ক্রিকেট

৯ কোটি ২০ লাখে কেকেআরে মোস্তাফিজ
৯ কোটি ২০ লাখে কেকেআরে মোস্তাফিজ

আইপিএল নিলামে একের পর এক চমক দেখিয়ে বাজার গরম করছে কলকাতা নাইট রাইডার্স। ক্যামেরান গ্রিনকে ২৫ কোটি ২০ লাখ এবং মাথিশা পাথিরানাকে ১৮ কোটি রুপিতে দলে নেওয়ার পর এবার বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপি (প্রায় ১২ কোটি ৩৬ লাখ টাকা) দিয়ে কিনে নিল শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি।   মোস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। নিলামে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর শেষ পর্যন্ত বাংলাদেশের ‘কাটার মাস্টার’কে নিজেদের করে নেয় কলকাতা নাইট রাইডার্স।   ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে অভিষেক হয় মোস্তাফিজের। প্রথম আসরেই দলকে শিরোপা এনে দেন তিনি। পরের মৌসুমেও ছিলেন হায়দরাবাদে। এরপর বিভিন্ন সময়ে মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলেছেন এই বাঁহাতি পেসার।   গত মৌসুমে শেষ মুহূর্তে ভিত্তিমূল্যেই মোস্তাফিজকে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। এবারের নিলামেও শুরুতে তার প্রতি আগ্রহ দেখায় দিল্লি। অন্যদিকে ডেথ ওভারের একজন কার্যকর পেসারের খোঁজে থাকা চেন্নাই সুপার কিংসও মোস্তাফিজের দিকে নজর দেয়, বিশেষ করে মাথিশা পাথিরানাকে না পাওয়ার পর।   দিল্লি ও চেন্নাইয়ের পাল্টাপাল্টি প্যাডল আপে ধীরে ধীরে মোস্তাফিজের দাম বাড়তে থাকে। দুই দলের লড়াইয়ে দাম উঠে যায় ৫ কোটি রুপিতে। এ পর্যায়ে দিল্লি সরে দাঁড়ায়। চেন্নাই ৫ কোটি ৪০ লাখ রুপিতে প্রায় নিশ্চিতভাবেই মোস্তাফিজকে পেতে যাচ্ছিল।   কিন্তু নাটক তখনও বাকি। হঠাৎ করেই লড়াইয়ে যোগ দেয় কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইও হাল ছাড়েনি—এক লাফে দাম তোলে ৭ কোটি রুপিতে। কেকেআরও সমান তালে দাম বাড়াতে থাকে। শেষ পর্যন্ত স্টিফেন ফ্লেমিং চেন্নাই কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ৯ কোটি রুপিতে প্যাডল তোলেন, ভেবেছিলেন এখানেই থামবে কলকাতা।   কিন্তু কেকেআর ছিল নাছোড়বান্দা। তারা আবার প্যাডল তুলে দাম বাড়িয়ে দেয় ৯ কোটি ২০ লাখ রুপি। এখানেই বুঝে যায় চেন্নাই, আর এগোনো সম্ভব নয়। ফলে লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় তারা।   সবশেষে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে নিজেদের করে নেয় কলকাতা নাইট রাইডার্স।

ডিসেম্বর ১৬, ২০২৫ 0
নাসিম শাহ’র বাড়িতে দুর্বৃত্তের হামলা
নাসিম শাহ’র বাড়িতে দুর্বৃত্তের হামলা

রাওয়ালপিন্ডিতে আজ থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজ। তবে সিরিজ শুরুর ঠিক আগে বড় এক দুর্ঘটনা ঘটে গেল পাকিস্তানের পেসার নাসিম শাহ'র বাসায়। পাকিস্তানের এই পেসারের বাসায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হামলা করেছে। ক্রিকইনফো জানিয়েছে, এই ঘটনা নাসিমের সিরিজ পরিকল্পনা কিংবা সূচিতে কোনো প্রভাব ফেলেনি এবং ফাস্ট বোলার দলের সঙ্গেই আছেন। তিনি পুরো সিরিজে অংশ নেবেন। সোমবার (১০ নভেম্বর) সকালের দিকে লোয়ার দির জেলায় নাসিমের পারিবারিক বাসার গেট লক্ষ্য করে বন্দুকধারীরা গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এখন পর্যন্ত এই হামলায় কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি, তবে এই ঘটনা পাকিস্তানের ড্রেসিংরুমে উদ্বেগ তৈরি করেছে। নাসিমের বাড়ির গেইট লক্ষ করে দুর্বৃত্তরা গুলি ছুঁড়ে পালিয়ে যাওয়ার পর পুলিশ এই ব্যাপারে তদন্ত শুরু করেছে। হামলার সময় নাসিমের পরিবারের কেউ বাসায় ছিলেন কি না, তা জানা যায়নি।  তবে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম ডন জানিয়েছে, নাসিমের বাবা একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে দেখা করেছেন এবং ওই কর্মকর্তা দুর্বৃত্তদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের ব্যাপারে তাকে আশ্বস্ত করেছেন।

নভেম্বর ১১, ২০২৫ 0
জাহানারা ইস্যুতে এবার মুখ খুললেন মাশরাফী

সম্প্রতি ক্রিকেট পাড়ায় আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তিনি। ইতোমধ্যে এই বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে জাহানারা ইস্যুতে মুখ খুলেছেন দেশসেরা অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। শুক্রবার (৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে অভিযোগগুলোকে গুরুত্ব দিয়ে তদন্ত করার আহ্বান জানিয়েছেন তিনি। মাশরাফী বলেন, বাংলাদেশের ক্রিকেট ও গোটা ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্ব দিয়ে দেখবে আশা করি। আশা করি, বিসিবির তদন্ত কমিটি পুরোপুরি প্রভাবমুক্ত থেকে কাজ করবে এবং অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করবে, যেন এসবের পুনরাবৃত্তি আর কখনো না হয়। পোস্টের শেষে ‘নিরাপদ ক্রীড়াঙ্গন’ গড়ার আহ্বানও জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সফলতম অধিনায়ক, ‘বাংলাদেশের ক্রীড়াঙ্গন যেন সবার জন্য নিরাপদ থাকে, এইটাই আমাদের প্রত্যাশা।’

নভেম্বর ৭, ২০২৫ 0
বিপিএলে যে তিন পুরনো ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণ নিশ্চিত। ছবি: সংগৃহীত
বিপিএলে যে তিন পুরনো ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণ নিশ্চিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর অনুষ্ঠিত হবে চলতি বছরের শেষ দিকে। এই আসরকে সামনে রেখে ফ্র্যাঞ্চাইজি নির্বাচনের প্রক্রিয়ায় ব্যস্ত সময় পার করছে বিসিবি। ইতোমধ্যে দল পেতে ১০টি প্রতিষ্ঠান আবেদন করেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) আবেদন জমা দেওয়ার শেষদিন বিকেল পর্যন্ত মালিকানা নিতে ৬টি ফ্র্যাঞ্চাইজির জন্য ১০টি প্রতিষ্ঠান আবেদন করেছে।  জানা গেছে, ইতোমধ্যে গত আসরের তিন ফ্র্যাঞ্চাইজির ভাগ্য নিশ্চিত হয়েছে। তারা হলো- রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স ও ঢাকা ক্যাপিটালস।   ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিটির মালিকানার জন্য আবেদন করেছে রিমার্ক হারল্যান। বিপিএলের অন্যতম সেরা দল হিসেবে বিবেচিত রংপুর রাইডার্স থাকছে আগামী আসরেও। তাদের মালিকানায় থাকবে বসুন্ধরা গ্রুপ। এ ছাড়াও বিপিএলে দেখা যাবে খুলনা টাইগার্সকেও। কয়েক আসরে খেলা মাইনট্রি এবারও আবেদন করেছে। তবে জমা দেওয়া প্রতিষ্ঠানের তালিকায় নেই ফরচুন গ্রুপ। তবে বিপিএলের বরিশালের দল নিতে আগ্রহ প্রকাশ করেছে আকাশবাড়ী হোলিডেইজ।   উল্লেখ্য, বিপিএলে দল নিতে হলে প্রথম বছরে ২ কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হবে। ২০২৭ সাল থেকে সেটা আরও ১৫ শতাংশ করে বাড়তে থাকবে। সবমিলিয়ে ৫ বছরে একটি ফ্র্যাঞ্চাইজিকে মোট সাড়ে ১৩ কোটি টাকা ফি জমা দিতে হবে।  এ ছাড়া প্রতি আসরের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে ৬ মাসের জন্য ১০ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি দিতে হবে। বিপিএলের আগামী আসর থেকে ফ্র্যাঞ্চাইজিদের লভ্যাংশের ৩০ শতাংশ শেয়ার করবে বিসিবি।

অক্টোবর ২৮, ২০২৫ 0
চমক দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
চমক দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

আর মাত্র একদিন পর ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে টাইগাররা। আর এই সিরিজকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।   আফগানিস্তান সিরিজের দল থেকে দুটি পরিবর্তন এনেছে বিসিবি। নাহিদ রানা ও নাসুম আহমেদকে বাদ দেওয়া হয়েছে। আর সৌম্যর সঙ্গে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন।   ইনজুরির কারণে সদ্য শেষ হওয়া আফগানিস্তান সিরিজে খেলতে পারেননি লিটন কুমার দাস। ধারণা করা হচ্ছিল, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। কিন্তু ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলা হচ্ছে না এলকেডির। তার জায়গায় দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার। এর আগে ভিসা জটিলতার কারণে আফগানিস্তান সিরিজে খেলা হয়নি তার। তবে এবার ঘরের মাঠে নিজের সেরাটা দেওয়ার সুযোগ পেয়েছেন তিনি।   বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮, ২১ ও ২৩ অক্টোবর।   ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।   বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

অক্টোবর ১৬, ২০২৫ 0
চাপে নিউজিল্যান্ড, ইতিহাস গড়ার মিশনে আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী দল
চাপে নিউজিল্যান্ড, ইতিহাস গড়ার মিশনে আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী দল

দুই ম্যাচ খেলেই নারী ওয়ানডে বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে বড় ধাক্কায় নিউজিল্যান্ড। অধিনায়ক সোফি ডিভাইনের ব্যাটে আলো জ্বলেও দলকে রক্ষা করতে পারেননি। টুর্নামেন্টে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার কাছে টানা দুই পরাজয়ে চাপে কিউইরা, আর আজ (শুক্রবার) তাদের সামনে আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ নারী দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়, ভারতের গুয়াহাটিতে।   বিশ্বকাপের আগে টানা ছয় মাস কোনো ওয়ানডে না খেলার খেসারত দিচ্ছে নিউজিল্যান্ড। প্রস্তুতি ম্যাচেও হারের বৃত্তে ছিল তারা—ভারত ও ভারত ‘এ’ দলের বিপক্ষে টানা পরাজয়। মাঠের লড়াইটাও যেন সেই ধারাবাহিকতারই প্রতিফলন। ডিভাইন একাই দলের মোট রান-এর প্রায় ৪২ শতাংশ যোগান দিয়েছেন, কিন্তু বাকি ব্যাটাররা এখনো ছন্দ খুঁজে পাচ্ছেন না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাতটি মিসফিল্ড ও বোলিংয়ের ধারহীনতা দলের ভেতরের আত্মবিশ্বাসহীনতাকে আরও স্পষ্ট করেছে।   অন্যদিকে বাংলাদেশ দল এখন দারুণ ছন্দে। পাকিস্তানকে হারিয়ে চমক দেখানোর পর ইংল্যান্ডের বিপক্ষেও শেষ পর্যন্ত লড়াই করেছে নিগার সুলতানাদের দল। ব্যাটিং পুরোপুরি জ্বলে না উঠলেও বোলিং ইউনিট অসাধারণ পারফর্ম করছে। তরুণ পেসার মারুফা আক্তার নতুন বলে নিয়মিত সাফল্য এনে দিচ্ছেন, মাঝের ওভারে নাহিদা আক্তার, ফাহিমা খাতুন ও রাবেয়া খানের স্পিন আক্রমণ প্রতিপক্ষকে চাপে ফেলছে।   নিউজিল্যান্ডের প্রায় সব ব্যাটারই ডানহাতি, একমাত্র ব্রুক হলিডে ছাড়া। তাই নাহিদার বাঁহাতি স্পিন এবং ফাহিমা-রাবেয়ার লেগ স্পিন আজ বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে তাদের জন্য।   ২০২২ সালের আগের দুই মুখোমুখি লড়াইয়ে সহজ জয় পেয়েছিল নিউজিল্যান্ড, তবে এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। গুয়াহাটির স্পিন-সহায়ক উইকেট, আর সেই সঙ্গে এই মাঠে খেলার আগের অভিজ্ঞতা — সব মিলিয়ে বাড়তি আত্মবিশ্বাসে বাংলাদেশ দল।   আজকের ম্যাচে টিকে থাকার জন্য জয়ের বিকল্প নেই নিউজিল্যান্ডের সামনে, আর বাংলাদেশ চায় ইতিহাস গড়ে প্রথমবারের মতো কিউইদের হারিয়ে সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে।  

অক্টোবর ১০, ২০২৫ 0
জোড়া অর্ধশতকের উপর ভর করে বাংলাদেশ দিলো আফগানদের সামনে মাঝারি লক্ষ্য
জোড়া অর্ধশতকের উপর ভর করে বাংলাদেশ দিলো আফগানদের সামনে মাঝারি লক্ষ্য

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানকে ২২২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। দলের ইনিংস ভর করেছে মিরাজ ও হৃদয়ের জোড়া অর্ধশতকে।   টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ওপেনিং জুটি সাইফ হাসান ও তানজিদ তামিম সাবধানী সূচনা করলেও চতুর্থ ওভারেই ভাঙে সেই জুটি। ওমরজাইয়ের বলে গুরবাজের হাতে ক্যাচ তুলে দিয়ে ১০ রানে ফেরেন তানজিদ।   এরপর ব্যর্থ হন তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্তও। মাত্র ২ রান করে একই বোলারের শিকার হন তিনি। তবে এরপর ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়ে তোলেন মেহেদী হাসান মিরাজ ও তাওহীদ হৃদয়। দুজনের ১০০ রানের দারুণ জুটিতে দল ফিরে পায় স্থিতি। হৃদয় করেন ৫৬ রান, আর মিরাজ খেলেন ৬০ রানের ইনিংস।   তাদের বিদায়ের পর আবারও ধস নামে বাংলাদেশের ইনিংসে। জাকির হাসান ১০, সাকিব আল হাসান ১৭ এবং তানভীর ইসলাম ১১ রান করে ফেরেন। শেষ পর্যন্ত ৪৬তম ওভারে ২২১ রানে থামে বাংলাদেশের ইনিংস।   আফগানিস্তানের পক্ষে সমান তিনটি করে উইকেট নেন রশিদ খান ও আজমাতউল্লাহ ওমরজাই।

অক্টোবর ৮, ২০২৫ 0
তামিম ভাইরা ফিক্সিং করতে গিয়ে ব্যর্থ হয়েছেন: ক্রীড়া উপদেষ্টা

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। তবে এই নির্বাচনে সরকারি হস্তক্ষেপ ও ফিক্সিং হচ্ছে, এমন অভিযোগ তুলে মনোনয়ন প্রত্যাহার করেছেন তামিম ইকবালসহ বিএনপিপন্থী ক্রীড়া সংগঠকদের অনেকেই। তবে এসব অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল (বুধবার) এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। আসিফ বলেন, ফিক্সিংটা তামিম ভাইরা করার চেষ্টা করেছেন, করে ব্যর্থ হয়েছেন। সভাপতি, সেক্রেটারি এদেরকে ওনাদের পক্ষ থেকে কল দিয়ে বলা হয়েছে যে তাকে কাউন্সিলর দিতে হবে, ডিসি-দেরকে ধমক দেওয়া হয়েছে, অনেক কিছু করা হয়েছে। সেগুলো নাই বলি।  তিনি বলেন, ফিক্সিংটা করতে ওনারা, মানে ইলেকশনটা ফিক্স করতে ওনারা ব্যর্থ হয়েছেন। কেউ একজন ফোন করে বিরাট কোহলিকে অভিযোগ দিয়েছে এবং বিরাট কোহলি সেটা গৌতম গম্ভীর বা বাকিদের সাথে সেটা আবার শেয়ার করেছে। এমন কোথাও অভিযোগ দেওয়া উচিত না যেটা আমার দেশের জন্য লজ্জাজনক। অনেকে বলছেন সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মতো আচরণ করছেন আসিফ। এমন অভিযোগের জবাবে তিনি বলেন, আমরা ক্রীড়া সংগঠকদেরকে নিয়ে আসছি। রাজ্জাক রাজ ভাই ইজ নট মাই পার্সোনাল এনিথিং। আমি ওনার সাথে আমার দেখা হয়েছে লাস্ট ওয়ান ইয়ার আগে যখন বোর্ডে কাজ করতেন। তিনি আরও বলেন, পাপন ভাইয়ের সময় ডিস্ট্রিক্ট-ডিভিশন থেকে কারা আসতো কাউন্সিলর? আওয়ামী লীগের সভাপতি আসতো, আওয়ামী লীগের সদস্য আসতো বা বড় কোন নেতা আসতো বা বড় কোন নেতার ছেলেরা আসতো, যার আসলে ক্রীড়া সংস্থার সাথে কোন সম্পর্ক নেই। তাহলে পাপন ভাইয়ের ছকে আপনি কিভাবে বলছেন?

অক্টোবর ২, ২০২৫ 0
ক্রিকেটারদের রহস্যময় পোস্ট, ঘটনা কি?

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। এর আগে নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে নানা বিতর্ক। এরই মধ্যে জাতীয় দলের একাধিক ক্রিকেটার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে একইরকম স্ট্যাটাস দিচ্ছেন।    ক্রিকেটারদের বিসিবির নির্বাচন সুষ্ঠু চাওয়াটা বেশ ইতিবাচক ব্যাপার। তবে প্রায় কাছাকাছি সময়ে একইরকম স্ট্যাটাস দেওয়াতে জনমনে তৈরী হয়েছে কৌতূহল।    মুমিনুল হক নিজের পোস্টে লিখেছেন, বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে, এসব কখনোই কাম্য নয়। এটা বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার। আমরা চাই, বিসিবি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।   ক্রিকেটারদের ফেসবুক ঘুরে দেখা যায় মুমিনুলের মতো একই লেখা দিয়ে পোস্ট করেছেন, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, ইরফান শুক্কুর ও মোহাম্মদ মিঠুন।   তবে এনামুল হক বিজয় একই কথা কিছুটা পরিবর্তন করে নিজের ফেসবুকে লিখেছেন, আমরা চাই, বিসিবি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক। এটা বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার।   অনেকেই জানতে চাচ্ছে ক্রিকেটাদের এরকমটা করার কারণ। ধারণা করা হচ্ছে, নির্বাচন সামনে থাকায় কোনো নির্দিষ্ট পক্ষের ইন্ধনে ফেসবুকে একই রকম স্ট্যাটাস দিয়েছেন ক্রিকেটাররা। তবে সেটি কার পক্ষে তা নিশ্চিত হওয়া যায়নি।

সেপ্টেম্বর ২৫, ২০২৫ 0
বাংলাদেশকে অপেক্ষায় রেখে ফাইনালে ভারত
একাই লড়ে গেলেন সাইফ, বাংলাদেশকে অপেক্ষায় রেখে ফাইনালে ভারত

এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশকে ৪১ রানে হারালো ভারত। ভারতকে ১৬৮ রানে আটকে রেখে জয়ের স্বপ্নও দেখেছিল। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় হার নিয়েই মাঠ ছেড়েছে টাইগাররা। সাইফ হাসান একা লড়াই করলেও দলের বড় হার এড়াতে পারেননি।   এ জয়ে ফাইনালে উঠে গেলো ভারত। আর টুর্নামেন্ট থেকে বিদায়ঘণ্টা বেজে গেল শ্রীলঙ্কার। সুপার ফোরের প্রথম দুই ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে হেরে যায় শ্রীলংকা। অন্যদিকে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ একটি করে ম্যাচ জিতে ২ পয়েন্ট করে সংগ্রহ করেছে। টুর্নামেন্টে টিকে থাকতে বাংলাদেশের জয়ে কোনো বিকল্প ছিলো না। এই ম্যাচে বাংলাদেশ জয় পেলে শ্রীলঙ্কার আশা টিকে থাকতো। কিন্তু সেটা আর হলো না।   বুধবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ছয় উইকেটে ১৬৮ রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা।   ৬ ওভারের ১ উইকেটে ৪৪ রান করা বাংলাদেশ। এরপর মাত্র ৪.৪ ওভারে ৩০ রান তুলতেই বাংলাদেশ হারায় ৩ উইকেট। একেরপর এক বিদায় নেন পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় ও শামীম পাটোয়ারি।   কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেলের স্পিনে বিভ্রান্ত হয়ে সাজঘরে পারভেজ হোসেন ইমন ও তাওহীদ হৃদয়। দলীয় ৪৬ ও ৬৫ রানে ফেরেন ইমন ও তাওহীদ। দ্রুত পড়ে যায় আরও দুই উইকেট। ৮৭ রানে ৫ উইকেটে হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।    দলীয় ৭৪ রানে শামীম ও ৮৭ রানের মাথায় জাকির আলী সাজঘরে ফিরে যান। ১০৯ রানের মাথায় পড়ে আরও একটি উইকেট।  সাইফউদ্দিন ব্যক্তিগত ৪ রানে আউট হন। সপ্তম উইকেটের পতন ঘটে ১১২ রানে। মাত্র ২ রানে সাজঘরে ফেরেন রিশাদ। এরপর আর ঘুরে দাড়াতে পারেনি বাংলাদেশ।    

সেপ্টেম্বর ২৫, ২০২৫ 0
বোলিংয়ে দুর্দান্ত কাম ব্যাক টাইগারদের, লড়াকু পুঁজি ভারতের

চলমান এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচ জিতে বোলিং করতে নেমে ভারতকে ১৬৮ রানে থামিয়েছে টাইগাররা।   বুধবার (২৪ সেপ্টেম্বর) টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকে দ্রুত রান তুলতে থাকেন দুই ভারতীয় ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিল। দুজনের তাণ্ডবে পাওয়ার প্লেতে ৭২ রান তোলে ভারত। তবে ইনিংস লম্বা করতে পারেননি গিল।   ১৯ বলে ২৯ রান করে রিশাদের বলে বাউন্ডারি লাইনে কাটা পড়েন তিনি। কিন্তু অপর প্রান্ত আগলে রেখে ২৫ বলে ফিফটি তুলেন নেন তরুণ অভিষেক শর্মা। তিনে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি শিভম ডুবে। ৩ বলে ২ রান করেন তিনি।   কিন্তু বলে বলে বাউন্ডারি মেরে রান তুলতে থাকেন অভিষেক। তবে ১২তম ওভারের প্রথম বলে রান আউটের ফাঁদে পড়েন তিনি। ৩৭ বলে ৭৫ রানের ক্যামিও খেলে ফেরেন তিনি। একই ওভারের শেষ বলে জাকেরের হাতে ক্যাচ তুলে দেন সূর্যকুমার।    এরপর ৭ বলে ৫ রান করে তিলক ভার্মা আউট হলে দলীয় ১২৯ রানে ৫ উইকেট হারায় ম্যান ইন ব্লুরা। তবে শেষ দিকে দলের হাল ধরেন হার্দিক পান্ডিয়া। তার ২৯ বলে ৩৮ রানে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রানের পুঁজি পায় ভারত।   বাংলাদেশের হয়ে দুই উইকেট শিকার করেন রিশাদ হোসেন। এ ছাড়াও তানজিম সাকিব, সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান নেন একটি উইকেট।  

সেপ্টেম্বর ২৪, ২০২৫ 0
টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ, একাদশে বড় রদবদল

সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে উড়ন্ত শুরু পেয়েছিল বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচে ভারতকে হারাতে ফাইনালের টিকিট অনেকটায় নিশ্চিত হবে টাইগারদের। সেই লক্ষ্যে আজ মাঠে নামছে লিটন বাহিনী। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে  ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ দল আগের ম্যাচের দল থেকে ৪টি পরিবর্তন এনেছে। ইনজুরির কারণে ভারত ম্যাচ থেকে ছিটকে গেছে লিটন কুমার দাস। তাই জায়গায় দলকে নেতৃত্ব দেবেন জাকের আলী। সেই সঙ্গে একাদশে ফিরেছেন ওপেনার পারভেজ হোসেন। এ ছাড়াও দলে ফিরেছেন তানজিম হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন আর রিশাদ হোসেনও। তাদের জায়গা করে দিতে বাদ পড়েছেন শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান। এদিকে একাদশে কোনো পরিবর্তন আনেনি ভারত। আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলা দলটিই আজ আবার মাঠে নামছে। বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, জাকের আলী (অধিনায়ক), শামীম হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান। ভারত একাদশ: অভিষেক শর্মা, শুবমান গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা ও বরুণ চক্রবর্তী।

সেপ্টেম্বর ২৪, ২০২৫ 0
অ্যাশেজের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা ইংল্যান্ডের
অ্যাশেজের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা ইংল্যান্ডের

আগামী ২১ নভেম্বর পার্থে শুরু হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ। আর এই সিরিজকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ইংলিশ ক্রিকেট বোর্ড। পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন বেন স্টোকস।    এখনও কাঁধের ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠার পথে রয়েছেন তিনি। অ্যাশেজের আগে নিউজিল্যান্ড সফরের জন্যও ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।   অ্যাশেজ স্কোয়াড: বেন স্টোকস (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, উইল জ্যাকস, ওলি পোপ, ম্যাথিউ পটস, জো রুট, জেমি স্মিথ, জশ টাং, মার্ক উড।   নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জফরা আর্চার, সনি বেকার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, জেমি ওভারটন, আদিল রশিদ, জো রুট, জেমি স্মিথ ও লুক উড।   নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, সনি বেকার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, জ্যাক ক্রলি, স্যাম কারান, লিয়াম ডসন, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট ও লুক উড।

সেপ্টেম্বর ২৪, ২০২৫ 0
ভারত পরীক্ষায় বসতে যাচ্ছে লিটনরা, কি বলছে পরিসংখ্যান

সুপার ফোরের প্রথম ম্যাচে লঙ্কানদের হারিয়ে এশিয়া কাপের ফাইনালের পথে কিছুটা এগিয়ে গেছে বাংলাদেশ। বাকি দুই ম্যাচের একটিতে জয় পেলেই ফাইনালের টিকিট পাবে টাইগাররা। তাই প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ লিটনদের কাছে। দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। বুধবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে টি- স্পোর্টস ও নাগরিক টিভি। সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে ভারতের বিপক্ষে আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামবে বাংলাদেশ। এখন পর্যন্ত টুর্নামেন্টে সেরা বোলিং পারফরম্যান্স দেখিয়েছে টাইগাররা। তাই মাঠে নামার আগে মানসিকভাবে চাঙ্গা থাকবে তারা। পাশাপাশি এই সপ্তাহে দুবাইয়ে এখন পর্যন্ত বেশ কিছু ম্যাচ হওয়ায় উইকেট ধীর গতির হবার আশা করা হচ্ছে। তাতে ভারতের বিপক্ষে জয়ের সম্ভাবনা বাড়বে বাংলাদেশের। এছাড়া টস জিতলেও এগিয়ে থাকবে বাংলাদেশ। কারণ রান তাড়া করে দু’টি ম্যাচ জিতেছে টাইগাররা। তাই টস জয়কে ভাগ্যবান প্রমাণ করেছেন অধিনায়ক লিটন দাস।  কিন্তু এশিয়া কাপের অন্যতম ফেভারিট দল ভারত। শক্তি এবং পরিসংখ্যান সব দিক থেকে এগিয়ে রয়েছে তারা। তাই ভারতকে হারাতে নিজেদের সেরাটা দিতে হবে টাইগারদের। এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে ১৭ বার ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এরমধ্যে মাত্র একবার জয় পেয়েছে টাইগাররা। ২০১৯ সালে ভারত সফরে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।  এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে ১৫বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এর মধ্যে বাংলাদেশ মাত্র দু’বার জিতেছে এবং ১৩বার হেরেছে। ২০১৬ সালে টি-টোয়েন্টি সংস্করণে হওয়া এশিয়ার কাপে দুই ম্যাচই হেরেছিল টাইগাররা। তাই এবার জয় তুলতে পারে কিনা সেটাই দেখা বিষয়। বাংলাদেশ দল : লিটন দাস (অধিনায়ক, উইকেটরক্ষক), তানজিদ হাসান, পারভেজ হাসান ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামিম হোসেন, নুরুল হাসান, মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন।  

সেপ্টেম্বর ২৩, ২০২৫ 0
দাপুটে বোলিংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সহজ লক্ষ্য পাকিস্তানের

এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরে ব্যাক ফুটে রয়েছে লঙ্কানরা। ফাইনালেরে পথে টিকে থাকতে হলে পাকিস্তানকে হারাতেই হবে এই সমীকরণ নিয়ে মাঠে নেমেছে তারা। তবে আগে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি লঙ্কান ব্যাটাররা, পাকিস্তানের দাপুটে বোলিংয়ের বিপরীতে ১৩৩ রান তুলতে পরেছে তারা।    মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। ইনিংসের দ্বিতীয় বলেই ডাক আউট হলে ফেরেন কুশল মেন্ডিস। ইনিংস বড় করতে পারেননি পাথুম নিশাঙ্কাও। ৭ বলে ৮ রান করে আউট হন কিনি।   তিনে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি কুশল প্যারেরা। ১২ বলে ১৫ রান করে হারিসের প্রথম শিকার হন তিনি। তবে লড়াই করার চেষ্টা করেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা। কিন্তু ১৯ বলে ২০ রান করে ক্যাচ আউট হন তিনি।   পরের বলেই সাজঘরে ফেরেন বাংলাদেশের বিপক্ষে আলো ছড়ানো দাসুন শানাকা। এরপর ১৩ বলে ১৫ রান করে হাসারাঙ্গা আউট হলে ৮২ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে শ্রীলঙ্কা। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন কামিন্দু মেন্ডিস। ৪৩ বলে ফিফটি তুলে নেন তিনি।   তার দায়িত্বশীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। কিন্তু ফিফটি পূরণের পরের বলেই লেগ বিফোরে কাটা পড়েন তিনি। শেষ পর্যন্ত চামিকা কারুণারত্নের ২১ বলের ১৭ রানে ভর করে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রানে লড়াকু পুঁজি পায় শ্রীলঙ্কা।   পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন শাহিন আফ্রিদি। এ ছাড়াও হুসাইন তালাত-হারিস রাউফ দুটি এবং আবরার আহমেদ নেন এক উইকেট।

সেপ্টেম্বর ২৩, ২০২৫ 0
কারাগারে বসেই ভারতকে হারানোর মন্ত্র বলে দিলেন ইমরান খান!

এশিয়া কাপে গ্রুপ পর্বের পর সুপার ফোরেও ম্যান ইন ব্লুদের কাছে বাজভাবে হারতে হয়েছে পাকিস্তানকে। আর দলের এই ব্যর্থতা খবর পৌঁছে গেছে পাকিস্তানের বিশ্বজয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরানের কাছে। সেই সঙ্গে ভারতকে হারানোর মন্ত্রও বলে দিয়েছেন তিনি। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার। প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল (সোমবার) কারাগারে ইমরান খানে সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তার বোন আলিমা খান। এ সময় ভারতের বিপক্ষে হারের বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। এ সময় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ও আর্মি চিফ জেনারেল মুনিকে খোঁচে মেরেছেন ইমরান। গণমাধ্যমকে আলিমা বলেন, ইমরান প্রস্তাব দিয়েছেন, আর্মি চিফ জেনারেল মুনির এবং পিসিবির চেয়ারম্যান নকভির পাকিস্তানের হয়ে ওপেন করা উচিত।  এখানেই থামেননি ইমরান, তিনি বলেন, ভারতকে হারাতে গেলে আম্পায়ার হিসাবে থাকতে হবে পাকিস্তানের প্রাক্তন প্রধান বিচারপতি কাজ়ি ফয়েজ ইশা এবং মুখ্যনির্বাচন আধিকারিক সিকান্দর সুলতান রাজাকে। ইসলামাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতি সরফরাজ দোগারকে তৃতীয় আম্পায়ার হিসাবে দেখতে চান ইমরান। ২০২৩-এর আগস্ট থেকে কারাবন্দি ইমরান খান। তিনি মনে করেন, নকভির অযোগ্যতা এবং স্বজনপোষণই পাকিস্তান ক্রিকেটের দুর্দশার জন্য দায়ী। এ ছাড়াও তিনি বিশ্বাস করেন, গত বছর নির্বাচনে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর ভরাডুবির কারণ জেনারেল মুনির। তার বিশ্বাস, প্রাক্তন প্রধান বিচারপতি ইশা এবং মুখ্যনির্বাচন আধিকারিক রাজার সাহায্যেই মুনির তার বিরুদ্ধে চক্রান্ত করে ছিলেন। 

সেপ্টেম্বর ২৩, ২০২৫ 0
বুলবুলের চিঠির বিরুদ্ধে এবার হাইকোর্টে রিট

আসন্ন বিসিবি নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হচ্ছে ক্রিকেট পাড়া। নির্বাচনে জেলা ও বিভা‌গের এডহক ক‌মি‌টি থে‌কে কাউ‌ন্সিলর ‌চে‌য়ে বি‌সি‌বি সভাপ‌তির চিঠি পাঠানো নিয়ে অভিযোগ তুলেছিলেন তামিম ইকবাল খান। সেই চিঠিকে অবৈধ ঘোষণা চে‌য়ে হাই‌কো‌র্টে রিট দায়ের করা হয়েছে।   সোমবার (২২ সেপ্টেম্বর) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এর শুনানি হতে পারে।   হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বাদী হয়ে এ রিটটি দায়ের করেছেন টাঙ্গাইলের তপন, লক্ষীপুরের কামরুল, গোপালগঞ্জের খসরু, ও রাজবাড়ীর দুলাল।   গতকাল এক সংবাদ সম্মেলনে তামিম ইকবালসহ বিএনপির নেতৃত্বস্থানীয় বিসিবি কাউন্সিলররা আমিনুল ইসলাম বুলবুল এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তোলেন।    এই অভিযোগের ভিত্তিতে আইনী লড়াইয়েরও ঘোষণা দেন তারা। তারই প্রতিফলন দেখা গেল আজ।   মূলত, তামিম ও ইসরাকরা অভিযোগ করেছেন, সাংগঠনিক ক্ষমতা ব্যবহার করে বিসিবি সভাপতি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের ব্যক্তিরা এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক জেলা ও বিভাগে নিজেদের পছন্দমতো কাউন্সিলর মনোনীত করতে চান। মন্ত্রণালয়, ক্রীড়া পরিষদ ও বিসিবির পক্ষ থেকে জেলা ও বিভাগীয় ক্রিকেটের সংশ্লিষ্টদের চাপ প্রয়োগ করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।   তফসিল অনুসারে, ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় কাউন্সিলর মনোনয়ন সংগ্রহ শেষে প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ ও আপত্তির ওপর শুনানি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর। আগামী ২৬ ও ২৭ সেপ্টেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ করা হবে। ২৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের পর বাছাই ও তালিকা প্রকাশ ২৯ সেপ্টেম্বর। আপিল গ্রহণ, শুনানি, মনোনয়নপত্র প্রত্যাহার ও যাচাই-বাছাই শেষে ১ অক্টোবর বেলা ২টায় নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করবে বিসিবি নির্বাচনের ৩ সদস্যের নির্বাচন কমিশন।   ১ অক্টোবর বিকাল ৪টায় পোস্টাল ও ই-ব্যালটন বিসিবি ওয়েবসাইটে আপলোড করা হবে। ৬ অক্টোবর দুপুর ২টার মধ্যে তা ডাকযোগে অথবা ই-মেইলে পাঠাতে হবে রিটার্নিং অফিসারের কার্যালয়ে।

সেপ্টেম্বর ২২, ২০২৫ 0
একদিনের বন্ধু শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে উড়ন্ত শুরু টাইগারদের

আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশকে সুপার ফোরে তুলেছিল শ্রীলঙ্কা। আর এই ম্যাচের আগে বাংলাদেশের দর্শকরা লঙ্কানদের বন্ধু বলে অভিহিত করেছিল। সেই পোস্ট শেয়ার করেছিল লঙ্কান ক্রিকেট বোর্ড। কিন্তু সুপার ফোরের প্রথম ম্যাচে সেই লঙ্কানদেরই হারিয়ে দিয়েছে লিটন বাহিনী। এতে সুপার ফোরে উড়ন্ত শুরু পেয়েছে বাংলাদেশ। শনিবার (২০ সেপ্টেম্বর) আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৬৮ রানের লক্ষ্য দিয়েছিল লঙ্কানরা। জবাব দিতে নেমে ১ বল এবং ৪ উইকেট হাতে থাকতেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় টাইগাররা। ২ বলে ডাক আউট হয়ে সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ তামিম। তবে লিটনকে সঙ্গে নিয়ে ব্যাট চালাতে থাকেন আরেক ওপেনার সাইফ হাসান। দুজনের ব্যাটে এগোতে থাকে দল। তবে ১৬ বলে ২৩ রান করে লিটন আউট হলেও ৩৬ বলে ফিফটি তুলে নেন সাইফ। তাকে যোগ্য দেন তাওহীদ হৃদয়। ৪৫ বলে ৬১ রান করে সাইফ ক্যাচ আউট হলে দলের হাল ধরেন হৃদয়। বলে বলে বাউন্ডারি মেরে দলকে জয়ের পথে এগিয়ে নিতে থাকেন তিনি। ৩১ বলে ফিফটি তুলে নেন। ৩৭ বলে ৫৮ রান করে হৃদয় আউট হলে টাইগারদের জয় তখন হাতে মুখোয়। কিন্তু জাকের ৯ রানে এবং মাহেদী ডাক হলে ভয় ধরায় লঙ্কানরা। তবে ১২ বলে ১৪ রানে অপরাজিত থেকে ১ বল এবং ৬ উইকেট হাতে থাকতে জয় তুলে নেন শামীম পাটোয়ারী। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল লঙ্কানরা। তবে নিশাঙ্কা ২২ এবং কুশল মেন্ডিস ৩৪ রানে আউট হলে বিপাকে পড়ে তারা। কিন্তু দলের হাল ধরেন দাসুন শানাকা। তার ৩৭ বলের ৬৪ রানে ভর করে ১৬৮ রানের পুঁজি পায় শ্রীলঙ্কা।

সেপ্টেম্বর ২১, ২০২৫ 0
আবারও টাইগারদের বিপক্ষে খেলতে ঢাকায় আসছে পাকিস্তান

চলতি বছরের জুলাইয়ে বাংলাদেশ সফরে এসেছিলেন পাকিস্তান। সেখানে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতেছিল টাইগাররা। তবে আগামী বছরের শুরুতে আবারও বাংলাদেশে আসবে ম্যান ইন ব্লুরা। এবার দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে তারা।   জানা গেছে, ২০২৬ সালের মার্চের শেষ সপ্তাহে পাকিস্তান দল বাংলাদেশে আসবে। দুই দলের লড়াই ২৬ মার্চ থেকে শুরু হতে পারে। তবে ম্যাচগুলোর দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।    সিরিজের দুটি টেস্টের একটি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং অন্যটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।   বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের প্রস্তাবনা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) পাঠিয়েছে। তাদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বিসিবি।   পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের। তবে ওই সিরিজের সূচিও এখনও চূড়ান্ত হয়নি।

সেপ্টেম্বর ২১, ২০২৫ 0
Popular post
রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ, বেতন ৪৫ হাজার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।   এক নজরে নিয়োগের বিস্তারিত   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা   আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫

বৃত্তি পাবেন ৮০০ শিক্ষার্থী, আবেদন করবেন যেভাবে

দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান।   ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন।   বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe   অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা   স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা।   যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০

নানান সুবিধাসহ আড়ংয়ে চাকরির সুযোগ

পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম:   আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।

৫০ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ   দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন   যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর   বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম   আবেদন প্রক্রিয়া   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে যমুনা গ্রুপ

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: প্লাজা সেলস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১০০টি   যোগ্যতা ও অভিজ্ঞতা   প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই, তাই নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।   অন্যান্য তথ্য চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: ন্যূনতম ২২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে আবেদন সংক্রান্ত তথ্য   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫।

Top week

নেসকোতে বড় নিয়োগ, পদ ১৩৭
চাকরি

নেসকোতে বড় নিয়োগ, পদ ১৩৭

ডিসেম্বর ১৭, ২০২৫ 0