চট্টগ্রাম

দেশে ফিরল ৮ প্রবাসীর লাশ, শোকের ছায়া
দেশে ফিরল ৮ প্রবাসীর লাশ, শোকের ছায়া

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত আট প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে। শনিবার (১৮ অক্টোবর) রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের লাশ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।   লাশবাহী ফ্লাইটটি অবতরণ করার সঙ্গে সঙ্গেই স্বজনদের কান্নায় বিমানবন্দরজুড়ে শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যরা প্রিয়জনদের মরদেহ গ্রহণ করেন।   এরপর সাতজন নিহতের মরদেহ সাগর পাড়ি দিয়ে তাদের জন্মভূমি সন্দ্বীপের উদ্দেশ্যে নেওয়া হয় সীতাকুণ্ডের কুমিরা ফেরিঘাটে। রোববার সকালে লাশগুলো সন্দ্বীপে পৌঁছাবে বলে জানা গেছে।   নিহতরা হলেন সারিকাইতের আমিন মাঝি, মো. আরজু, মো. রকি, সাহাব উদ্দিন ও মো. বাবলু; মাইটভাঙার মো. জুয়েল; রহমতপুরের মো. রনি এবং রাউজানের চিকদাইর ইউনিয়নের ইউসুফের ছেলে। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।   সন্দ্বীপের উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা জানিয়েছেন, রোববার সকাল সাড়ে ৯টায় পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে একসঙ্গে সবার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহগুলো নিজ নিজ এলাকায় দাফন করা হবে।   উল্লেখ্য, গত ৮ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে ওমানের দুখুম সিদ্দা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সন্দ্বীপ উপজেলার সাত প্রবাসীসহ আটজন নিহত হন। তারা মাছ পরিবহনের একটি গাড়িতে ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক তাদের গাড়িটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সবাই প্রাণ হারান।   নিহতদের পরিবারের পক্ষ থেকে দ্রুত মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করায় ওমানস্থ বাংলাদেশ দূতাবাস, রাষ্ট্রদূত এবং ওমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

অক্টোবর ১৮, ২০২৫ 0
৫ বছরের শিশুকে নিজের লালসার শিকার বানাল বৃদ্ধ দোকানি!
৫ বছরের শিশুকে নিজের লালসার শিকার বানাল বৃদ্ধ দোকানি!

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার আট নং চর কাদিরা ইউনিয়নের চরবসু এলাকায় ৬৫ বছর বয়সি বশির সর্দারের যৌন নিগ্রহের শিকার হয়েছেন পাঁচ বছরের এক শিশু।   শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। মাদ্রাসা থেকে সামান্য দূরে দোকানে চিপস কিনতে যাওয়ার সময় তাকে এ শ্লীলতাহানি করা হয়। ঘটনার পর অভিযুক্ত পালিয়ে গেছে।   শনিবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ১১টার দিকে স্থানীয় চরবসু বাজারের এক চা-দোকানের পিছনে এ ঘটনা ঘটে। বশির ওই এলাকার মৃত আলী হোসেনের ছেলে ও পেশায় চা বিক্রেতা।   স্থানীয় কিছু প্রভাবশালী মহল ঘটনাটি ঢাকতে চেষ্টার পর সোমবার (১৩ অক্টোবর) সংবাদ মাধ্যমে প্রকাশ পায়।   শিশুটির পরিবার জানায়, মাদ্রাসা থেকে ফিরে শিশুটি আচরণে অসংলগ্ন ছিল এবং পরে দেখা যায় তার যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ হচ্ছে। পরিবারের সদস্যদের সামনে ঘটনাটি জানার আগেই বশির পালিয়ে যায়। পরে পরিবারের একাংশ বিষয়টি সমাধানের আশ্বাস দেয়, যার কারণে তখন থানায় অভিযোগ করা হয়নি। এখন শিশুটির পরিবার ন্যায়বিচারের জন্য মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।   স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার বিরতির সময় চিপস কিনতে গিয়ে বশির তাকে দোকানের পিছনে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করেছে।   স্থানীয়রা জানান, বশির এর আগেও এলাকায় অনুরূপ কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। শিশুটির শ্লীলতাহানির ঘটনায় পুরো এলাকা ঐক্যবদ্ধ হয়ে তাকে ধরার চেষ্টা করেছিল, তবে তিনি পালিয়ে যান। তারা অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেছেন।   কমলনগর থানার ওসি তহিদুল ইসলাম জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন। তবে ভুক্তভোগী পরিবার এখনো থানায় অভিযোগ করেননি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অক্টোবর ১৩, ২০২৫ 0
উদ্ধার শিশু। ছবি: সংগৃহীত
মাদ্রাসা থেকে পালাতে গিয়ে শিশু আটকা, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার

চাঁদপুর হাজীগঞ্জে মাদ্রাসা থেকে পালাতে গিয়ে পঞ্চম তলায় এক শিশু আটকা পড়ে। পরে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন পেয়ে আট বছরের ওই শিশুটিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।   রোববার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার আলীগঞ্জ আল ইহসান মাদ্রাসায় এই ঘটনা ঘটে।   জাতীয় জরুরি সেবা-‘৯৯৯’এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।   এতে বলা হয়, আলীগঞ্জ আল ইহসান মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র আট বছর বয়সি এক শিশু পালানোর জন্য পাঁচতলার রান্নাঘরের ভেন্টিলেটর দিয়ে বের হয়ে নিচে নামার চেষ্টা করে। এ সময় ওই শিশু এসির ক্যারিয়ারে আটকে পড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে থাকে। সকাল সাড়ে ১১টায় এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে এমন তথ্য জানান।   ‘৯৯৯’ কলটেকার কনস্টেবল শারমিন কলটি গ্রহণ করে তাৎক্ষণিকভাবে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি জানিয়ে দ্রুত শিশুটিকে উদ্ধারের ব্যবস্থা গ্রহণের জন্য বলে। এই উদ্ধার তৎপরতা তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ ডিসপাচার ফায়ার ফাইটার মো. হানজালাল। খবর পাওয়ার পরপরই হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে নিরাপদে উদ্ধার করে তার অভিভাবকের কাছে বুঝিয়ে দেয়। সূত্র: বাসস

অক্টোবর ৫, ২০২৫ 0
বিয়ের দাওয়াতে যেতে নিষেধ করায় যে কাণ্ড ঘটালেন দুই সন্তানের মা

বিয়ের দাওয়াতে যাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। কুমিল্লার দেবীদ্বারে এই ঘটনা ঘটেছে। নিহত সালমা আক্তার বালিবাড়ি গ্রামের ভূঁইয়া বাড়ির কেফায়েতুল্লাহ রুবেলের (৩৩) স্ত্রী। তার রাইসা (১০) ও হারায়নি (৬) নামে দুটি কন্যা সন্তান রয়েছে।  শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় স্বামীর বাড়িতে রুমের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সালমা। তার স্বামী কেফায়েতুল্লাহ রুবেল কুমিল্লা ইপিজেডে চাকরি করেন। রুবেলের বাবা মজিবুর রহমান বাবুল ভূঁইয়া বলেন, আজ আমার ভাই আবুল হোসেন ভূঁইয়ার মেয়ে তাহমিনার বিয়ে ছিল। আমার পুত্রবধূ নিজেই বিয়ের সব আয়োজন শেষ করে ঘরে এসে গোসল করেন এবং পরে দরজা বন্ধ করে সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। সংসারে কোনো অভাব ছিল না, স্বামীর সঙ্গেও ঝগড়া-বিবাদ ছিল না। কেন এমন করল বুঝতে পারছি না। এদিকে নিহতের বড় মেয়ে রাইসা জানায়, মা-বাবার মধ্যে ঝগড়ার পর মা ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যা করেন। স্থানীয় নজরুল ইসলাম জানান, রুবেলের চাচা আবুল হোসেন ভূঁইয়ার সঙ্গে তার পারিবারিক সম্পর্ক ভালো না থাকায়, রুবেল স্ত্রীকে বিয়েতে যেতে নিষেধ করেছিলেন। এতে অভিমানে সালমা আত্মহত্যা করেন। এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, পারিবারিক কলহের জেরে গৃহবধূ আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, স্বামী পাশের ঘরের বিয়েতে যেতে নিষেধ করায় তিনি আত্মহত্যা করেন। অপমৃত্যু মামলা দায়ের করে মরদেহ কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে।

সেপ্টেম্বর ১৯, ২০২৫ 0
নোয়াখালীতে লাশবাহী অ্যাম্বুলেন্স পড়ে গেল খালে

নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।   রোববার (৭ সেপ্টেম্বর) ভোররাতের দিকে উপজেলার চাষিরহাট ইউনিয়নের সোনাইমুড়ী থেকে কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাষিরহাট বাজার সংলগ্ন কচুয়া কান্দি রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জেলা শহর মাইজদী থেকে ভোররাতের দিকে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে গাড়িটি সোনাইমুড়ী থেকে কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাষিরহাট বাজার সংলগ্ন কচুয়া কান্দি রাস্তার মাথা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে যায়। পরে মরদেহের সঙ্গে থাকা স্বজনেরা স্থানীয়দের সহায়তায় অন্য গাড়িতে করে লাশ নিয়ে ঢাকা চলে যায়।   চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বলেন, চালকের চোখে ঘুম থাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সোমবার সকালের দিকে অ্যাম্বুলেন্সটি পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লিখিত কোন অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সেপ্টেম্বর ৮, ২০২৫ 0
Popular post
রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ, বেতন ৪৫ হাজার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।   এক নজরে নিয়োগের বিস্তারিত   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা   আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫

৫০ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ   দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন   যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর   বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম   আবেদন প্রক্রিয়া   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।

কৃষি ব্যাংকে চাকরি, নেবে ৩৯৮ জন

ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে নতুন সমন্বিত ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগের আওতায় বাংলাদেশ কৃষি ব্যাংক-এ সিনিয়র অফিসার (সাধারণ) পদে ৩৯৮ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ কৃষি ব্যাংক পদের নাম: সিনিয়র অফিসার (সাধারণ) পদসংখ্যা: ৩৯৮টি   শিক্ষাগত যোগ্যতা   প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানসহ তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোর মধ্যে অন্তত দুইটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।   বয়সসীমা   ১ জুলাই ২০২৫ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।   আবেদন সংক্রান্ত তথ্য   আবেদন ফি: ২০০ টাকা (অনগ্রসর নাগরিক গোষ্ঠীর প্রার্থীদের জন্য ৫০ টাকা)। আবেদনের শেষ সময়: ১০ নভেম্বর ২০২৫।   আবেদন পদ্ধতি   আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে এবং আবেদন করতে এখানে ক্লিক করুন।

৯২ হাজার টাকা বেতনে চাকরির সুযোগ

আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইড বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ‘টেকনিক্যাল এক্সপার্ট’ পদে নতুন কর্মী নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে ২৮ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।   নিয়োগের বিস্তারিত প্রতিষ্ঠানের নাম: ওয়াটারএইড বাংলাদেশ পদের নাম: টেকনিক্যাল এক্সপার্ট পদের সংখ্যা: নির্ধারিত নয় চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই কর্মস্থল: খুলনা   যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা স্নাতক (সিভিল ইঞ্জিনিয়ারিং/এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে) অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৫ বছর বয়সসীমা: নির্ধারিত নয় বেতন ও সুবিধা বেতন: প্রতি মাসে ৯২,৫০০ টাকা   আবেদন প্রক্রিয়া আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ: ২৮ অক্টোবর ২০২৫

জানা গেল সেই আনিসার ফলাফল

মায়ের অসুস্থতার কারণে কেন্দ্রে দেরিতে আসায় পরীক্ষা না দিতে পারা সেই আনিসা আহমেদ এইচএসসি পরীক্ষায় ফেল করেছেন। তিনি বাংলা ও ইসলামের ইতিহাস বিষয়ে ফেল করেন।   আনিসা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তিনি মানবিক বিভাগের পরীক্ষাথী।   বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।   এইচএসসি পরীক্ষা শুরুর প্রথম দিনই (২৬ জুন) ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থী আনিসা মায়ের অসুস্থতার কারণে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছুতে পারেননি। দেরি হওয়ায় তাকে কেন্দ্রে প্রবেশ করতে দেননি দায়িত্বরতরা। এসময় ওই ছাত্রী পরীক্ষাকেন্দ্রের সামনে কান্নায় ভেঙে পড়েন। গেটের বাইরে দীর্ঘসময় অপেক্ষায় থেকে তিনি সেদিন ফিরে যান। ওই ছাত্রীর পরীক্ষাকেন্দ্র ছিল রাজধানীর সরকারি মিরপুর বাঙলা কলেজ।   আনিসার কান্না-আকুতি তখন নাড়িয়ে দেন বহু মানুষের বিবেক। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠে—আইন কি মানবিক বিবেচনার ঊর্ধ্বে? নেটিজেনরা দাবি তোলেন—মানবিক বিবেচনায় হলেও তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া উচিত।   অন্তর্বর্তী সরকারও সেই দাবি আমলে নেয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তখন শিক্ষা উপদেষ্টার বরাতে জানানো হয়, ‘পরীক্ষা দিতে না পারা আনিসার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে।’

Top week

৯২ হাজার টাকা বেতনে চাকরির সুযোগ
চাকরি

৯২ হাজার টাকা বেতনে চাকরির সুযোগ

অক্টোবর ২৩, ২০২৫ 0