উদ্বোধনী ম্যাচে ব্রাজিলিয়ান কাপের কাছে হতাশাজনকভাবে হারলেও লাতিন-বাংলা সুপার কাপে দারুণভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশের রাইজিং স্টার। দ্বিতীয় ম্যাচেই তারা দেখিয়ে দিল—নিজেদের দিনে লাল-সবুজের তরুণরা যেকোনো প্রতিপক্ষের সামনে দাঁড়িয়ে লড়তে পারে। ঘরের মাঠে আর্জেন্টাইন ক্লাবকে রুখে দিয়ে শক্ত প্রত্যাবর্তনের বার্তা দিল স্বাগতিকরা। সোমবার (৮ ডিসেম্বর) জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিক চার্লেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ দল। স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন প্রবাসী ফুটবলার ইব্রাহিম নেওয়াজ। ম্যাচ শুরু হতেই দর্শকদের চমকে দেন ইব্রাহিম। মাত্র চার মিনিটেই তাঁর গোল বাংলাদেশকে এনে দেয় ১-০ ব্যবধানের লিড। ব্রাজিলের কাছে হারের পর এই গোল গ্যালারিতে ফেরায় নতুন উদ্দীপনা। ২২তম মিনিটে বাংলাদেশের আরেকটি গোল অফসাইডের কারণে বাতিল হলে প্রথমার্ধে নাটকীয়তা আরও বেড়ে যায়। এরপরও বাংলাদেশ রক্ষণভাগ শক্ত রেখে বিরতিতে লিড ধরে রাখতে সক্ষম হয়। দ্বিতীয়ার্ধ শুরু হতেই আর্জেন্টাইন ক্লাব অ্যাটলেটিক চার্লেন আক্রমণের তীব্রতা বাড়ায়। অবশেষে ৫০ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে তারা ম্যাচে সমতা ফেরায়। গোলের পর দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে আরও দ্রুতগতির ফুটবল উপহার দিতে থাকে। ম্যাচের ৭২তম মিনিটে একটি ফাউলকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়লে হাতাহাতিতে জড়ায় দুই দলের খেলোয়াড়রা। রেফারি পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুই দলের একজন করে মোট দুজন ফুটবলারকে লাল কার্ড দেখান। শেষ মুহূর্তগুলোতে দুই দলই একাধিক গোলের সুযোগ পেলেও কেউই জালের দেখা পায়নি। ফলে উত্তেজনাপূর্ণ ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়।
লাতিন-বাংলা সুপার কাপের উত্তেজনাপূর্ণ লড়াইয়ে আর্জেন্টাইন ক্লাবের বিপক্ষে মাঠে নেমেই রোমাঞ্চ ছড়াল বাংলাদেশের রাইজিং স্টার। তবে ম্যাচের মাঝপথে ঘটে গেল অপ্রত্যাশিত এক ঘটনা—যা মুহূর্তেই মাঠের পরিবেশ উত্তপ্ত করে তোলে। সোমবার (৮ ডিসেম্বর) জাতীয় স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই উপহার দেয় দুই দল। প্রথমার্ধে একটি করে গোল করে সমতায় বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে ফিনিশিংয়ের অভাবে কোনো দলই গোলের দেখা পাচ্ছিল না। ঠিক এমন সময়ই ম্যাচের ৭২তম মিনিটে ঘটে উত্তেজনাপূর্ণ মুহূর্তটি। একটি ফাউলকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়রা হাতাহাতিতে জড়িয়ে পড়লে রেফারি তাৎক্ষণিক ব্যবস্থা নেন। ঘটনাস্থল থেকে দুই দলেই একজন করে মোট দুজন খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়তে বাধ্য করেন তিনি।
দীর্ঘ ২২ বছর পর অবশেষে ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতকে ১-০ গোলে পরাজিত করে বহুদিনের অপেক্ষার অবসান ঘটাল লাল-সবুজের ফুটবলাররা। গত দুই দশকে ভারতকে হারানোর স্বাদ পায়নি বাংলাদেশ। শিলংয়ে শেষ মুখোমুখি লড়াইটি গোলশূন্য ড্র হলেও, ১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে সেই অতৃপ্তির শেষ হলো এক ঐতিহাসিক জয়ে। ম্যাচের ১১তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণ থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন মিডফিল্ডার শেখ মোরছালিন। বাঁ দিক থেকে রাকিবের বাড়ানো পাসটি ভারতের গোলরক্ষকের সামনে থেকে দারুণ দক্ষতায় জালে পাঠান তিনি। জাতীয় দলের জার্সিতে এটি ছিল তার সপ্তম আন্তর্জাতিক গোল—আর সেটিই হয়ে ওঠে ম্যাচের একমাত্র এবং গুরুত্বপূর্ণ গোল। প্রথম ১০ মিনিটে বল দখলে অল্প এগিয়ে ছিল বাংলাদেশ। এরপর অসাধারণ গতিতে সাজানো পাল্টা আক্রমণে আসে ম্যাচের প্রথম গোল। ভারত সুযোগ তৈরি করলেও বাংলাদেশের রক্ষণভাগ ছিল অটল। ম্যাচের ২৭ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন ডিফেন্ডার তারিক কাজী। তার জায়গায় মাঠে নেমে দায়িত্ব সামলান শাকিল আহাদ তপু। কিছুক্ষণ পর গোলরক্ষক মিতুল মারমার একটি ভুলে ভারত সুযোগ পেলেও শেষ মুহূর্তে রক্ষা করেন হামজা চৌধুরী। তার মাথা ছোঁয়া ক্লিয়ারেন্সে বাঁচে দল। ৩৪ মিনিটে তপু বর্মণ ও ভারতের বিক্রমের সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠে। হাতাহাতির পরিস্থিতি তৈরি হলে রেফারি দুজনকেই হলুদ কার্ড দেখান। তবে দ্রুতই পরিস্থিতি শান্ত হয় এবং খেলা স্বাভাবিক ধারায় ফিরে আসে। প্রথমার্ধের শেষে স্কোরলাইন ১-০ তে এগিয়ে ছিল বাংলাদেশ। মোরছালিনের সেই গোল ভারত আর শোধ করতে পারেনি। মিতুল মারমা, হামজা চৌধুরীসহ রক্ষণভাগের দৃঢ়তায় অটুটই ছিল লাল-সবুজের গোলপোস্ট। বাছাইপর্বে এটি বাংলাদেশের প্রথম জয়। পাঁচ ম্যাচ শেষে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে দলটি। আগামী মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।
এশিয়ান কাপ বাছাইয়ের ভারত ও নেপালের প্রীত ম্যাচকে সামনে রেখে ২৭ জনের প্রাথমিক দল ঘোষণা করলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দুই হলুদ কার্ডের কারণে জায়গা হয়নি ফাহমেদুল ইসলামের। আগামী ১৮ নভেম্বর ভারতের মুখোমুখি হবে হামজা-জামালরা। এর আগে আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটিই হবে জাতীয় স্টেডিয়ামে। নেপাল ও ভারত ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি শুরুর ছয় দিন পর দল ঘোষণা করেছে বাফুফে। দলে আছেন প্রত্যাশিত সবাই। কেবল সর্বশেষ হংকং সফরে যাওয়া ২৩ জনের মধ্যে ফাহমেদুল ইসলাম বাদ পড়েছেন দুই হলুদ কার্ডের কারণে। ভারত ম্যাচে তিনি খেলতে পারবেন না। তবে হংকংয়ের বিপক্ষে চূড়ান্ত দল থেকে বাদ পড়া কাজেম শাহ ফিরেছেন প্রাথমিক দলে। ২৭ জনের প্রাথমিক দল গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, পাপ্পু হোসেন, মেহেদী হাসান। ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, তপু বর্মণ, তাজ উদ্দিন, সাদ উদ্দিন। মিডফিল্ডার: কাজেম শাহ, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা (জুনিয়র), মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, শমিত সোম। ফরোয়ার্ড: মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, আরমান ফয়সাল, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, রাকিব হোসেন।
মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনাকে হারানোর পর ব্যক্তিগত জীবনের কিছু মুহূর্ত সামনে এনেছেন রিয়ালের তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। প্রেমিকা ভার্জিনিয়া ফনচেস্কাকে নিয়ে মোনাকো ভ্রমণে গিয়েছিলেন ভিনি। সেখানে তারা ভালো সময় কাটিয়েছেন। যার বেশকিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন দুই জন। ভিনিসিয়ুস এবং ফনচেস্কা উভয়েই মোনাকোতে তাদের হোটেল রুমের একটি ছবি পোস্ট করেছেন, যা গোলাপের পাপড়ি এবং বেলুন দিয়ে সজ্জিত ছিল। ফনচেস্কার পোস্টের মাত্র কয়েক মিনিট পরে, ভিনিও তার ইনস্টাগ্রামে এটি শেয়ার করেছেন। এর আগে চলতি মাসের শুরু দিকে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন তৈরি হয়। কিন্তু এবার তারা নিজেই সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেছেন। এরপর থেকেই ফুটবল ভক্তদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে, ভিনিসিয়ুসের সঙ্গে সম্পর্কে জড়ানো কে এই তরুণী। জানা গেছে, ভিনিসিয়ুসের চেয়ে এক বছরের বড় ফনচেস্কার বয়স ২৫ বছর। ১৯৯৯ সালে আমেরিকাতে জন্মগ্রহণ করেন ভার্জিনিয়া ফনচেস্কা। তার মা ব্রাজিলিয়ান ও বাবা পর্তুগিজ। তার ক্যারিয়ার শুরু হয়েছিল লাইফস্টাইল এবং বিউটি ভিডিও দিয়ে। তারপর প্রসাধনী ব্যবসা এবং কন্টেন্ট তৈরিতেও মনোযোগী হন। বর্তমানে ব্রাজিলের সোশ্যাল মিডিয়ায় প্রভাবশালীদের মধ্যে একজন তিনি। যার ইনস্টাগ্রাম এবং ইউটিউবে ৪৫ মিলিয়ন ডলারেরও বেশি ফলোয়ার রয়েছে। ভিনি সঙ্গে সম্পর্ক শুরু করলেও, ২০২১ সালে গায়ক জে ফেলিপের সাথে বিয়ে করেন এবং ২০২৫ সালে বিবাহবিচ্ছেদ করেন ফনচেস্কা। তাদের একটি ৩ বছরের মেয়েও আছে। এখন ভিনিসিয়ুসের সঙ্গে সম্পর্ক কতদূর এগিয়ে নিতে পারেন এই মডেল সেটাই দেখার বিষয়টি।
আগামী মার্চে এশিয়ান কাপ হবে অস্ট্রেলিয়ায়। সেই বড় মঞ্চের প্রস্তুতির অংশ হিসেবেই বাংলাদেশ দলের জন্য এই প্রীতি ম্যাচের ব্যবস্থা করেছে বাফুফে। থাইল্যান্ডের বিপক্ষে ২৪ ও ২৭ অক্টোবর ব্যাংককে ম্যাচটি দুটি খেলবে বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টায় ২৩ ফুটবলার নিয়ে থাইল্যান্ড যাচ্ছেন পিটার বাটলার। থাইল্যান্ড সফরের জন্য পিটার বাটলার ৪৩ জনকে ডেকেছিলেন। সেখান থেকে ২৩ জনের দল তৈরি করেছেন থাইল্যান্ডের বিপক্ষে এই দুই ম্যাচের জন্য। ভুটানের লিগে অংশ নেওয়া ঋতুপর্ণা, মনিকা, মারিয়া, তহুরারাও যোগ দিয়েছেন। যে ২৩ ফুটবলার নিয়ে মিয়ারমার গিয়ে ইতিহাস গড়েছিলেন পিটার বাটলার সেই দলে পরিবর্তন মাত্র দুটি। ডিফেন্ডার নীলুফার ইয়াসমিন নীলা ও ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি বাদ পড়েছেন। দলে ঢুকেছেন ডিফেন্ডার রুমা আক্তার ও ফরোয়ার্ড সিনহা জাহান শিখা। থাইল্যান্ড সফরে বাংলাদেশ স্কোয়াড গোলরক্ষক: রূপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রাণী মণ্ডল। ডিফেন্ডার: নবীরন খাতুন, আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, রুমা আক্তার, শামসুন্নাহার (সিনিয়র), হালিমা আক্তার, জয়নব বিবি রিতা, শিউলি আজিম। মিডফিল্ডার: মারিয়া মান্দা, মনিকা চাকমা, মুনকি আক্তার, স্বপ্না রানী। ফরোয়ার্ড: উমেহলা মারমা, শাহেদা আক্তার রিপা, সুলতানা, সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার (জুনিয়র), ঋতুপর্ণা চাকমা, সিনহা জাহান শিখা।
হংকংয়ের বিপক্ষে ঘরের মাঠে হারের পর তাদের মাটিকে ড্র করেছিল হামজারা। তারপরও ফিফা থেকে সুখবর পেয়েছে বাংলাদেশ দল। ফিফার হালনাগাদ তালিকায় এক ধাপ এগিয়ে ১৮৩তম স্থানে উঠে এসেছে। এর আগে সেপ্টেম্বরের উইন্ডো শেষে প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে ১৮৪তম অবস্থানে ছিল বাংলাদেশ। এক মাস পর অক্টোবরের আপডেটে উন্নতি ঘটল তাদের অবস্থানে। আগামী মাসে বাংলাদেশের সামনে আরও উন্নতির সুযোগ রয়েছে। ফিফা উইন্ডোর সর্বশেষ ম্যাচে ১৮ নভেম্বর ঢাকায় মুখোমুখি হবে প্রতিবেশী ভারত। বাফুফে চেষ্টা করছে তার আগেই আরেকটি প্রীতি ম্যাচ আয়োজনের। এই দুই ম্যাচে ইতিবাচক ফল পেলে র্যাঙ্কিংয়ে আরও উন্নতি সম্ভব বলে আশাবাদী কোচিং স্টাফ। এদিকে, ফিফার হালনাগাদ র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। এক ধাপ উপরে উঠে দ্বিতীয় স্থানে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, আর এক ধাপ নেমে তৃতীয় হয়েছে ফ্রান্স। এশিয়ায় শীর্ষে জাপান (১৯তম), ভারত দুই ধাপ নেমে ১৩৬তম, আর হংকং বাংলাদেশের বিপক্ষে ড্র করেও নেমে গেছে ১৪৬তম স্থানে। একই গ্রুপের সিঙ্গাপুর অবশ্য ভারতকে হারিয়ে তিন ধাপ উপরে উঠে ১৫৫তম অবস্থানে।
কয়েকদিন আগে জাপানের কাছে প্রথমবারের মতো পরাজিত হয়েছে ব্রাজিল। তবে বিশ্বকাপের আগে নিজেরদের ঝালিয়ে নিতে আগামী মাসে আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। নভেম্বর উইন্ডোতে দুই আফ্রিকান দেশের বিপক্ষে খেলবে ব্রাজিল। ইতোমধ্যে এই দুই ম্যাচের প্রতিপক্ষ, ভেন্যু ও সূচি চূড়ান্ত করে ফেলেছে ব্রাজিল। আগামী ১৫ নভেম্বর সেনেগাল এবং ১৮ নভেম্বর তাদের প্রতিপক্ষ তিউনিসিয়া। এই দুই দেশই আফ্রিকা মহাদেশের বাছাই থেকে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। সিবিএফ জানিয়েছে, ১৫ নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে খেলবে ব্রাজিল। এর তিনদিন পর ফ্রান্সের লিলে ডেকাথলন স্টেডিয়ামে কার্লো আনচেলত্তির দল লড়বে তিউনিসিয়ার সঙ্গে। মূলত, আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আফ্রিকান দলের বিপক্ষে খেলোয়াড়দের মূল্যবান অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে এই সূচি সাজানো হয়েছে।
ফোর্বস সাময়িকী প্রকাশিত বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলারদের মধ্যে শীর্ষে আছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এই বছরে ২৮ কোটি ইউরো আয় করেছেন তিনি। এই তালিকায় দুই নম্বরে আছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আর প্রথমবারের মতো সেরা দশে ঢুকেছেন স্পেনের তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। গত মে মাসে প্রকাশিত সবচেয়ে বেশি আয় করা অ্যাথলেটদের তালিকায়ও তৃতীয়বারের মতো শীর্ষে জায়গা করে নেন সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী মেসির আয় বছরে ১৩ কোটি ইউরো। ইন্টার মায়ামির ৩৮ বছর বয়সী ফরোয়ার্ডের আয়ের বেশিরভাগই মাঠের বাইরের চুক্তি থেকে আসে। অ্যাডিডাস, লেইস, মাস্টারকার্ডের মতো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি আছে মেসির। গত বছর একটি স্পোর্টস ড্রিংকও এনেছেন আর্জেন্টাইন মহাতারকা। সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে যোগ দেওয়া ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা ১০.৪ কোটি ইউরো আয় নিয়ে আছেন তিনে। সেরা পাঁচে থাকা অন্য দুই জন হলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে (৯.৫ কোটি ইউরো) ও ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার আর্লিং হালান্ড (৮ কোটি ইউরো)। ছয়ে আছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র (৬ কোটি ইউরো), সাতে লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ (৫.৫ কোটি ইউরো)। আট নম্বরে আল নাস্রের সেনেগালিজ তারকা সাদিও মানে (৫.৪ কোটি ইউরো), নয়ে রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম (৪.৪ কোটি ইউরো)। এই তালিকায় চমক ইয়ামালের উপস্থিতি। দুর্দান্ত উত্থানে ফুটবল বিশ্বকে নাড়িয়ে দেওয়া স্প্যানিশ ফরোয়ার্ড ৪.৩ কোটি ইউরো আয়ে আছেন দশম স্থানে। ফোবর্স বলছে, বিস্ট বাই ড্রে, অ্যাডিডাস, কোনামি এবং পাওয়ারএডের মতো প্রতিষ্ঠানের সঙ্গেও চুক্তি আছে তার।
তৃণমূল ফুটবলে কাজের স্বীকৃতি স্বরূপ এএফসি থেকে প্রেসিডেন্টস রিকগনিশন গ্রাসরুট অ্যাওয়ার্ড (ব্রোঞ্জ) পেয়েছে বাফুফে। এই ক্যাটাগরিতে নর্দার্ন মারিয়ানা ও ভিয়েতনামও মনোনীত ছিল, তবে বাংলাদেশকে বেছে নিয়েছে এএফসি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সৌদি আরবের রিয়াদে এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠান আয়োজন করেছিল। বাফুফে এএফসি অ্যাওয়ার্ডে দুটি ক্যাটাগরিতে মনোনীত হয়েছিল। একটি ছিল মেম্বার অ্যাসোসিয়েশনের রুবি ক্যাটাগরি আরেকটি গ্রাসরুট ফুটবল ব্রোঞ্জ। ব্রোঞ্জ, সিলভার ও গোল্ড তিন ক্যাটাগরির মধ্যে ব্রোঞ্জ দিয়ে পুরস্কার শুরু হয়। শুরুতে বাংলাদেশের নাম ডিসপ্লে হয়। এএফসি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের জন্য সৌদি আরবে অবস্থান করছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তবে এএফসি গ্রাসরুট অ্যাওয়ার্ড অবশ্য সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার মঞ্চে উঠে গ্রহণ করে। ২০১৫ সালে বাফুফে এএফসি অ্যাসপায়ায় মেম্বার অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছিল। দশ বছর পর বাফুফে আবার এএফসি অ্যাওয়ার্ডে কোনো সম্মাননা পেল। এবারই প্রথম দুটো ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল বাফুফে। বিশেষ করে গ্রাসরুটে প্রথমবার মনোনয়ন পেয়েই পুরস্কার পাওয়ায় চমক সৃষ্টি করেছে বাংলাদেশ। বাফুফের নতুন কমিটি তৃণমূল ফুটবলে অনেক জোর দিয়েছে। বিশেষ করে যশোর শামসুল হুদা ফুটবল অ্যাকাডেমিতে সাতশ খুদে ফুটবলারের সমবেত করেছিল। সেই অনুষ্ঠানের ভিডিও পুরস্কার প্রদানের সময় ডিসপ্লে হয়েছে। বাফুফের সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী একাডেমি ও তৃণমূল ফুটবল নিয়ে বিশেষভাবে কাজ করছেন। সাফ, এএফসির টুর্নামেন্ট ছাড়াও বয়সভিত্তিক পর্যায়ে আমন্ত্রণমূলক টুর্নামেন্টও খেলছে বাংলাদেশ। এই কাজের স্বীকৃতিই পেয়েছে বাফুফে।
সৌদি আরবে আগামী ১৪-২১ অক্টোবর অনুষ্ঠিত হবে ফিফা মেম্বারস অ্যাসোসিয়েশন ২০২৬ প্ল্যানিং মিটিং ও এশিয়ান ফুটবল কনফেডারশন (এএফসি) ২০২৫ অ্যাওয়ার্ড নাইট। যেখানে অংশগ্রহণ করার কথা রয়েছে সাফ সভাপতি কাজী সালাহউদ্দিন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সদস্য কিরণের। এ জন্য তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (১৩ অক্টোবর) মন্ত্রণালয়ের বহিরাগমন-১ শাখার উপসচিব আরিফুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ কথা জানানো হয়। এ প্রসঙ্গে মাহফুজা আক্তার কিরণ বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য চিঠি দিয়েছে, সেটা আমি এখনও হাতে পাইনি। দুর্নীতির অভিযোগ থাকার পরও কীভাবে বিদেশ ভ্রমণের অনুমতি পাচ্ছেন-এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, এ ব্যাপারে আমি কিছু জানিনা। এছাড়াও সালাহউদ্দিনের থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ক্রীড়াঙ্গনে ফ্যাসিস্টের দুই দোসরের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন পালিয়ে গেলেও রয়ে গেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সভাপতি কাজী সালাহউদ্দিন। গত বছরের ৫ আগস্টের পর সালাহউদ্দিন দেশ ছেড়ে যাবার নানা উপায় খুঁজছিলেন, কিন্তু হালে পানি পাননি। তার বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যাচেষ্টা মামলা দায়ের হওয়ার পর বৈধভাবে বাংলাদেশের সীমান্ত পেরুনো সালাহউদ্দিনের জন্য নিষিদ্ধ হয়ে যায়। সেই নিষেধাজ্ঞা কাটানোর নতুন ফন্দি এঁটেছেন ফ্যাসিস্টের এই দোসর। মৃত প্রায় সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি পদকে ব্যবহার করে দেশ ছাড়তে চাচ্ছেন কাজী সালাহউদ্দিন। সে জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সালাহউদ্দিন ও তার সহযোগী বাফুফের সদস্য মাহফুজা আক্তার কিরণের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। যেখানে বিশেষ ভূমিকা পালন করেছে বাফুফে। জানা গেছে, বাফুফের বর্তমান সভাপতি তাবিথ আউয়াল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির কাছে কাজী সালাহউদ্দিনের বিদেশ ভ্রমনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য চিঠি দেন গত ১৬ সেপ্টেম্বর। সালাহউদ্দিন ও বাংলাদেশ যুবলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা মাহফুজা আক্তার কিরণের বিদেশ ভ্রমনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য নাসিমুল গনির কাছে পৃথক আরেকটি চিঠি (সূত্র- ২৮১৬/বাফুফে-বিবিধ/২০২৫) দিয়েছেন তাবিথ আউয়াল। সালাহউদ্দিন ও কিরণের বিদেশ ভ্রমনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য তাবিথ আউয়ালের চিঠি পেয়ে নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চিঠি দুটি কয়েকটি টেবিল ঘুরে অনেক উপরে উঠে এসেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) মতামত চেয়ে চিঠি দেওয়া হয়েছিল। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দুদক থেকে জানানো হয়েছিল কাজী সালাহউদ্দিনের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের ব্যপারে অনুসন্ধান চলছে। এসবি প্রধান পুলিশের অতিরিক্ত আইজিপি গোলাম রসুল হোয়াটসঅ্যাপ বার্তায় যুগান্তরকে জানান, ‘কাজী সালাহউদ্দিনের বিদেশ ভ্রমনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে আবেদন করা হয়েছে, তার প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসবি’র মতামত চেয়ে চিঠি দিয়েছে। এসবি থেকে এ ব্যাপারে এখনো প্রতি উত্তর দেওয়া হয়নি।’ তারপরেও সালাহউদ্দিন ও কিরনের বিদেশ সফরের নিষেধাজ্ঞা প্রত্যাহার বিস্ময়ের সৃষ্টি করেছে।
বাংলাদেশ দলের অধিনায়ক হয়েও শুরুর একাদশে জায়গা পান না জামাল ভূঁইয়া। তবে হংকং ম্যাচের আগে একাদশ তৈরি নিয়ে মুখ খুলেছেন জামাল। তার মতে, একাদশে গঠনে তার মতামত থাকলেও পুরোটাই সামলায় কোচ। সোমবার (১৩ অক্টোবর) সংবাদ সম্মেলনে এসে জামাল জানিয়েছেন, দলের সবাই খেলতে চায়। মাঠে খেলার জন্য নিজেও কোচদের কাছে মতামত দেন। জামালের ভাষ্য, কে খেলবে, কে খেলবে না—এটা কোচদের সিদ্ধান্ত। স্কোয়াডে ২৩ জন খেলোয়াড় আছে, সবাই খেলতে চায়। দিন শেষে সিদ্ধান্ত তাদেরই। এছাড়া দল গঠনে অবশ্যই আমার আলাদা মতামত আছে, তবে সেটা আমি আপনার সঙ্গে ভাগ করবো না—তবে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ম্যাচে কাই তাক স্পোর্টস পার্ক স্টেডিয়ামের আসন সংখ্যার ৫০ হাজার টিকিট বিক্রির শেষ পর্যায়ে। স্বাগতিক দর্শকদের চাপ থাকবে তাতে সন্দেহ নেই। কিন্তু সেই চাপ আমলে নিচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, সবসময় ভালো লাগে যখন দর্শকরা আমাদের উৎসাহ দেয়। আমি জানি আগামীকাল টিকিট বিক্রি শেষ হয়ে যাবে, তবে কিছু দর্শক বাংলাদেশ থেকেও থাকবে, আমরা সেটা খুবই প্রশংসা করি। ম্যাচ শুরুর আগে দর্শকদের উপস্থিতি অনুভব করা যায়। ‘কিন্তু খেলা চলাকালীন আপনি সেটা তেমন অনুভব করেন না, কারণ তখন অ্যাড্রেনালিন এত বেশি থাকে যে আপনি পুরোপুরি খেলায় মনোযোগী থাকেন। তবে ম্যাচ শেষে চারপাশে তাকালে অনেক মানুষ দেখতে পাবেন। এটা অবশ্যই খুব ভালো লাগে, বিশেষ করে আমাদের মতো খেলোয়াড়দের জন্য যারা এই ম্যাচ খেলবে।’ হংকংয়ের কন্ডিশন নিয়ে বাংলাদেশ অধিনায়ক, আমাদের কাজ হলো আগামীকাল তিন পয়েন্ট অর্জন করা। আমার মনে হয় না খুব ঠান্ডা থাকবে—হয়তো ২১ বা ২২ ডিগ্রি সেলসিয়াস। এই আবহাওয়া খেলোয়াড়দের জন্য একদম উপযুক্ত। আর হংকং তো তাদের দলের জন্য সেরা সুযোগ-সুবিধা দিতে চাইবে, আমরাও তার সুফল পাবো। আমরা সাধারণত অনেক বেশি গরমে খেলি, তবে আমরা এই আবহাওয়ায় মানিয়ে নিতে পারব।
ইনজুরির সঙ্গে লড়াই করলেও বান্ধবী নিকি নিকোলের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন বার্সেলোনার তরুণ ফুটবলার লামিন ইয়ামাল। তাদের বেশকয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এবার অনুশীলন শেষে ইয়ামালকে বাড়ি নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। কুঁচকির ইনজুরি থেকে সেরে ওঠার পর আবারও দলের সঙ্গে অনুশীলন করেছে ইয়ামাল। সোমবার (১৩ অক্টোবর) বার্সেলোনায় অনুশীলন শেষ হতেই তাকে রিসিভ করতে গাড়ি নিয়ে হাজির হন নিকি। এরপর লামিলকে গাড়ি তুলে নিয়ে নিজেই ড্রাইভ করে তাকে বাড়ি নিয়ে যান এই আর্জেন্টাইন সংগীতশিল্পী। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভাইরাল হয়েছে। এদিকে ট্রিবিউনাডটকম জানিয়েছে, নিজেকে ফিরে পেতে এদিন পুরো সকাল সিউটাত এস্পোর্তিভায় কাটিয়েছেন ইয়ামাল। ফিটনেস এবং প্রত্যাবর্তনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। প্রশিক্ষণের পর, ইয়ামালকে তার তারকা বান্ধবী নিকি নিকোল তুলে নেন। ইয়ামালের পুরোনো কুঁচকির সমস্যা সেপ্টেম্বরে স্পেন জাতীয় দলের হয়ে খেলার সময় ফের মাথাচাড়া দেয়। এরপর লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের বেশ কয়েকটি ম্যাচে বাইরে থাকতে হয় তাকে। আংশিক সেরে ওঠার পর পিএসজির বিপক্ষে পুরো ৯০ মিনিট খেললেও ম্যাচ শেষে খোঁড়াতে দেখা যায় তাকে। পরে জানা যায়, তার ইনজুরি আরও বেড়েছে। মৌসুমের প্রথম এল ক্লাসিকোর আগে তাকে ফিরে পেতে চায় বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৮ অক্টোবর।
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচে আগামী ১১ অক্টোবর আজারবাইজান ও ১৪ অক্টোবর আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। এই দুই ম্যাচকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে ফ্রান্স। চ্যাম্পিয়নস লিগে গ্যালাতাসারাইয়ের বিপক্ষে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেও ২৩ সদস্যের দলে রাখা হয়েছে একিটিকেকে। সেপ্টেম্বরের বাছাইপর্বে ইউক্রেইনের বিপক্ষে জাতীয় দলে অভিষেক হয় তার। এরপর আইসল্যান্ডের বিপক্ষেও খেলেছেন এই ফরোয়ার্ড। এ ছাড়াও ফ্রান্স দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ক্রিস্টাল প্যালেসের ফর্মে থাকা স্ট্রাইকার জিন-ফিলিপ মাতেতা। ফ্রান্সের আক্রমণভাগে আছেন রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপ্পে, পিএসজির ব্রাডলি বারকোলা ও কিংসলে কোমান। তবে ইনজুরির কারণে বাদ পড়েছেন উসমান দেম্বেলে। বিশ্বকাপ বাছাইয়ে ফ্রান্সের স্কোয়াড গোলরক্ষক: লুকাস শেভালিয়ার (পিএসজি), মাইক ম্যাগনান (এসি মিলান), ব্রাইস সাম্বা (রেনেস)। ডিফেন্ডার: লুকাস ডিগনে (অ্যাস্টন ভিলা), মালো গুস্তো (চেলসি), ইব্রাহিমা কোনাতে (লিভারপুল), জুলস কুন্দে (বার্সেলোনা), এল. হার্নান্দেজ (পিএসজি), টি. হার্নান্দেজ (আল-হিলাল), উইলিয়াম সালিবা (আর্সেনাল), ডেওট উপমেকানো (বায়ার্ন মিউনিখ)। মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা (রিয়াল মাদ্রিদ), মানু কোনে (রোমা), মাইকেল ওলিসে (বায়ার্ন মিউনিখ), আদ্রিয়েন রাবিওট (মিলান), খেফ্রেন থুরাম (জুভেন্টাস)। ফরোয়ার্ড: ম্যাগনেস আকলিউচে (মোনাকো), ব্র্যাডলি বারকোলা (পিএসজি), কিংসলে কোমান (আল-নাসর), হুগো একিতিকে (লিভারপুল), জিন-ফিলিপ মাতেতা (ক্রিস্টাল প্যালেস), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ) এবং ক্রিস্টোফার এনকুনকু (মিলান)।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ আসর। ইতোমধ্যে এই আসরকে সামনে রেখে শুরু হয়েছে উন্মাদনা। এবার অফিসিয়াল ম্যাচ বল উন্মোচন করেছে অ্যাডিডাস। বলটির নাম রাখা হয়েছে ‘ট্রাইওন্ডা’ (TRIONDA)। বৃহস্পতিবার (২ অক্টোবর) ফিফা ওয়েবসাইটের এক বিবৃতিতে জানানো হয়েছে, উজ্জ্বল লাল, সবুজ ও নীল রঙে সাজানো এই বল তিন আয়োজক দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে শ্রদ্ধা জানায়। ‘ট্রাইওন্ডা’ শব্দটি স্প্যানিশ থেকে এসেছে, যার অর্থ ‘তিনটি তরঙ্গ’। ইতিহাসে প্রথমবারের মতো তিনটি দেশ একসঙ্গে ফিফা বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে, আর সেই ঐক্যের প্রতীক হিসেবেই নামকরণ করা হয়েছে এই বলের। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল এসে গেছে এবং এটি অসাধারণ! আমি ট্রিওন্ডা উপস্থাপন করতে পেরে খুশি ও গর্বিত। অ্যাডিডাস আরেকটি আইকনিক ফিফা বিশ্বকাপ বল তৈরি করেছে, যার নকশা আগামী বছরের আয়োজক দেশগুলো কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ঐক্য এবং আবেগকে প্রতিফলিত করছে। তিনি আরও বলেন, আমি অপেক্ষা করতে পারছি না এই সুন্দর বলটিকে জালে ঢুকতে দেখার জন্য। সর্বকালের সেরা ফিফা বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়েছে। বলটির ডিজাইনে বিশেষ চার-প্যানেলের গঠন ব্যবহার করা হয়েছে। এটি বলের উড়ন্ত গতিপথকে স্থিতিশীল রাখে। পাশাপাশি খোদাই করা আইকন ভেজা বা আর্দ্র অবস্থায় কিক ও ড্রিবলিংয়ের সময় বাড়তি গ্রিপ দেয়। কানাডার প্রতীক ম্যাপল পাতা, মেক্সিকোর ঈগল এবং যুক্তরাষ্ট্রের তারকা এতে ফুটিয়ে তোলা হয়েছে। এ ছাড়া সোনালি অলংকরণ বিশ্বকাপ ট্রফির প্রতি শ্রদ্ধা জানায়। আধুনিক প্রযুক্তির ব্যবহারেও বলটি ব্যতিক্রমী। এতে থাকা ৫০০ হার্জ মুভমেন্ট সেন্সর চিপ বলের প্রতিটি গতিবিধির তথ্য রিয়েল টাইমে ভিএআর (ভিএআর) সিস্টেমে পাঠাবে, যা অফসাইডসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে রেফারিদের সহায়তা করবে।
আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে চলতি মাসে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। আর এই দুই ম্যাচকে সামনে রেখে বুধবার (১ অক্টোবর) রিও ডি জেনেইরোতে দল ঘোষণা করেছে কার্লো আনচেলত্তি। যেখানে ভিনিসিয়ুস-রদ্রিগোরা ফিরলেও এবারও জায়গা পাননি নেইমার জুনিয়র। ব্রাজিলের পরবর্তী বিশ্বকাপে নেইমারের উপস্থিতিতে ভালো পারফরম্যান্স করা নিয়ে সাবেক ফুটবলাররা এখনও আশার বীজ বুনছেন। তবে বাস্তবতা তার ঠিক বিপরীত। ২০২৩ সালের অক্টোবরে জাতীয় দল থেকে ইনজুরির কারণে ছিটকে পড়ার পর তিনি আর ফিরতে পারেননি। মাঝে ক্লাব বদল করে মাঠে নামা হলেও, জাতীয় দলের স্কোয়াড ঘোষণার সময়ই তাকে আটকে ধরে চোট। এবারও বাঁ পায়ের ঊরুতে ইনজুরি থাকায় তাকে দলে রাখেননি সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি। নেইমার ছাড়াও স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ গোলরক্ষক অ্যালিসন বেকার, রাফায়েল রাফিনিয়া ও মার্কিনিয়োসের। সম্প্রতি লিভারপুলের ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে তিনি চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন। এ ছাড়া হ্যামস্ট্রিংয়ের চোটে প্রায় তিন সপ্তাহ রাফিনিয়াকে বাইরে থাকতে হতে পারে বলে গত শুক্রবার জানিয়েছে তার ক্লাব বার্সেলোনা। পিএসজির হয়ে খেলা ডিফেন্ডার মার্কিনিয়োসও চোটের কারণে খেলার বাইরে আছেন। এ ছাড়া আনচেলত্তির প্রথম দুবার ঘোষিত স্কোয়াড থেকে আন্দ্রে সান্তোস এবং আলেসান্দ্রো রিবেইরো বাদ পড়েছেন। আগামী ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়া এবং ১৪ অক্টোবর টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল। প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড গোলরক্ষক : এডারসন, বেন্তো, হুগো সোসা। ডিফেন্ডার : কাইয়ো হেনরিক, কার্লোস আগুস্তো, ডগলাস সান্তোস, এডার মিলিটাও, ফ্যাব্রিসিও ব্রুনো, গাব্রিয়েল মাগালায়েস, বেরাল্দো, ভ্যান্ডারসন ও ওয়েসলি। মিডফিল্ডার : আন্দ্রে, ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, জোয়েলিন্টন, জোয়াও গোমেস ও লুকাস পাকেতা। ফরোয়ার্ড : এস্তেভাও উইলিয়ান, গাব্রিয়েল মার্টিনেল্লি, ইগোর জেসুস, লুইস হেনরিক, মাথিউস কুনহা, রিসার্লিসন, রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়র।
চ্যাম্পিয়নস লিগে গত মৌসুমে দুর্দান্ত ফুটবল খেলে নিজেদের প্রথম শিরোপা ঘরে তুলেছিল পিএসজি। সেই ধারাবাহিকতা ধরে রেখে নতুন মৌসুম শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচেই জয় তুলে নিয়েছে তারা। তৃতীয় ম্যাচে বার্সেলোনার মাটিতে জয় উদযাপন করেছে ফরাসি জায়ান্টরা। বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে পিএসজির কাছে ২-১ ব্যবধানে হেরেছে বার্সেলোনা। প্রথমে তোরেস বার্সেলোনাকে এগিয়ে দেয়ার পর প্রথমার্ধেই সমতায় ফেরে পিএসজি। আর নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল করে ফরাসি ক্লাবটিকে জয় এনে দেন পর্তুগিজ স্ট্রাইকার রামোস। এদিন ম্যাচে দ্বাদশ মিনিটে প্রথম সুযোগ পায় পিএসজি। কর্নারে হেড লক্ষ্যে রাখতে পারেননি ইল্লা জাবারনি। দুই মিনিট পর এই সেন্টার ব্যাকই বাঁচান দলকে। লামিনে ইয়ামালের দুর্দান্ত পাসে প্রথম ছোঁয়ায় গোলরক্ষককে কাটান তরেস। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় জোরে শট নিতে পারেননি এই স্প্যানিশ ফরোয়ার্ড। গোললাইন থেকে ফেরান জাবারনি। ১৯তম মিনিটে আর ব্যর্থ হননি তরেস। ইয়ামালের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডি বক্সে ক্রস করেন মার্কাস র্যাশফোর্ড। চমৎকার স্লাইডে জাল খুঁজে নেন তরেস। ৩০তম মিনিটে আশরাফ হাকিমির চমৎকার ফ্রি কিক ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন ভয়চেখ স্ট্যান্সনি। আট মিনিট পর আর তিনি পারেননি। নুনো মেন্দেসের চমৎকার পাস পেয়ে ডি বক্সের ভেতর থেকে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন মায়ুলু। এতে ১-১ সমতায় থেকে বিরতিতে যায় দুই দল। ৫৩তম মিনিটে মেন্দেসের কাছ থেকে বল পেয়ে শট নেন ইব্রাহিম বাইয়ে। অনায়াসে ফেরান বার্সেলোনা গোলরক্ষক স্ট্যান্সনি। পরের মিনিটে ব্রাডলি বারকোলার শটও একইভাবে ফেরান তিনি। ৬৫তম মিনিটে কয়েক সেকেন্ডের ব্যবধানে বার্সেলোনার দুটি শট গোলমুখ থেকে ফিরিয়ে দেন পিএসজির দুই ডিফেন্ডার। পরের মিনিটে র্যাশফোর্ডের ফ্রি কিক পাঞ্চ করে ফেরান পিএসজি গোলরক্ষক, ফিরতি বলে শট লক্ষ্যে রাখতে পারেননি ইয়ামাল। ৮৩তম মিনিটে একটুর জন্য জালের দেখা পাননি পিএসজির লি ক্যাং-ইন। তার বাঁকানো শট ব্যর্থ হয় দূরের পোস্টে লেগে! তিন মিনিট পর কর্নার থেকে অরক্ষিত মেন্দেস হেড করেন স্ট্যান্সনি বরাবর। নষ্ট হয় পিএসজির আরেকটি ভালো সুযোগ। একের পর এক আক্রমণে বার্সেলোনাকে চেপে ধরা পিএসজি এগিয়ে যায় ৯০তম মিনিটে। হাকিমির ক্রস ঠাণ্ডা মাথার শটে জাল খুঁজে নেন রামোস। এতে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। এই জয়ে তিনে উঠে এলো পিএসজি। আর ১৬ নম্বরে নেমে গেছে বার্সেলোনা। তাদের সমান ৩ পয়েন্ট মোট ১৩টি দলের।
২০২৬ ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। এই আসরকে সামনে রেখে তিনটি মাসকট উন্মোচন করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তিন আয়োজক দেশের প্রতীককে সামনে রেখে তৈরি করা হয়েছে মাসকটগুলো। ফিফার ঘোষণা অনুযায়ী, কানাডার মাসকটের নাম ‘মেপল’, মেক্সিকোর ‘ফ্রিডম’ আর যুক্তরাষ্ট্রের ‘ক্লাচ’। এ তিন চরিত্রকে তৈরি করা হয়েছে বৈচিত্র্য, ঐক্য ও সুন্দর খেলার প্রতি ভালোবাসার প্রতীক হিসেবে। এ বিষয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, মেপল, ফ্রিডম আর ক্লাচ আনন্দ, শক্তি আর একসঙ্গে থাকার মানসিকতায় ভরপুর। ঠিক যেমনটা দেখা যায় বিশ্বকাপে। শিশুদের জার্সি থেকে শুরু করে ভিডিও গেমস—সব জায়গায় এগুলো লাখো মানুষকে একসঙ্গে নিয়ে আসবে। প্রতিটি মাসকটেরই রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও গল্প। ‘ক্লাচ’ হলো যুক্তরাষ্ট্রের প্রতীক সাদা-মাথাওয়ালা ঈগল। দুঃসাহসিক অভিযানে উড়তে উড়তে সে দেশজুড়ে সংস্কৃতি, খেলা ও আনন্দকে আলিঙ্গন করে। মেপল হলো এক মুজ বা কানাডিয়ান হরিণ, যে দেশজুড়ে ভ্রমণ করে মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। সংগীতপ্রেমী ও স্ট্রিট কালচারে অভ্যস্ত মেপল একজন শিল্পী, আবার গোলরক্ষক হিসেবেও সে কিংবদন্তি। তার গোল সেভ করার দক্ষতাই তার আসল পরিচয়। ‘ফ্রিডম’ এসেছে মেক্সিকোর দক্ষিণাঞ্চলের বন থেকে। সে একটি জাগুয়ার, যা ঐতিহ্য, শক্তি ও প্রাণবন্ততার প্রতীক। মাঠে সে রূপ নেয় দুর্দান্ত এক স্ট্রাইকারে, যার গতি ও সৃজনশীলতা প্রতিপক্ষ রক্ষণের জন্য হুমকি। সামাজিকতা ও খেলাধুলার প্রতি উন্মাদনায় ভরপুর ক্লাচ একজন আদর্শ মিডফিল্ডারের মতো—যেখানেই যায়, মানুষকে একত্রিত করে। ফিফার ভাষ্য অনুযায়ী, এই তিন মাসকট কেবল চরিত্র নয়, বরং আয়োজনের আত্মা। ২০২৬ সালের বিশ্বকাপকে ঘিরে এই প্রাণবন্ত প্রতীকগুলোই ছড়িয়ে দেবে ঐক্য আর উদযাপনের আবহ।
লা লিগায় নিজেদের ষষ্ঠ ম্যাচে রিয়াল ওবেইদোর বিপক্ষে ৩-১ গোলে জিতেছে বার্সেলোনা। আলবের্তো রেইনার দর্শনীয় গোলে পিছিয়ে পড়ার পর, এরিক গার্সিয়ার গোলে সমতায় ফেরে বার্সেলোনা। বদলি নেমে রবের্ত লেভানদোভস্কি দলকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে জালের দেখা পান রোনাল্দ আরাউহো। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে প্রতিপক্ষের মাঠে এদিন শুরু থেকে বল দখলে রেখে শুরু করে কাতালানরা। দশম মিনিটে রাফিনিয়ার পাসে মার্কাস র্যাশফোর্ডের ভলি দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন ওবেইদো গোলরক্ষক। ২২তম মিনিটে বক্সের বাইরে থেকে র্যাশফোর্ডের আরেকটি শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন তিনি। ৩৩ মিনিটে বার্সেলোনা গোলরক্ষক হোয়ান গার্সিয়ার চরম ভুল আর রেইনার দুর্দান্ত গোলে এগিয়ে যায় ওবেইদো। বক্সের অনেকটা বাইরে এসে ক্লিয়ারের চেষ্টায় বল নিয়ন্ত্রণে নিয়ে এক সতীর্থকে পাস দিতে গিয়ে প্রতিপক্ষের পায়ে তুলে দেন গার্সিয়া। প্রায় ৪০ গজ দূর থেকে উঁচু শটে বল জালে পাঠান স্প্যানিশ মিডফিল্ডার রেইনা। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে সমতায় ফেরে বার্সেলোনা। ৫৬তম মিনিটে আরাউহোর পাসে কাছের পোস্টে প্রতিপক্ষ ডিফেন্ডারের বাধায় ঠিকমতো শট নিতে পারেননি ফেররান তরেস। গড়িয়ে যাওয়া বল দূরের পোস্টে পা ছুঁয়ে জালে পাঠান ডিফেন্ডার এরিক গার্সিয়া। ৬৫তম মিনিটে রাফিনিয়াকে তুলে লেভানদোভস্কিকে মাঠে নামান বার্সেলোনা কোচ। ফলও মিলে যায় দ্রুত। ৭০তম মিনিটে ডান দিক থেকে ফ্রেংকি ডি ইয়ংয়ের ক্রসে কাছের পোস্টে চমৎকার হেডে দলকে এগিয়ে নেন ৩৭ বছর বয়সী পোলিশ স্ট্রাইকার। নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন আরাউহো। র্যাশফোর্ডের কর্নারে হেডে গোলটি করেন উরুগুয়ের এই ডিফেন্ডার। একটু পর দারুণ একটি সেভ করে দুই গোলের ব্যবধান ধরে রাখেন হোয়ান গার্সিয়া।
নতুন মৌসুম শুরু হলেও ভক্তদের মনে প্রশ্ন ছিল কবে হবে এবারের এল ক্লাসিকো। কারণক্লাব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় লড়াই রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার এল ক্লাসিকো। ইতোমধ্যে মৌসুমের প্রথম ক্লাসিকোর সূচি নিশ্চিত করেছে লা লিগা কতৃপক্ষ। আগামী ২৬ অক্টোবর লা লিগায় প্রথম লেগে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। মাদ্রিদের হোম গ্রাউন্ড সান্তিয়াগো বার্নাব্যুতে হবে স্পেনের দুই পরাশক্তির ম্যাচ। বাংলাদেশ সময় রাত সোয়া আটটায় শুরু হবে মাঠের লড়াই। বর্তমানে ছয় ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ১৩ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। বৃহস্পতিবার শিরোপাধারীরা খেলবে খেলবে রিয়াল ওবেইদোর মাঠে। গত মৌসুমে চার ক্লাসিকোতেই জিতেছিল বার্সেলোনা। দুই দলের লড়াইয়ের সুদীর্ঘ ইতিহাসে কেবল দ্বিতীয়বার কোনো মৌসুমে রিয়ালের বিপক্ষে চার ম্যাচ জেতে কাতালান ক্লাবটি। লা লিগায় ৪-০ গোলের বড় জয়ের পর হান্সি ফ্লিকের দল সুপারকাপের ফাইনালে রিয়ালকে হারায় ৫-২ গোলে। এ ছাড়াও কোপা দেল রের ফাইনালে ৩-২ এবং মৌসুমের শেষ ক্লাসিকোতেও ৪-৩ ব্যবধানে জেতে বার্সেলোনা। তবে এবার সেই হারের প্রতিশোধ নিতে চাইবে লস ব্লাঙ্কোসরা।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আগামী ৯ অক্টোবর ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। এই ম্যাচকে সামনে রেখে ২৮ সেপ্টেম্বর থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু করবে বাফুফে। এবার টিকিট বিক্রির দায়িত্ব পেয়েছে কুইকেট নামের প্রতিষ্ঠান। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে বাফুফে ভবনে সভা শেষে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। তিনি বলেন, সাতটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছিল। এর মধ্যে সর্বনিম্ন দর ও মানের বিবেচনায় কুইকেটকে টিকিটিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা এক সঙ্গে এক লাখ লগ ইন লোড নিতে পারবে। টিকিটিং কার্যক্রমে কোনও বিঘ্নিত হলে তারা বাফুফেকে জরিমানা হিসেবে ১০ লাখ টাকা প্রদান করবে। এমন শর্তেই তারা কাজ করতে রাজি হয়েছে। বাফুফে ফেসবুক পেজে নির্ধারিত সময়ের আগেই টিকিট সংগ্রহের নির্দেশনা থাকবে। এর আগে সিঙ্গাপুর ম্যাচে অনলাইন টিকিটে অনেক অব্যবস্থাপনা ছিল। এসব বিবেচনায় এবার ইভেন্ট পার্টনারকে সকল দায়িত্ব দিয়েছে বাফুফে। তাজওয়ার বলেন, আমরা গতবার থেকে শিক্ষা গ্রহণ করে এবার ইভেন্ট পার্টনারকে সকল দায়িত্ব দিয়েছি। তারাই সামগ্রিক দেখাশোনা করবে। তিনি বলেন, আমরা জাতীয় ক্রীড়া পরিষদ ,পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে দেখা করব। যেন ম্যাচটি নির্বিঘ্নে পরিচালনা করা যায়। বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট ম্যাচে যেমন সেনাবাহিনী সাপোর্ট ছিল, আমরাও হংকং ও ভারত ম্যাচে এমন সহায়তা চাই। এবার বাফুফে স্পন্সরের সঙ্গেও যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন তাজওয়ার। তার ভাষ্য, গতবার ভুল হয়েছে বলবো না। আগের ম্যাচ থেকে শিক্ষা নিয়ে এবার আমরা ফেডারেশন-ইভেন্ট পার্টনার ও স্পন্সর ত্রিপক্ষীয় চুক্তিতে যাচ্ছি। স্পন্সর যেই আসুক এর অংশ বাফুফে পাবে। কত শতাংশ সেটা প্রকাশ করছি না। আগের মতো এই ম্যাচেও একজন গ্রাহক সর্বোচ্চ পাঁচটি টিকিট সংগ্রহ করতে পারবে। গ্যালারি টিকিটের মূল্য আগের মতোই ৪০০ টাকা রয়েছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এক নজরে নিয়োগের বিস্তারিত প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫
দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা। যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০
পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদসংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম আবেদন প্রক্রিয়া আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদসংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: প্লাজা সেলস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১০০টি যোগ্যতা ও অভিজ্ঞতা প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই, তাই নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। অন্যান্য তথ্য চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: ন্যূনতম ২২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে আবেদন সংক্রান্ত তথ্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫।