট্টগ্রামের সাতকানিয়া থানাধিন বিজিবি ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেয়। রাত দেড়টার দিকে ট্রাকটি চৌদ্দগ্রাম পৌরসভার সোনাকাটিয়া এলাকায় পৌঁছায়। এ সময় মহাসড়কে ৯-১০ জনের ডাকাত দল ডিবি পুলিশের ছদ্মবেশে লেজার লাইট দেখিয়ে ট্রাক থামানোর সংকেত দেয়। চালক সেলিম ট্রাক থামালে ডাকাতরা তাকে, হেলপার ও গরু ক্রয়-বিক্রয় প্রতিনিধি সেলিমকে হঠাৎ আঘাত করে হাইয়েস গাড়িতে তুলে নিয়ে যায়। তিনজনের মাথায় অস্ত্র ঠেকিয়ে হাত-পা বেঁধে, মুখে গামছা ও স্কচটেপ দেন। এ সময় তাদের মোবাইল ফোন, নগদ টাকা এবং ট্রাকে থাকা মালামাল লুট করা হয়। ডাকাত চক্রের দুইজন গরু বোঝাই ট্রাক চালিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং রবিবার ভোর রাতে তিনজনকে লালমাইয়ের সড়কপাশের একটি ঝোপে ফেলে দেয়। পরবর্তীতে ব্যবসায়ী তাওসীফের চাচাতো ভাই ইমতিয়াজ মাহমুদ বিষয়টি থানায় জানান। ডাকাত চক্র লুট করেছে ২৮ লাখ ২৮ হাজার টাকার ১৫টি গরু, ২০ লাখ টাকার ট্রাক, তিনজনের মোবাইল ও নগদ টাকা মিলিয়ে মোট ৪৮ লাখ ৪৫ হাজার ৩০ টাকার মালামাল। মামলায় বলা হয়েছে, ডাকাতরা ডিবি পুলিশের ছদ্মবেশে ছিল, জিন্স, খাকি প্যান্ট ও টাউজার পরেছিল। দুজনের হাতে পিস্তল, একজনের হাতে হ্যান্ডকাপ ছিল। তাদের বয়স ২৫-৩৫ বছর এবং তারা কুমিল্লার আঞ্চলিক ভাষায় কথা বলেছে। চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, ডাকাত চক্রকে ধরতে পুলিশ তৎপর রয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
নগরীতে অস্ত্রবাজি ঠেকাতে কঠোর এক নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। মঙ্গলবার (১১ নভেম্বর) চট্টগ্রাম পুলিশের সকল সদস্যের উদ্দেশে ওয়্যারলেসে দেওয়া এক বার্তায় আগ্নেয়াস্ত্র বহনকারী এবং অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র সাবমেশিন গান (এসএমজি) ব্যবহার করে ‘ব্রাশফায়ার’ করার নির্দেশ দেন তিনি। তবে, এ আদেশ কোনো নিরস্ত্র মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে নিশ্চিত করেছেন তিনি। সিএমপির একাধিক সূত্র নিশ্চিত করেছে, মঙ্গলবার দুপুরে কমিশনার ওয়ারল্যাস সেটের মাধ্যমে টহল ও থানা পুলিশকে একাধিকবার নির্দেশ দেন— ‘শটগান হবে না, চায়না রাইফেলও বাদ, এখন এসএমজি ব্রাশফায়ার মুডে থাকবে।’ একইসঙ্গে পুলিশের উদ্দেশে হাসিব আজিজ টহল ও অভিযানে শিশা শটগান, দুইটি গ্যাস গান এবং নাইন এমএম পিস্তল বহন করার নির্দেশ দেন। এছাড়া, স্থায়ী চেকপোস্ট ৭টি থেকে বাড়িয়ে ১৩টি করার নির্দেশ দিয়েছেন কমিশনার। পুলিশ কর্মকর্তারা জানান, গত ৫ নভেম্বর নগরের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলীর খন্দকারপাড়া এলাকায় বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে সন্ত্রাসীদের গুলিতে তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা নিহত হন। একই ঘটনায় এরশাদ উল্লাহও আহত হন। পরদিন একই এলাকায় গুলিতে এক প্রতিবন্ধী রিকশাচালক আহত হন। এর পরিপ্রেক্ষিতে সিএমপি কমিশনার নতুন করে এ নির্দেশনা দেন। এ বিষয়ে সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, দেখামাত্র ব্রাশফায়ার হবে শুধুমাত্র অস্ত্রধারী সন্ত্রাসীদের জন্য। নিরস্ত্র জনসাধারণের ওপর এটি প্রয়োগ করা হবে না। এমনকি আওয়ামী লীগের যারা ঝটিকা মিছিল করে এটা তাদের ওপর প্রয়োগ হবে না। তাদের গ্রেপ্তার করব, আদালতে সোপর্দ করবো। তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য সন্ত্রাসীদের নগরে প্রবেশের সাহসই কমানো। আমাদের এলাকায় প্রকাশ্যে হত্যার মতো ঘটনা ঘটেছে। এসব ঘটনার সঙ্গে যুক্ত সন্ত্রাসীরা যেন আর সাহস না পায়, সেজন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য নির্দিষ্ট সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করা। দণ্ডবিধি ৯৬ থেকে ১০৬ পর্যন্ত পুলিশ সদস্যদের আত্মরক্ষার অধিকার সবসময় রয়েছে। প্রয়োজনে সব দায় আমি বহন করব। এর আগে, ১১ আগস্ট নগরের বন্দর থানার সল্টগোলা ক্রসিং ইশান মিস্ত্রি হাট এলাকায় আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা গুরুতর আহত হন। পরদিন (১২ আগস্ট) ওয়্যারলেসে সিএমপির সব সদস্যের উদ্দেশে মৌখিক নির্দেশনায় সিএমপি কমিশনার বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগে যে অস্ত্রের প্রাধিকার ছিল, ওই প্রাধিকার অনুযায়ী থানার মোবাইল পার্টি, পেট্রোল পার্টি, ডিবির টিমসমূহ ও সকল ফোর্স অস্ত্র ক্যারি করবে। আগ্নেয়াস্ত্র ছাড়া এবং লাইভ এমুনিশন ছাড়া কোনো পেট্রোল পার্টি, মোবাইল পার্টি, ডিবির পার্টি, চেকপোস্ট পার্টি বের হবে না। ২০২৪ সালের ৫ আগস্টের আগের প্রাধিকার অনুযায়ী লাইভ এমুনিশন ছাড়া কেউ বের হবে না। প্রাধিকার অনুযায়ী অস্ত্র, গোলাবারুদ এবং স্যুট পরে তারপর ডিউটিতে যাবে। হাসিব আজিজ আরও বলেন, শুধুমাত্র আবার বুলেট দিয়ে কাজ হচ্ছে না। বন্দরে (বন্দর থানা) একজন এসআই গুরুতর আহত হয়েছেন। আরেকদিন আরও বড় দুর্ঘটনা ঘটবে। বন্দর থানার অফিসার যে অবস্থায় পড়েছেন, ওই পরিস্থিতিতে পড়লে যেন লাশ ছাড়া মোবাইল পার্টি, পেট্রোল পার্টি ফেরত না আসে। পুলিশের কোনো টহল পার্টির সামনে অস্ত্র বের করলে, আই রিপিট, সেটা ধারালো অস্ত্র হতে পারে কিংবা আগ্নেয়াস্ত্র হতে পারে, অস্ত্র বের করা মাত্র গুলি হবে, এতে কোনো সন্দেহ নাই, সবাইকে বলছি। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার, দণ্ডবিধি ৯৬ থেকে ১০৬ পর্যন্ত, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার সকল পুলিশ অফিসারের আছে। অস্ত্র কিংবা কোপ দেওয়ার আগে অস্ত্র বের করা মাত্র গুলি হবে। সরকারি গুলির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।
চট্টগ্রামে ক্যারিবিয়ানদের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ দল। এদিন ম্যাচের নিরাপত্তার দায়িত্ব পালন করে স্টেডিয়ামে যাওয়ার সময় পুলিশ সদস্যদের বহনকারী একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে নারী পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে দামপাড়ার ওয়াসা মোড়সংলগ্ন সিএমপি পুলিশ হেডকোয়ার্টারের ভেতরের এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে। বাকিরা দামপাড়া পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। জানা গেছে, দামপাড়া পুলিশ লাইন্স থেকে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট ম্যাচে দায়িত্ব পালনের জন্য বাসটিতে পুলিশ সদস্যরা সাগরিকার শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে যাচ্ছিলেন।
ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত আট প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে। শনিবার (১৮ অক্টোবর) রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের লাশ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। লাশবাহী ফ্লাইটটি অবতরণ করার সঙ্গে সঙ্গেই স্বজনদের কান্নায় বিমানবন্দরজুড়ে শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যরা প্রিয়জনদের মরদেহ গ্রহণ করেন। এরপর সাতজন নিহতের মরদেহ সাগর পাড়ি দিয়ে তাদের জন্মভূমি সন্দ্বীপের উদ্দেশ্যে নেওয়া হয় সীতাকুণ্ডের কুমিরা ফেরিঘাটে। রোববার সকালে লাশগুলো সন্দ্বীপে পৌঁছাবে বলে জানা গেছে। নিহতরা হলেন সারিকাইতের আমিন মাঝি, মো. আরজু, মো. রকি, সাহাব উদ্দিন ও মো. বাবলু; মাইটভাঙার মো. জুয়েল; রহমতপুরের মো. রনি এবং রাউজানের চিকদাইর ইউনিয়নের ইউসুফের ছেলে। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন। সন্দ্বীপের উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা জানিয়েছেন, রোববার সকাল সাড়ে ৯টায় পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে একসঙ্গে সবার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহগুলো নিজ নিজ এলাকায় দাফন করা হবে। উল্লেখ্য, গত ৮ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে ওমানের দুখুম সিদ্দা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সন্দ্বীপ উপজেলার সাত প্রবাসীসহ আটজন নিহত হন। তারা মাছ পরিবহনের একটি গাড়িতে ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক তাদের গাড়িটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সবাই প্রাণ হারান। নিহতদের পরিবারের পক্ষ থেকে দ্রুত মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করায় ওমানস্থ বাংলাদেশ দূতাবাস, রাষ্ট্রদূত এবং ওমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার আট নং চর কাদিরা ইউনিয়নের চরবসু এলাকায় ৬৫ বছর বয়সি বশির সর্দারের যৌন নিগ্রহের শিকার হয়েছেন পাঁচ বছরের এক শিশু। শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। মাদ্রাসা থেকে সামান্য দূরে দোকানে চিপস কিনতে যাওয়ার সময় তাকে এ শ্লীলতাহানি করা হয়। ঘটনার পর অভিযুক্ত পালিয়ে গেছে। শনিবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ১১টার দিকে স্থানীয় চরবসু বাজারের এক চা-দোকানের পিছনে এ ঘটনা ঘটে। বশির ওই এলাকার মৃত আলী হোসেনের ছেলে ও পেশায় চা বিক্রেতা। স্থানীয় কিছু প্রভাবশালী মহল ঘটনাটি ঢাকতে চেষ্টার পর সোমবার (১৩ অক্টোবর) সংবাদ মাধ্যমে প্রকাশ পায়। শিশুটির পরিবার জানায়, মাদ্রাসা থেকে ফিরে শিশুটি আচরণে অসংলগ্ন ছিল এবং পরে দেখা যায় তার যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ হচ্ছে। পরিবারের সদস্যদের সামনে ঘটনাটি জানার আগেই বশির পালিয়ে যায়। পরে পরিবারের একাংশ বিষয়টি সমাধানের আশ্বাস দেয়, যার কারণে তখন থানায় অভিযোগ করা হয়নি। এখন শিশুটির পরিবার ন্যায়বিচারের জন্য মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার বিরতির সময় চিপস কিনতে গিয়ে বশির তাকে দোকানের পিছনে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করেছে। স্থানীয়রা জানান, বশির এর আগেও এলাকায় অনুরূপ কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। শিশুটির শ্লীলতাহানির ঘটনায় পুরো এলাকা ঐক্যবদ্ধ হয়ে তাকে ধরার চেষ্টা করেছিল, তবে তিনি পালিয়ে যান। তারা অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেছেন। কমলনগর থানার ওসি তহিদুল ইসলাম জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন। তবে ভুক্তভোগী পরিবার এখনো থানায় অভিযোগ করেননি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চাঁদপুর হাজীগঞ্জে মাদ্রাসা থেকে পালাতে গিয়ে পঞ্চম তলায় এক শিশু আটকা পড়ে। পরে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন পেয়ে আট বছরের ওই শিশুটিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। রোববার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার আলীগঞ্জ আল ইহসান মাদ্রাসায় এই ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা-‘৯৯৯’এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আলীগঞ্জ আল ইহসান মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র আট বছর বয়সি এক শিশু পালানোর জন্য পাঁচতলার রান্নাঘরের ভেন্টিলেটর দিয়ে বের হয়ে নিচে নামার চেষ্টা করে। এ সময় ওই শিশু এসির ক্যারিয়ারে আটকে পড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে থাকে। সকাল সাড়ে ১১টায় এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে এমন তথ্য জানান। ‘৯৯৯’ কলটেকার কনস্টেবল শারমিন কলটি গ্রহণ করে তাৎক্ষণিকভাবে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি জানিয়ে দ্রুত শিশুটিকে উদ্ধারের ব্যবস্থা গ্রহণের জন্য বলে। এই উদ্ধার তৎপরতা তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ ডিসপাচার ফায়ার ফাইটার মো. হানজালাল। খবর পাওয়ার পরপরই হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে নিরাপদে উদ্ধার করে তার অভিভাবকের কাছে বুঝিয়ে দেয়। সূত্র: বাসস
বিয়ের দাওয়াতে যাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। কুমিল্লার দেবীদ্বারে এই ঘটনা ঘটেছে। নিহত সালমা আক্তার বালিবাড়ি গ্রামের ভূঁইয়া বাড়ির কেফায়েতুল্লাহ রুবেলের (৩৩) স্ত্রী। তার রাইসা (১০) ও হারায়নি (৬) নামে দুটি কন্যা সন্তান রয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় স্বামীর বাড়িতে রুমের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সালমা। তার স্বামী কেফায়েতুল্লাহ রুবেল কুমিল্লা ইপিজেডে চাকরি করেন। রুবেলের বাবা মজিবুর রহমান বাবুল ভূঁইয়া বলেন, আজ আমার ভাই আবুল হোসেন ভূঁইয়ার মেয়ে তাহমিনার বিয়ে ছিল। আমার পুত্রবধূ নিজেই বিয়ের সব আয়োজন শেষ করে ঘরে এসে গোসল করেন এবং পরে দরজা বন্ধ করে সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। সংসারে কোনো অভাব ছিল না, স্বামীর সঙ্গেও ঝগড়া-বিবাদ ছিল না। কেন এমন করল বুঝতে পারছি না। এদিকে নিহতের বড় মেয়ে রাইসা জানায়, মা-বাবার মধ্যে ঝগড়ার পর মা ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যা করেন। স্থানীয় নজরুল ইসলাম জানান, রুবেলের চাচা আবুল হোসেন ভূঁইয়ার সঙ্গে তার পারিবারিক সম্পর্ক ভালো না থাকায়, রুবেল স্ত্রীকে বিয়েতে যেতে নিষেধ করেছিলেন। এতে অভিমানে সালমা আত্মহত্যা করেন। এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, পারিবারিক কলহের জেরে গৃহবধূ আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, স্বামী পাশের ঘরের বিয়েতে যেতে নিষেধ করায় তিনি আত্মহত্যা করেন। অপমৃত্যু মামলা দায়ের করে মরদেহ কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে।
নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। রোববার (৭ সেপ্টেম্বর) ভোররাতের দিকে উপজেলার চাষিরহাট ইউনিয়নের সোনাইমুড়ী থেকে কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাষিরহাট বাজার সংলগ্ন কচুয়া কান্দি রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জেলা শহর মাইজদী থেকে ভোররাতের দিকে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে গাড়িটি সোনাইমুড়ী থেকে কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাষিরহাট বাজার সংলগ্ন কচুয়া কান্দি রাস্তার মাথা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে যায়। পরে মরদেহের সঙ্গে থাকা স্বজনেরা স্থানীয়দের সহায়তায় অন্য গাড়িতে করে লাশ নিয়ে ঢাকা চলে যায়। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বলেন, চালকের চোখে ঘুম থাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সোমবার সকালের দিকে অ্যাম্বুলেন্সটি পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লিখিত কোন অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এক নজরে নিয়োগের বিস্তারিত প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫
দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা। যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০
পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদসংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম আবেদন প্রক্রিয়া আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদসংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: প্লাজা সেলস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১০০টি যোগ্যতা ও অভিজ্ঞতা প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই, তাই নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। অন্যান্য তথ্য চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: ন্যূনতম ২২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে আবেদন সংক্রান্ত তথ্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫।