দেশজুড়ে

ঘোয়াল ঘরে কয়েল জ্বালাতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

সেপ্টেম্বর ২১, ২০২৫ 0
কালাচ (কমন ক্রেইট) নামের একটি বিষাক্ত সাপ
কালাচ (কমন ক্রেইট) নামের একটি বিষাক্ত সাপ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঘোয়াল ঘরে কয়েল জ্বালাতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে লিমা আক্তার (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

 

নিহত লিমা ওই এলাকার আব্দুল লতিফ ও রোজিনা বেগম দম্পতির মেয়ে এবং নগরাজপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

নিহত লিমার পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে শিক্ষার্থী লিমা আক্তার ঘোয়াল ঘরে কয়েল জ্বালানোর জন্য তার বাবাকে গ্যাসলাইট দিতে যান। এসময় বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থী লিমা আক্তার মারাত্মক আহত হয়। পরে রাত সাড়ে ৩ টায় আহত শিক্ষার্থীকে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে বিষাক্ত সাপের ভ্যাকসিন না থাকায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে শিক্ষার্থীর মৃত্যু হয়।

 

নগরাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আনোয়ারুল হক জানান, ‘লিমা বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্রী ছিল। সে কখনও স্কুল ফাঁকি দিত না এবং অত্যন্ত মেধাবী ছিল। তার এমন অস্বাভাবিক মৃত্যুতে আমরা শোকাহত।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ওসি শওকত আলী সরকার জানান, ‘মরদেহের সুরতহাল শেষে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে।’

Tags

ঘোয়াল-ঘর সাপের-কামড় স্কুলছাত্রী কালাচের-বিষ কুড়িগ্রাম
Popular post
রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ, বেতন ৪৫ হাজার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।   এক নজরে নিয়োগের বিস্তারিত   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা   আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫

বৃত্তি পাবেন ৮০০ শিক্ষার্থী, আবেদন করবেন যেভাবে

দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান।   ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন।   বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe   অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা   স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা।   যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০

নানান সুবিধাসহ আড়ংয়ে চাকরির সুযোগ

পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম:   আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।

৫০ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ   দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন   যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর   বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম   আবেদন প্রক্রিয়া   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে যমুনা গ্রুপ

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: প্লাজা সেলস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১০০টি   যোগ্যতা ও অভিজ্ঞতা   প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই, তাই নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।   অন্যান্য তথ্য চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: ন্যূনতম ২২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে আবেদন সংক্রান্ত তথ্য   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫।

দেশজুড়ে

View more
চিকিৎসক গেম খেলছেন, রোগী অপেক্ষায়—সামাজিকমাধ্যমে তীব্র সমালোচনা
চিকিৎসক গেম খেলছেন, রোগী অপেক্ষায়—সামাজিকমাধ্যমে তীব্র সমালোচনা

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালন করার সময় রোগী পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় মোবাইল ফোনে গেম খেলছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ক্ষোভের সৃষ্টি করেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, চিকিৎসক শামরিন সুলতানা তৃনা রোগী অপেক্ষায় থাকলেও মোবাইলে গেম খেলায় ব্যস্ত রয়েছেন।   মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভিডিওটি প্রকাশের পর থেকেই রোগী ও তাদের স্বজনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তাদের অভিযোগ, রোগীর গুরুত্বপূর্ণ চিকিৎসা সিদ্ধান্ত যাদের হাতে, সেই চিকিৎসকদের এমন দায়িত্বহীন আচরণ অত্যন্ত উদ্বেগজনক।   নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রোগী বলেন, “সরকারি হাসপাতালে এ ধরনের অবহেলা বরদাশতযোগ্য নয়। বেসরকারি ক্লিনিকে বাড়তি খরচ দিলেও যত্ন মেলে, কিন্তু সরকারি হাসপাতালে শুরুতেই এমন অবহেলা দেখা দিলে রোগীরা আশ্রয় নেবে কোথায়?”   এ বিষয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আনারুল কবির জানান, ভিডিওটি তাদের নজরে এসেছে। তিনি বলেন, “ডিউটির সময় মোবাইলে গেম খেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাকে ইতোমধ্যে অফিসিয়ালি কৈফিয়ত তলব করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”   ঘটনার বিষয়ে জানতে চিকিৎসক শামরিন সুলতানা তৃনার ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

ডিসেম্বর ১১, ২০২৫ 0
মসজিদের ভেতর থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মসজিদের ভেতর থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সে কালো জাদু করেছে তাই তাকে খুন করেছি, বন্ধুকে হত্যা করে থানায় হাজির যুবক!

সে কালো জাদু করেছে তাই তাকে খুন করেছি, বন্ধুকে হত্যা করে থানায় হাজির যুবক!

বিএনপি-জামায়াত দুই দলেরই নেতা তিনি

বিএনপি-জামায়াত দুই দলেরই নেতা তিনি

যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় লাইন রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তাজনিত কাজের কারণে শনিবার (২২ নভেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। একইদিন সকাল থেকে দুপুর পর্যন্ত চার ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকবে সুনামগঞ্জ সদরও।   শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর পল্লী বিদ্যুতের এজিএম মো. আলাউর হক।   তাহিরপুর পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য অনুযায়ী, সুনামগঞ্জ গ্রিড থেকে তাহিরপুর উপকেন্দ্র পর্যন্ত ৩৩ কেভি লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ ও লাইনের পাশের গাছের ডালপালা অপসারণের কাজ করা হবে। এ কারণে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পুরো তাহিরপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।   এজিএম আলাউর হক সরকার বলেন, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তাজনিত কারণে বিদ্যুৎ বন্ধ রাখা জরুরি। এসময় সবার সহযোগিতা কামনা করছি।   অন্যদিকে, সুনামগঞ্জ সদর এলাকায়ও ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

নভেম্বর ২২, ২০২৫ 0
ডাকসু নেত্রীর বাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ

ডাকসু নেত্রীর বাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ

এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়লো প্রাইভেটকার

এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়লো প্রাইভেটকার, অতঃপর...

আওয়ামী লীগ নেতা শাহাব উদ্দীন গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতা শাহাব উদ্দীন গ্রেপ্তার

ডিবি পরিচয়ে গরু বোঝাই ট্রাক ছিনতাই, থানায় মামলা
ডিবি পরিচয়ে গরু বোঝাই ট্রাক ছিনতাই, থানায় মামলা

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিবি পুলিশের ছদ্মবেশে একটি সংঘবদ্ধ ডাকাত দল পনেরটি গরু বোঝাই ট্রাক ছিনতাই করেছে। রোববার দিবাগত রাতে এ ঘটনায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার গরুব্যবসায়ী মুহাম্মদ আবদুল্লাহ তাওসীফ চৌদ্দগ্রাম থানায় অজ্ঞাতনামা ৯-১০ জনকে আসামি করে মামলা করেন।   মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে থানার পরিদর্শক (তদন্ত) মো. গুলজার আলম বিষয়টি নিশ্চিত করেন।   মামলায় উল্লেখ করা হয়েছে, গত ১০-১২ বছর ধরে তাওসীফের গরুব্যবসার প্রতিনিধি হিসেবে রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জ এলাকার মো. সেলিম মিয়া কাজ করে আসছেন। শনিবার সেলিম মিয়ার মাধ্যমে কুষ্টিয়ার বাইলপাড়া হাট থেকে ২৮ লাখ ২৮ হাজার টাকার ১৫টি গরু ক্রয় করা হয়। বিকেল সাড়ে তিনটায় রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার ঠাকুরমারা গ্রামের সেলিমের চালিত ট্রাক চট্টগ্রামের সাতকানিয়া থানাধিন বিজিবি ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেয়। রাত দেড়টার দিকে ট্রাকটি চৌদ্দগ্রাম পৌরসভার সোনাকাটিয়া এলাকায় পৌঁছায়।   এ সময় মহাসড়কে ৯-১০ জনের ডাকাত দল ডিবি পুলিশের ছদ্মবেশে লেজার লাইট দেখিয়ে ট্রাক থামানোর সংকেত দেয়। চালক সেলিম ট্রাক থামালে ডাকাতরা তাকে, হেলপার ও গরু ক্রয়-বিক্রয় প্রতিনিধি সেলিমকে হঠাৎ আঘাত করে হাইয়েস গাড়িতে তুলে নিয়ে যায়। তিনজনের মাথায় অস্ত্র ঠেকিয়ে হাত-পা বেঁধে, মুখে গামছা ও স্কচটেপ দেন। এ সময় তাদের মোবাইল ফোন, নগদ টাকা এবং ট্রাকে থাকা মালামাল লুট করা হয়।   ডাকাত চক্রের দুইজন গরু বোঝাই ট্রাক চালিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং রবিবার ভোর রাতে তিনজনকে লালমাইয়ের সড়কপাশের একটি ঝোপে ফেলে দেয়। পরবর্তীতে ব্যবসায়ী তাওসীফের চাচাতো ভাই ইমতিয়াজ মাহমুদ বিষয়টি থানায় জানান। ডাকাত চক্র লুট করেছে ২৮ লাখ ২৮ হাজার টাকার ১৫টি গরু, ২০ লাখ টাকার ট্রাক, তিনজনের মোবাইল ও নগদ টাকা মিলিয়ে মোট ৪৮ লাখ ৪৫ হাজার ৩০ টাকার মালামাল।   মামলায় বলা হয়েছে, ডাকাতরা ডিবি পুলিশের ছদ্মবেশে ছিল, জিন্স, খাকি প্যান্ট ও টাউজার পরেছিল। দুজনের হাতে পিস্তল, একজনের হাতে হ্যান্ডকাপ ছিল। তাদের বয়স ২৫-৩৫ বছর এবং তারা কুমিল্লার আঞ্চলিক ভাষায় কথা বলেছে।   চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, ডাকাত চক্রকে ধরতে পুলিশ তৎপর রয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

নভেম্বর ১৮, ২০২৫ 0
কেরানীগঞ্জে থানায় আগুন

কেরানীগঞ্জে থানায় আগুন

রাতে হেলমেট পরে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪

রাতে হেলমেট পরে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। ফাইল ছবি

অস্ত্রধারী দেখামাত্র ব্রাশফায়ারের নির্দেশ সিএমপি কমিশনারের