রাজনীতি

‘নভেম্বরে দেশে ফিরছেন তারেক রহমান’

অক্টোবর ২৪, ২০২৫ 0
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় ১৪ মাস হতে চলেছে, কিন্তু এখনও দেশে ফিরতে পারেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় নেতারাও তার জন্য অপেক্ষা করছে অনেকদিন ধরেই। অবশেষে জানা গেল তারেক রহমানের দেশের ফেরার সময়।


আগামী নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ।


তিনি বলেন, এনসিপির সঙ্গে রাজনৈতিক আলোচনা হচ্ছে। কিন্তু বিএনপি আর এনসিপি জোটভুক্ত হবে কিনা, সেটি দেখতে অপেক্ষা করতে হবে। তবে জোটভুক্ত হওয়ার বিষয়ে এনসিপির সঙ্গে এখনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।


গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনের অনুমোদন প্রসঙ্গে তিনি বলেন, আরপিও সংশোধনে অনেকগুলো বিষয়ে আমরা সম্মত হয়েছিলাম। তবে ২০/১ উপধারা অনুযায়ী জোটভুক্ত হলে দলগুলো অন্য রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে পারতেন, এটি পরিবর্তনে সম্মতি ছিল অধিকাংশ দলের। 


‘আমরা আশ্বস্ত ছিলাম, কিন্তু যেভাবে আরপিও পাস হলো, তাতে আকারে ছোট দলগুলো জোটবদ্ধ হতে উৎসাহিত হবে না। এমন হলে ছোট দলের বড় নেতারা সুযোগ পাবেন না।’


একতরফাভাবে আরপিও সংশোধনী পাস হয়েছে অভিযোগ করে তিনি বলেন, বহুদলীয় সমৃদ্ধ সংসদ দেখতে চায় বিএনপি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এটি (আরপিও সংশোধনী) পুনর্বিবেচনা করার আহ্বান। এ সময় বিষয়টিতে আপত্তি জানিয়ে বিএনপি চিঠি দেবে বলেও জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

Tags

তারেক-রহমান বিএনপি
Popular post
রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ, বেতন ৪৫ হাজার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।   এক নজরে নিয়োগের বিস্তারিত   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা   আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫

৫০ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ   দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন   যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর   বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম   আবেদন প্রক্রিয়া   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।

কৃষি ব্যাংকে চাকরি, নেবে ৩৯৮ জন

ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে নতুন সমন্বিত ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগের আওতায় বাংলাদেশ কৃষি ব্যাংক-এ সিনিয়র অফিসার (সাধারণ) পদে ৩৯৮ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ কৃষি ব্যাংক পদের নাম: সিনিয়র অফিসার (সাধারণ) পদসংখ্যা: ৩৯৮টি   শিক্ষাগত যোগ্যতা   প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানসহ তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোর মধ্যে অন্তত দুইটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।   বয়সসীমা   ১ জুলাই ২০২৫ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।   আবেদন সংক্রান্ত তথ্য   আবেদন ফি: ২০০ টাকা (অনগ্রসর নাগরিক গোষ্ঠীর প্রার্থীদের জন্য ৫০ টাকা)। আবেদনের শেষ সময়: ১০ নভেম্বর ২০২৫।   আবেদন পদ্ধতি   আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে এবং আবেদন করতে এখানে ক্লিক করুন।

৯২ হাজার টাকা বেতনে চাকরির সুযোগ

আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইড বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ‘টেকনিক্যাল এক্সপার্ট’ পদে নতুন কর্মী নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে ২৮ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।   নিয়োগের বিস্তারিত প্রতিষ্ঠানের নাম: ওয়াটারএইড বাংলাদেশ পদের নাম: টেকনিক্যাল এক্সপার্ট পদের সংখ্যা: নির্ধারিত নয় চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই কর্মস্থল: খুলনা   যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা স্নাতক (সিভিল ইঞ্জিনিয়ারিং/এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে) অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৫ বছর বয়সসীমা: নির্ধারিত নয় বেতন ও সুবিধা বেতন: প্রতি মাসে ৯২,৫০০ টাকা   আবেদন প্রক্রিয়া আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ: ২৮ অক্টোবর ২০২৫

জানা গেল সেই আনিসার ফলাফল

মায়ের অসুস্থতার কারণে কেন্দ্রে দেরিতে আসায় পরীক্ষা না দিতে পারা সেই আনিসা আহমেদ এইচএসসি পরীক্ষায় ফেল করেছেন। তিনি বাংলা ও ইসলামের ইতিহাস বিষয়ে ফেল করেন।   আনিসা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তিনি মানবিক বিভাগের পরীক্ষাথী।   বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।   এইচএসসি পরীক্ষা শুরুর প্রথম দিনই (২৬ জুন) ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থী আনিসা মায়ের অসুস্থতার কারণে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছুতে পারেননি। দেরি হওয়ায় তাকে কেন্দ্রে প্রবেশ করতে দেননি দায়িত্বরতরা। এসময় ওই ছাত্রী পরীক্ষাকেন্দ্রের সামনে কান্নায় ভেঙে পড়েন। গেটের বাইরে দীর্ঘসময় অপেক্ষায় থেকে তিনি সেদিন ফিরে যান। ওই ছাত্রীর পরীক্ষাকেন্দ্র ছিল রাজধানীর সরকারি মিরপুর বাঙলা কলেজ।   আনিসার কান্না-আকুতি তখন নাড়িয়ে দেন বহু মানুষের বিবেক। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠে—আইন কি মানবিক বিবেচনার ঊর্ধ্বে? নেটিজেনরা দাবি তোলেন—মানবিক বিবেচনায় হলেও তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া উচিত।   অন্তর্বর্তী সরকারও সেই দাবি আমলে নেয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তখন শিক্ষা উপদেষ্টার বরাতে জানানো হয়, ‘পরীক্ষা দিতে না পারা আনিসার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে।’

রাজনীতি

View more
আর্থিক লেনদেন নিয়ে এনসিপি দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ
আর্থিক লেনদেন নিয়ে এনসিপির দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটেছে। আর্থিক লেনদেনকে কেন্দ্র করে সৃষ্টি হওয়ায় এই উত্তেজনায় একজন আহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন হলে এই ঘটনা ঘটে। এতে  স্থানীয়রা জানান, কনভেনশন হলে তৃতীয় তলায় ঢাকা মহানগর ও ঢাকা জেলা এনসিপির সমন্বয় সভা চলছিল। ঠিক তখনই দ্বিতীয় তলায় মোহাম্মদপুর ও বংশাল থানার নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে তা হাতাহাতি ও সংঘর্ষে পরিণত হয়। বংশাল থানার কর্মী ইউসুফ আহত হন। জানা গেছে, প্রায় তিন মাস আগে বংশাল থানার কয়েকজন নেতা মোহাম্মদপুরের একটি কোম্পানির সঙ্গে আর্থিক লেনদেন করেন। বিষয়টি ঢাকা মহানগর উত্তরের শোয়েব নামে এক নেতাকে জানানো হলে তিনি মোহাম্মদপুর থানার রিয়ানকে বিষয়টি দেখাশোনার দায়িত্ব দেন। অভিযোগ রয়েছে, রিয়ান বংশালের নেতাদের কাছ থেকে দুই লাখ টাকা নেন এবং তাদের আটকে রাখার চেষ্টা করেন। পরে নেতারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এরপর বংশালের নেতারা টাকা ফেরত চাইতে গেলে রিয়ানের সঙ্গে মীমাংসা করতে ব্যর্থ হন। শুক্রবার কনভেনশন হলে মুখোমুখি হওয়া দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে।

অক্টোবর ২৫, ২০২৫ 0
সালাউদ্দিন। ছবি: সংগৃহীত

চলতি মাসেই ২০০ আসনের প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেবে বিএনপি: সালাউদ্দিন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

‘নভেম্বরে দেশে ফিরছেন তারেক রহমান’

বহিষ্কার ৭ নেতাকে দলে ফেরাল বিএনপি

বহিষ্কার ৭ নেতাকে দলে ফেরাল বিএনপি

নির্বাচন কমিশনের আচরণে পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে: নাহিদ ইসলাম
নির্বাচন কমিশনের আচরণে পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম দাবি করেছেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে।   বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সামনে তিনি বলেন, “নির্বাচন কমিশন নিয়ে আমরা উদ্বিগ্ন। কমিশনের গঠন প্রক্রিয়া এবং বর্তমান আচরণ আমাদের কাছে নিরপেক্ষ বা স্বচ্ছ মনে হচ্ছে না। এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়ার পরও যেসব কাজ করার কথা ছিল, সেগুলো করছে না।”   তিনি আরও বলেন, “নির্বাচন কমিশনের আচরণে পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে এবং কিছু রাজনৈতিক দলের প্রতি অসম ন্যায়সঙ্গত আচরণ লক্ষ্য করা যাচ্ছে। সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ কমিশন অত্যাবশ্যক। নির্বাচন সুষ্ঠু না হলে দায় সরকারের উপরই পড়বে। তাই আমরা সরকারকে এই বিষয়ে সতর্ক করেছি। আমাদের মতে, এই মুহূর্তে নির্বাচন কমিশনের পুনর্গঠন প্রয়োজন।”   এনসিপি আহ্বায়ক জানান, বৈঠকে জুলাই গণহত্যার বিচারের বিষয়ও আলোচনার অন্তর্ভুক্ত ছিল। তিনি বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন সেনা সদস্যকে আদালতে আনা হয়েছে, যা আমরা স্বাগত জানাই। ন্যায়বিচারের একটি গুরুত্বপূর্ণ ধাপ এগোচ্ছে।”   নাহিদ ইসলাম আরও বলেছেন, “সারা দেশে শহীদ ও আহত পরিবারের পক্ষ থেকে যে মামলা হয়েছে, সেগুলোর বিষয়ে সরকারের পদক্ষেপ কী হবে তা প্রকাশ করা উচিত। জামিনে আসামি ছাড়া পাচ্ছে এবং পরিবার ও আহতদের হুমকি দেওয়া হচ্ছে। আমরা চাই এই মামলাগুলোর রোডম্যাপ স্পষ্টভাবে জানানো হোক।”   তিনি জুলাই সনদ সম্পর্কেও বলেন, “সনদে কেবল কাগজের মূল্য নয়, বাস্তবায়নের নিশ্চয়তা পাওয়ার পরই আমরা স্বাক্ষর করব। এছাড়া জনপ্রশাসনের বদলিতে কি দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা নিয়েও আমরা উদ্বেগ প্রকাশ করেছি। বড় রাজনৈতিক দল হিসেবে যারা প্রশাসনের বিভিন্ন পদ ভাগাভাগি করছে, তা সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করবে।”

অক্টোবর ২২, ২০২৫ 0
একসঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

নির্বাচনের আগেই খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য প্রধানমন্ত্রীর মতো সুবিধা!

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় তারেক রহমানের উদ্বেগ

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় তারেক রহমানের উদ্বেগ

ছাত্রদলের ৪ নেতা বহিষ্কার

ছাত্রদলের ৪ নেতা বহিষ্কার

পৃথক ৫ মামলায় অব্যাহতি পেলেন মির্জা ফখরুল

ভাঙচুর ও মারধরের অভিযোগে রাজধানীর আরও পাঁচটি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অব্যাহতির আদেশ দিয়েছেন ঢাকার এক আদালত।   উচ্চ আদালতের নির্দেশে বুধবার (৮ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে এ মামলাগুলোর দায় হতে অব্যাহতি প্রদান করেন।   মামলাসমুহের মধ্যে ২০১৩ সালের রাজধানীর পল্টন থানার ভাঙচুর ও মারধরের ঘটনায় করা একটি মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তাকে অব্যাহতি প্রদান করেন।   ২০১২ সালের রাজধানীর সূত্রাপুর থানার ভাঙচুর ও মারধরের ঘটনায় করা মামলায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান তাকে অব্যাহতি প্রদান করেন।   ভাঙচুর ও মারধরের ঘটনায় ২০১৫ সালের রাজধানীর পল্টন থানার পৃথক তিনটি মামলায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন তাকে অব্যাহতি প্রদান করেন।   মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী জাকির হোসেন জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন।    তিনি বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করতে ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হয়। এসব মিথ্যা মামলায় তাকে একাধিকবার গ্রেপ্তার করে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। দিনের পর দিন তাকে থাকতে হয় জেল হাজতে।   জাকির হোসেন আরও বলেন, আমরা তখন আদালতকে বারবার বলেছি যে এসব মামলা মিথ্যা ও হয়রানিমূলকভাবে করা হয়েছে।    তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে করা পাঁচ মামলায় আজ ঢাকার আদালত অব্যাহতি দিয়েছেন। এর আগেও তার বিরুদ্ধে করা একাধিক মামলায় খালাস ও অব্যাহতি দিয়েছেন আদালত।    মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই আইনজীবী আরও বলেন, তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে। আশা করছি, খুব শিগগিরই তিনি সব মামলা থেকে অব্যাহতি ও খালাস পাবেন।   এর আগে, ৫ অক্টোবর রাজধানীর পল্টন থানার বিস্ফোরক দ্রব্যাদি আইনে করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অব্যাহতি প্রদান করেন মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ। সূত্র: বাসস

অক্টোবর ৮, ২০২৫ 0

নির্বাচনকে ভিন্নখাতে প্রবাহিত করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

আমরা চাই অন্তর্বর্তী সরকার সফল হোক: তারেক রহমান

আমরা চাই অন্তর্বর্তী সরকার সফল হোক: তারেক রহমান

এনসিপির লোগো। ছবি: সংগৃহীত

এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন যারা