ঢালিউড

আমার রূহ ভারতে আর আমি আমেরিকায়: মাহি
আমার রূহ ভারতে আর আমি আমেরিকায়: মাহি

সিনেমায় কম দেখা গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময় সক্রিয় জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। তিনি নিজের ব্যক্তিগত অনুভূতি, কাজের আপডেট এবং অন্যান্য বিষয় নিয়মিত ভক্তদের সঙ্গে ভাগ করে থাকেন।   বর্তমানে মাহি অবস্থান করছেন আমেরিকায়। তবে সশরীরে সেখানে থাকলেও তার মন যেন পড়ে আছে পাশের দেশ ভারতে। সম্প্রতি তার ফেসবুক পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে নতুন আলোচনা শুরু হয়েছে।   মাহি একগুচ্ছ ছবি শেয়ার করেছেন, যেখানে তাকে দেখা গেছে ফুরফুরে মেজাজে। পরনে স্টাইলিশ লং সুট, চোখে কালো রোদচশমা। আমেরিকার রাস্তায় ক্যামেরাবন্দী হলেও পোস্টের ক্যাপশনটি ভক্তদের বিশেষভাবে ভাবাচ্ছে। ছবিগুলোর ক্যাপশনে মাহি লিখেছেন, "আমার রূহ ভারতে আর আমি আমেরিকায়।"   নেটিজেনরা ক্যাপশনটি ঘিরে নানা প্রশ্ন ও জল্পনা করছেন। কেউ জানতে চাইছেন তার রূহ কেন ভারতে, আবার কেউ বিষয়টিকে নিছক মজার হিসাবেই দেখছেন।

নভেম্বর ২৩, ২০২৫ 0
শাকিবের সঙ্গে বিয়ের কথা গোপন রাখার কারণ জানালেন অপু বিশ্বাস
শাকিবের সঙ্গে বিয়ের কথা গোপন রাখার কারণ জানালেন অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় জুটি ছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। ভালোবাসা, বিবাহ ও মাতৃত্ব—সবকিছু মিলিয়ে তাদের সম্পর্ক বাস্তবের গল্পকেও ছাড়িয়ে গিয়েছিল। সময়ের ব্যবধানে তারা এখন আলাদা পথে হাঁটলেও, তাদের প্রেমের অধ্যায় এখনও আলোচনায় থাকে।   সম্প্রতি একটি ডিজিটাল প্ল্যাটফর্মের প্রথম পডকাস্ট অনুষ্ঠানে অতিথি হয়ে হাজির হন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সেখানে তিনি ব্যক্তিজীবনের নানা অজানা অধ্যায়—প্রেম, বিয়ে ও মাতৃত্ব নিয়ে খোলামেলা কথা বলেন।   শাকিব খানের সঙ্গে বিয়ের বিষয়টি গোপন রাখার কারণ জানিয়ে অপু বিশ্বাস বলেন, “আমরা দু’জনই তখন ক্যারিয়ার নিয়ে ব্যস্ত ছিলাম। সেই সময়ের পরিস্থিতি এমন ছিল যে, বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনলে দু’জনের কাজের ক্ষতি হতে পারত। তাই দু’জনের সম্মতিতেই বিষয়টি গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম।”   এর আগে একাধিকবার অপু বিশ্বাস জানিয়েছেন, বিয়ের খবর গোপন রাখার সিদ্ধান্ত কেবল শাকিবের নয়, তাদের দু’জনেরই ছিল।   এই তারকা দম্পতির জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ আসে পুত্রসন্তান আব্রাম খান জয়-এর জন্মের মাধ্যমে। পুত্রের জন্ম, মাতৃত্বের সংগ্রাম ও জীবনের নানা অভিজ্ঞতা নিয়েও খোলাখুলি কথা বলেছেন অপু বিশ্বাস।   উল্লেখ্য, ২০১৭ সালের ১০ এপ্রিল এক বেসরকারি টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে নিজের বিয়ের কথা প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস। তখন তিনি জানান, ২০০৮ সালে তাদের বিয়ে হয় এবং ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্ম নেয় তাদের ছেলে আব্রাম খান জয়। তবে বিয়ের খবর প্রকাশ্যে আসায় শাকিব-অপুর সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।   পরে, ২০১৭ সালের ২২ নভেম্বর শাকিব খান আনুষ্ঠানিকভাবে তালাকের আবেদন করেন এবং ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই জনপ্রিয় তারকা দম্পতির বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।

নভেম্বর ১২, ২০২৫ 0
নতুন রূপে ধরা দিলেন বুবলী
নতুন রূপে ধরা দিলেন বুবলী

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী আবারও আলোচনায় এসেছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় এই তারকা সম্প্রতি নিজের কিছু নতুন ছবি প্রকাশ করে ভক্তদের মন জয় করেছেন।   রবিবার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেন বুবলী, যেখানে তাকে দেখা যায় একদম রানির সাজে। লাল লেহেঙ্গা পরিহিত বুবলীর হাতে ছিল আলতা, আর মুখে মিষ্টি হাসি— যা মুহূর্তেই ভক্তদের মন ছুঁয়ে যায়।   ছবিগুলোর ক্যাপশনে বুবলী লেখেন, “সবসময় তোমার অদৃশ্য মুকুট পরে থাকো, একদম সত্যিকারের রানির মতো।” পোস্টটি প্রকাশের পরপরই ভক্তদের প্রশংসার বন্যা বয়ে যায় মন্তব্যের ঘরে। এক অনুরাগী লিখেছেন, “মাশাআল্লাহ আপু, সবগুলো ছবি দারুণ সুন্দর!” আরেকজন লিখেছেন, “একদম পুতুলের মতো লাগছে।”   সংবাদ পাঠিকা থেকে চলচ্চিত্রের নায়িকা হয়ে ওঠা শবনম বুবলী বর্তমানে ঢাকাই সিনেমার প্রথম সারির অভিনেত্রীদের একজন। নিয়মিত অভিনয়ের পাশাপাশি তিনি নিজের ফ্যাশন ও স্টাইল দিয়ে ভক্তদের মুগ্ধ করে চলেছেন।

নভেম্বর ৯, ২০২৫ 0
স্বামীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন: যা বললেন পূর্ণিমা
স্বামীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন: যা বললেন পূর্ণিমা

জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা ২০০৭ সালে আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৪ সালে তিনি কন্যাসন্তানের মা হন। ২০২২ সালে পূর্ণিমা প্রকাশ করেছিলেন, ফাহাদের সঙ্গে তার সম্পর্ক প্রায় আড়াই থেকে তিন বছর আগে শেষ হয়েছে। অর্থাৎ, তার দ্বিতীয় বিয়ে ঘোষণার পরই প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের তথ্য প্রকাশ্যে আসে।   সম্প্রতি সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়েছে যে পূর্ণিমা ও তার দ্বিতীয় স্বামী রবিন বিচ্ছেদ করেছেন। তবে পূর্ণিমা নিজেই এই গুজবের জবাব দিয়েছেন। বুধবার বিকালে তিনি ফেসবুকে একটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যায় রেস্তোরাঁয় বসে স্বামীর হাত ধরে আছেন তিনি। এই ছবিই প্রমাণ দেয় যে, তারা এখনও একসাথে আছেন এবং বিচ্ছেদ মিথ্যা খবর।   পূর্ণিমা ও রবিন ২০২২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। রবিন পেশায় একজন উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন।   এর আগে একটি পোস্টে পূর্ণিমা লিখেছিলেন, “মানুষের ভিড়ে কিছু মুখ থাকে, যাদের আমরা আপন ভেবে হৃদয়ের দরজা খুলে দিই। কিন্তু সময়ের কঠিন পরীক্ষায় টের পাই—তারা আসলে সম্পর্কের আবরণে লুকানো বিষধর সাপ।” তিনি আরও উল্লেখ করেছিলেন, মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারানোর চেয়ে নিঃসঙ্গ থাকা অনেক শান্তিপূর্ণ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ।   কাজের সূত্রে পূর্ণিমা রবিনের সঙ্গে পরিচিত হন। তিন বছরের বন্ধুত্ব থেকে গড়ে ওঠে তাদের প্রেম, এরপর বিয়ে হয়। এটি রবিনের সঙ্গে পূর্ণিমার দ্বিতীয় বিবাহ।   কথিত আছে, পূর্ণিমা ২০০৫ সালের ৬ সেপ্টেম্বর প্রথমবার বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

অক্টোবর ২২, ২০২৫ 0
মেধা দিয়ে খুব বেশি কিছু হয় না: জয়া আহসান
মেধা দিয়ে খুব বেশি কিছু হয় না: জয়া আহসান

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান দীর্ঘদিন ধরে দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান করে রেখেছেন তার অভিনয় ও প্রতিভার মাধ্যমে। সম্প্রতি এক পডকাস্টে তিনি খোলামেলাভাবে কথা বলেছেন ক্যারিয়ার, জীবনদর্শন, পুরানো জিনিসের প্রতি ভালোবাসা এবং সামাজিক মাধ্যমের অভিজ্ঞতা নিয়ে।   জয়া বলেছেন, শুধুমাত্র মেধা দিয়ে খুব বেশি কিছু হয় না। লক্ষ্য অর্জনের জন্য থাকতে হয় অদম্য ইচ্ছা এবং নিজের উপর পরীক্ষা দিয়ে এগিয়ে যেতে হবে। তার মতে, সাফল্যের মূল চাবিকাঠি হলো পরিশ্রম ও ধৈর্য। অভিনেত্রী জানিয়েছেন, অভিনয় জীবনের প্রথম বছরগুলোতে তিনি ক্যামেরার অ্যাঙ্গেলও চিনতে পারতেন না। কিন্তু গুণী নির্মাতাদের দক্ষ নির্দেশনার কারণে আজ তিনি অভিনয়ের অ, আ, ক, খ শিখতে পেরেছেন।   ব্যক্তিজীবনের প্রসঙ্গে জয়া আভাস দিয়েছেন তার পুরানো জিনিসের প্রতি অনুরাগ। তার বাসায় প্রায় ২০০ বছরের পুরোনো আলমারী রয়েছে। যে খাটে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেই খাটটি এখনও সংরক্ষিত। জয়া বলেন, “আমি পুরোনোতে বাঁচি। পুরানো শুধুমাত্র অতীত নয়; আমার কাছে অতীত বর্তমান ও ভবিষ্যতের সেতুবন্ধও।”   সামাজিক মাধ্যমে বুলিং সম্পর্কে তিনি জানান, তিনি সাধারণত কমেন্টবক্স বেশি পড়েন না, তবে যখন পড়েন, খারাপ লাগে। জয়া বলেন, “যারা বাজে কথা ছড়িয়ে আনন্দ পান, তাদের বিষয়। তারাই হয়তো একদিন পৃথিবী থেকে চলে যাবেন, কিন্তু কথাগুলো থেকে যাবে। আমার কিছু হবে না।”

অক্টোবর ১৯, ২০২৫ 0
Popular post
রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ, বেতন ৪৫ হাজার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।   এক নজরে নিয়োগের বিস্তারিত   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা   আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫

বৃত্তি পাবেন ৮০০ শিক্ষার্থী, আবেদন করবেন যেভাবে

দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান।   ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন।   বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe   অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা   স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা।   যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০

নানান সুবিধাসহ আড়ংয়ে চাকরির সুযোগ

পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম:   আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।

৫০ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ   দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন   যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর   বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম   আবেদন প্রক্রিয়া   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে যমুনা গ্রুপ

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: প্লাজা সেলস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১০০টি   যোগ্যতা ও অভিজ্ঞতা   প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই, তাই নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।   অন্যান্য তথ্য চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: ন্যূনতম ২২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে আবেদন সংক্রান্ত তথ্য   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫।

Top week

নেসকোতে বড় নিয়োগ, পদ ১৩৭
চাকরি

নেসকোতে বড় নিয়োগ, পদ ১৩৭

ডিসেম্বর ১৭, ২০২৫ 0