রাজশাহী

কুরিয়ারের বস্তা খুলতেই চমক! ভিতরে মিলল ১৪ কেজি গাঁজা
কুরিয়ারের বস্তা খুলতেই চমক! ভিতরে মিলল ১৪ কেজি গাঁজা

লালমনিরহাট থেকে চীনাবাদাম বলে পাঠানো এক বস্তা পার্সেল খুলে মিলল ১৪ কেজি গাঁজা! ঘটনাটি ঘটেছে পাবনার ঈশ্বরদীতে।   শনিবার (১১ অক্টোবর) করতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে লালমনিরহাট থেকে ‘চীনাবাদাম’ লেখা একটি বস্তা পার্সেল পাঠানো হয় পাবনার ঈশ্বরদী শাখায়। প্রাপকের ঠিকানা দেওয়া ছিল করতোয়া কুরিয়ার সার্ভিসের ঈশ্বরদী অফিসেই।   রোববার (১২ অক্টোবর) রাত ১০টার দিকে ঈশ্বরদীর রেলওয়ে মালগুদাম সংলগ্ন করতোয়া কুরিয়ার সার্ভিসে পৌঁছায় পার্সেলটি। সন্দেহজনক মনে হওয়ায় বস্তাটি খোলা হলে দেখা যায়, ভেতরে চীনাবাদামের পরিবর্তে রয়েছে ১৪ কেজি গাঁজা!   খবর পেয়ে রাতেই র‌্যাব-১২, পাবনা ক্যাম্পের একটি দল কুরিয়ার অফিসে অভিযান চালিয়ে বস্তাভর্তি গাঁজাটি উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে দুলাল হোসেন (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার দুলাল হোসেন লালমনিরহাট সদর উপজেলার দূরাকুঠি গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।   র‌্যাব কর্মকর্তারা জানান, লালমনিরহাট থেকে এক মাদক ব্যবসায়ী চীনাবাদামের কথা বলে করতোয়া কুরিয়ারে বস্তাভর্তি গাঁজা পাঠান। পাবনার ঈশ্বরদী শাখা থেকে সেটি সংগ্রহ করার দায়িত্ব ছিল দুলাল হোসেনের।   বর্তমানে ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং মাদক চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে র‌্যাব।

অক্টোবর ১৩, ২০২৫ 0
বোনের বাড়ি বেড়াতে গিয়েই মর্মান্তিক পরিণতি কিশোরের!
বোনের বাড়ি বেড়াতে গিয়েই মর্মান্তিক পরিণতি কিশোরের!

রাজশাহীর চারঘাটে মায়ের ওপর অভিমান করে বখতিয়ার (১২) নামে এক স্কুলছাত্র ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার মোক্তারপুর মন্ডলপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।   বখতিয়ার মোক্তারপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে বখতিয়ার তার বড় বোন দিপ্তির বাড়িতে বেড়াতে যায়। এ বিষয়টি নিয়ে মা দিলারা বেগম তাকে বকাঝকা করেন। এতে অভিমান করে বখতিয়ার কিছু না বলেই মসজিদে মাগরিবের নামাজ পড়তে যায়।   নামাজ শেষে বাড়ি ফিরে নিজ ঘরে অবস্থান করছিল বখতিয়ার। পরে এশার নামাজ পড়তে ডাকতে গিয়ে তার বাবা শরিফুল ইসলাম ঘরের দরজা বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখতে পান, ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলছে বখতিয়ারের নিথর দেহ।   তৎক্ষণাৎ স্থানীয়দের সহায়তায় বখতিয়ারকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।   ছেলের মৃত্যুতে শোকে পাথর মা দিলারা বেগমসহ পরিবার। বোন দিপ্তি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘কে জানতো আমার বাড়িতে আসাটাই ভাইয়ের শেষ আসা হবে! মায়ের ওপর রাগ করে ভাইটা চিরতরে চলে গেল।’ বাবা শরিফুল ইসলাম বলেন, ‘কে জানতো মায়ের সামান্য বকুনি সহ্য করতে না পেরে আমার কলিজার টুকরো সবাইকে কাঁদিয়ে চলে যাবে।’   চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

অক্টোবর ১৩, ২০২৫ 0
সৈয়দ মারুফ বুখারী। ছবি: সংগৃহীত
পূজার ছুটিতে বাড়িতে যাওয়া কাল হলো মারুফের

পাবনায় পূজার ছুটিতে বাড়ি গিয়ে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।   বুধবার (১ অক্টোবর) ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামে এ ঘটনা ঘটে।     নিহতের নাম সৈয়দ মারুফ বুখারী (২৪)। তিনি ওই গ্রামের সৈয়দ আব্দুস সবুর মজনু বুখারীর ছেলে এবং খুলনা পলিটেকনিক কলেজের শিক্ষার্থী।   জানা গেছে, কলেজে পূজার ছুটি শুরু হলে মারুফ বাড়িতে আসেন। গত কয়েকদিন বাড়ির বিভিন্ন কাজ করছিলেন। এক পর্যায়ে বুধবার দুপুরে পানির ট্যাংক পরিষ্কার করতে বাড়ির ছাদে ওঠেন। এর কিছু সময় পার হলেও তিনি নিচে না নামায় বাড়ির অন্য সদস্যরা ডাকতে যান। এ সময় বাড়ির লোকজন মারুফকে ছাদের ওপরে জমানো বৃষ্টির পানিতে বিদ্যুতের তারে আটকে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।   পরিবারের সদস্যরা জানান, বাড়ির ছাদের ওপর দিয়ে বিদ্যুতের লাইনের তার টাঙানো ছিল। এতে বৃষ্টির পানি জমা হলে পানি বিদ্যুতায়িত হয়। এ অবস্থায় পানির ট্যাংক পরিষ্কার করার জন্য ছাদের ওপর উঠলে বিদ্যুৎস্পৃষ্টে মারুফ মারা যায়।   বেতুয়ান গ্রামের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আরজু খান বলেন, ওই কলেজছাত্রের মৃত্যুতে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা সবাই তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে।

অক্টোবর ১, ২০২৫ 0
Popular post
রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ, বেতন ৪৫ হাজার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।   এক নজরে নিয়োগের বিস্তারিত   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা   আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫

৫০ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ   দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন   যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর   বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম   আবেদন প্রক্রিয়া   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।

কৃষি ব্যাংকে চাকরি, নেবে ৩৯৮ জন

ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে নতুন সমন্বিত ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগের আওতায় বাংলাদেশ কৃষি ব্যাংক-এ সিনিয়র অফিসার (সাধারণ) পদে ৩৯৮ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ কৃষি ব্যাংক পদের নাম: সিনিয়র অফিসার (সাধারণ) পদসংখ্যা: ৩৯৮টি   শিক্ষাগত যোগ্যতা   প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানসহ তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোর মধ্যে অন্তত দুইটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।   বয়সসীমা   ১ জুলাই ২০২৫ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।   আবেদন সংক্রান্ত তথ্য   আবেদন ফি: ২০০ টাকা (অনগ্রসর নাগরিক গোষ্ঠীর প্রার্থীদের জন্য ৫০ টাকা)। আবেদনের শেষ সময়: ১০ নভেম্বর ২০২৫।   আবেদন পদ্ধতি   আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে এবং আবেদন করতে এখানে ক্লিক করুন।

৯২ হাজার টাকা বেতনে চাকরির সুযোগ

আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইড বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ‘টেকনিক্যাল এক্সপার্ট’ পদে নতুন কর্মী নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে ২৮ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।   নিয়োগের বিস্তারিত প্রতিষ্ঠানের নাম: ওয়াটারএইড বাংলাদেশ পদের নাম: টেকনিক্যাল এক্সপার্ট পদের সংখ্যা: নির্ধারিত নয় চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই কর্মস্থল: খুলনা   যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা স্নাতক (সিভিল ইঞ্জিনিয়ারিং/এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে) অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৫ বছর বয়সসীমা: নির্ধারিত নয় বেতন ও সুবিধা বেতন: প্রতি মাসে ৯২,৫০০ টাকা   আবেদন প্রক্রিয়া আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ: ২৮ অক্টোবর ২০২৫

জানা গেল সেই আনিসার ফলাফল

মায়ের অসুস্থতার কারণে কেন্দ্রে দেরিতে আসায় পরীক্ষা না দিতে পারা সেই আনিসা আহমেদ এইচএসসি পরীক্ষায় ফেল করেছেন। তিনি বাংলা ও ইসলামের ইতিহাস বিষয়ে ফেল করেন।   আনিসা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তিনি মানবিক বিভাগের পরীক্ষাথী।   বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।   এইচএসসি পরীক্ষা শুরুর প্রথম দিনই (২৬ জুন) ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থী আনিসা মায়ের অসুস্থতার কারণে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছুতে পারেননি। দেরি হওয়ায় তাকে কেন্দ্রে প্রবেশ করতে দেননি দায়িত্বরতরা। এসময় ওই ছাত্রী পরীক্ষাকেন্দ্রের সামনে কান্নায় ভেঙে পড়েন। গেটের বাইরে দীর্ঘসময় অপেক্ষায় থেকে তিনি সেদিন ফিরে যান। ওই ছাত্রীর পরীক্ষাকেন্দ্র ছিল রাজধানীর সরকারি মিরপুর বাঙলা কলেজ।   আনিসার কান্না-আকুতি তখন নাড়িয়ে দেন বহু মানুষের বিবেক। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠে—আইন কি মানবিক বিবেচনার ঊর্ধ্বে? নেটিজেনরা দাবি তোলেন—মানবিক বিবেচনায় হলেও তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া উচিত।   অন্তর্বর্তী সরকারও সেই দাবি আমলে নেয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তখন শিক্ষা উপদেষ্টার বরাতে জানানো হয়, ‘পরীক্ষা দিতে না পারা আনিসার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে।’

Top week

৯২ হাজার টাকা বেতনে চাকরির সুযোগ
চাকরি

৯২ হাজার টাকা বেতনে চাকরির সুযোগ

অক্টোবর ২৩, ২০২৫ 0