অর্থনীতি

মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক আমদানি ২৬.৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে

অক্টোবর ৫, ২০২৫ 0
মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক আমদানি বেড়েছে। ছবি: সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক আমদানি বেড়েছে। ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ‘অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল’ (ওটেক্সা)-এর তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে বিশ্বব্যাপী পোশাক আমদানির পরিমাণ ৫.৩০ শতাংশ কমেছে। তবে একই সময়ে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানির পরিমাণ ২৬.৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 

 

তুলনামূলকভাবে দেখা যায়, বাংলাদেশের প্রতিযোগী দেশ চীনের রপ্তানি কমেছে ১৮.৩৬ শতাংশ। বিপরীতে, ভিয়েতনাম ও ভারতের রপ্তানি যথাক্রমে ৩২.৯৬ শতাংশ ও ৩৪.১৩ শতাংশ বেড়েছে। ইন্দোনেশিয়ার রপ্তানি কমেছে ১৯.৮২ শতাংশ এবং কম্বোডিয়ার রপ্তানি বেড়েছে ১০.৭৮ শতাংশ। উল্লেখযোগ্যভাবে, বাংলাদেশের আমদানি ভলিউম ২৬.৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

 

ইউনিট মূল্যের ক্ষেত্রে, বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের আমদানি কমেছে ১.৭১ শতাংশ। চীন ও ভারতের ইউনিট মূল্য যথাক্রমে ৩৩.৮০ শতাংশ ও ৪.৫৬ শতাংশ হ্রাস পেয়েছে। অন্যদিকে, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার ইউনিট মূল্য যথাক্রমে ৬.৬৪ শতাংশ ও ৭.৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং কম্বোডিয়ার ইউনিট মূল্য বেড়েছে ৩৮.৩১ শতাংশ। বাংলাদেশে এই বৃদ্ধি হয়েছে ৭.৩০ শতাংশ।

 

ভবিষ্যৎ প্রসঙ্গে শিল্প সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ বর্তমানে এমন একটি ইউনিট মূল্য ধরে রাখতে সক্ষম হয়েছে, যা যুক্তরাষ্ট্রের বৈশ্বিক গড় মূল্যের কাছাকাছি।

 

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, যখন আমরা আমাদের নিকটতম প্রতিযোগী যেমন ভিয়েতনাম ও ভারতের সঙ্গে তুলনা করি, তখন স্পষ্ট হয় যে বাংলাদেশের ইউনিট মূল্য আরও বাড়ানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই উন্নতি রপ্তানির পরিমাণ না বাড়িয়েও মোট রপ্তানি আয় বাড়াতে সহায়ক হতে পারে।

 

তিনি বলেন, ২০২৪ সালে চীন ও ভিয়েতনামের রপ্তানি মূল্য প্রায় সমান ছিল, অথচ ভিয়েতনামের রপ্তানি পরিমাণ ছিল চীনের অর্ধেকেরও কম। কারণ, ভিয়েতনাম উচ্চ মূল্যের পণ্য রপ্তানি করে।

 

তিনি আরও বলেন, কম দামি পণ্য থেকে বেশি দামি পণ্যের দিকে আমাদের মনোযোগ বাড়াতে হবে। সূত্র: বাসস

Tags

পোশাক আমদানি মার্কিন-যুক্তরাষ্ট্র
Popular post
রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ, বেতন ৪৫ হাজার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।   এক নজরে নিয়োগের বিস্তারিত   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা   আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫

৫০ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ   দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন   যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর   বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম   আবেদন প্রক্রিয়া   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।

কৃষি ব্যাংকে চাকরি, নেবে ৩৯৮ জন

ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে নতুন সমন্বিত ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগের আওতায় বাংলাদেশ কৃষি ব্যাংক-এ সিনিয়র অফিসার (সাধারণ) পদে ৩৯৮ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ কৃষি ব্যাংক পদের নাম: সিনিয়র অফিসার (সাধারণ) পদসংখ্যা: ৩৯৮টি   শিক্ষাগত যোগ্যতা   প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানসহ তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোর মধ্যে অন্তত দুইটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।   বয়সসীমা   ১ জুলাই ২০২৫ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।   আবেদন সংক্রান্ত তথ্য   আবেদন ফি: ২০০ টাকা (অনগ্রসর নাগরিক গোষ্ঠীর প্রার্থীদের জন্য ৫০ টাকা)। আবেদনের শেষ সময়: ১০ নভেম্বর ২০২৫।   আবেদন পদ্ধতি   আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে এবং আবেদন করতে এখানে ক্লিক করুন।

৯২ হাজার টাকা বেতনে চাকরির সুযোগ

আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইড বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ‘টেকনিক্যাল এক্সপার্ট’ পদে নতুন কর্মী নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে ২৮ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।   নিয়োগের বিস্তারিত প্রতিষ্ঠানের নাম: ওয়াটারএইড বাংলাদেশ পদের নাম: টেকনিক্যাল এক্সপার্ট পদের সংখ্যা: নির্ধারিত নয় চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই কর্মস্থল: খুলনা   যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা স্নাতক (সিভিল ইঞ্জিনিয়ারিং/এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে) অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৫ বছর বয়সসীমা: নির্ধারিত নয় বেতন ও সুবিধা বেতন: প্রতি মাসে ৯২,৫০০ টাকা   আবেদন প্রক্রিয়া আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ: ২৮ অক্টোবর ২০২৫

জানা গেল সেই আনিসার ফলাফল

মায়ের অসুস্থতার কারণে কেন্দ্রে দেরিতে আসায় পরীক্ষা না দিতে পারা সেই আনিসা আহমেদ এইচএসসি পরীক্ষায় ফেল করেছেন। তিনি বাংলা ও ইসলামের ইতিহাস বিষয়ে ফেল করেন।   আনিসা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তিনি মানবিক বিভাগের পরীক্ষাথী।   বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।   এইচএসসি পরীক্ষা শুরুর প্রথম দিনই (২৬ জুন) ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থী আনিসা মায়ের অসুস্থতার কারণে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছুতে পারেননি। দেরি হওয়ায় তাকে কেন্দ্রে প্রবেশ করতে দেননি দায়িত্বরতরা। এসময় ওই ছাত্রী পরীক্ষাকেন্দ্রের সামনে কান্নায় ভেঙে পড়েন। গেটের বাইরে দীর্ঘসময় অপেক্ষায় থেকে তিনি সেদিন ফিরে যান। ওই ছাত্রীর পরীক্ষাকেন্দ্র ছিল রাজধানীর সরকারি মিরপুর বাঙলা কলেজ।   আনিসার কান্না-আকুতি তখন নাড়িয়ে দেন বহু মানুষের বিবেক। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠে—আইন কি মানবিক বিবেচনার ঊর্ধ্বে? নেটিজেনরা দাবি তোলেন—মানবিক বিবেচনায় হলেও তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া উচিত।   অন্তর্বর্তী সরকারও সেই দাবি আমলে নেয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তখন শিক্ষা উপদেষ্টার বরাতে জানানো হয়, ‘পরীক্ষা দিতে না পারা আনিসার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে।’

অর্থনীতি

View more
দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম
দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম

বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা এবং রাশিয়া ও চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা জারির প্রেক্ষাপটে বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে সোনার দাম আবারও বেড়েছে। নিরাপদ বিনিয়োগের আশ্রয় হিসেবে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় দাম বৃদ্ধির এই ধারা অব্যাহত রয়েছে।   রয়টার্সের তথ্যমতে, বৃহস্পতিবার সকালে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১১৪ ডলার, যা আগের দিনের তুলনায় ০.৫ শতাংশ বেশি। এর আগের দিন দুই সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় দরপতন হয়েছিল বৈশ্বিক সোনার বাজারে।   এদিকে, যুক্তরাষ্ট্রে ডিসেম্বর সরবরাহের জন্য ফিউচার মার্কেটে সোনার দাম ১.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪ হাজার ১২৮.৪০ ডলারে লেনদেন হচ্ছে।   বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন চীনের ওপর নতুন রপ্তানি নিয়ন্ত্রণ আরোপের কথা বিবেচনা করছে, যেখানে সফটওয়্যারচালিত পণ্য, ল্যাপটপ ও জেট ইঞ্জিন অন্তর্ভুক্ত হতে পারে। এটি চীনের বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণের পাল্টা প্রতিক্রিয়া হিসেবেই দেখা হচ্ছে।   এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন, যা দেশটির প্রধান তেল কোম্পানি লুকওয়েল ও রোসনেফটকে সরাসরি লক্ষ্যবস্তু করেছে।   চলতি বছর এখন পর্যন্ত সোনার দাম প্রায় ৫৭ শতাংশ বেড়েছে। গত সোমবার এটি ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ ডলার ছুঁয়েছিল। বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনা এবং সুদের হার হ্রাসের আশঙ্কা—সব মিলিয়ে এই মূল্যবৃদ্ধি ঘটেছে।   বাজারে ধারণা করা হচ্ছে, আসন্ন ফেডারেল রিজার্ভ বৈঠকে ২৫ বেসিস পয়েন্ট সুদ কমানোর সিদ্ধান্ত আসতে পারে, যা সাধারণত সোনার দামকে আরও উর্ধ্বমুখী করে।   ইউবিএস-এর প্রধান বিনিয়োগ কর্মকর্তা মার্ক হ্যাফেলি বলেন, “আমরা সোনাকে এখন বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার সময় পোর্টফোলিও ডাইভারসিফায়ার হিসেবে দেখছি। পরিস্থিতি আরও খারাপ হলে সোনার দাম ৪ হাজার ৭০০ ডলার পর্যন্ত উঠতে পারে।”   অন্যদিকে, স্পট মার্কেটে রুপার দাম ১.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪৯.১৪ ডলার, প্লাটিনাম ১,৬৪৩ ডলার এবং প্যালাডিয়াম ১,৪৫৬ ডলারে লেনদেন হচ্ছে।

অক্টোবর ২৩, ২০২৫ 0
রিজার্ভ নিয়ে সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক

রিজার্ভ নিয়ে সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক

দেশের বাজারে কমল সোনার দাম

দেশের বাজারে কমল সোনার দাম

আইএমএফ সদর দপ্তর। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারকে আর ঋণ দেবে না আইএমএফ!

বিশ্ববাজারে সোনার দামে আবার লাফ, দেশের বাজারে আজ ভরি কত?
বিশ্ববাজারে সোনার দামে আবার লাফ, দেশের বাজারে আজ ভরি কত?

প্রতিদিনই এক রেকর্ড ভেঙে নতুন রেকর্ডের পেছনে ছুটছে সোনার দাম। বিশেষ করে, গেল এক সপ্তাহে যে হারে মূল্যবান এ ধাতুটির দাম বেড়েছে, এমনটা ইতিহাসে আর দেখা যায়নি কখনও।   ধারাবাহিকতা বজায় রেখে শুক্রবারও (১৭ অক্টোবর) নতুন আরেকটি মাইলফলক অতিক্রম করে ফেলেছে সোনার দাম।    বিশ্ববাজারে এদিন সকালে সোনার দাম আউন্স প্রতি ৪ হাজার ৩০০ মার্কিন ডলার অতিক্রম করেছে। সবশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৩২৭ মার্কিন ডলার।    বিশ্লেষকরা বলছেন, ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা, মার্কিন সুদের হার কমানোর প্রত্যাশা, কেন্দ্রীয় ব্যাংকের শক্তিশালী ক্রয়, একটি বৃহত্তর ডি-ডলারাইজেশন প্রবণতা এবং শক্তিশালী এক্সচেঞ্জ-ট্রেডেড তহবিল প্রবাহের কারণে এই বছর এখন পর্যন্ত সোনার দাম প্রায় ৬০ শতাংশ বেড়েছে।   অ্যাক্টিভ ট্রেডস বিশ্লেষক রিকার্ডো ইভাঞ্জেলিস্টার মতে, মার্কিন সরকারের শাটডাউন দীর্ঘায়িত হওয়া, ফেড কর্মকর্তাদের আরও বেশি নোংরা মন্তব্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনা বৃদ্ধির ফলে বছরের শেষ নাগাদ আরও বাড়বে সোনার দাম।    এদিকে, বিশ্ববাজারে দাম বাড়ায় স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়তে যাচ্ছে দেশের বাজারেও। ধারণা করা হচ্ছে, যেকোন সময় আরও এক দফায় দেশের বাজারে বাড়তে পারে সোনার দাম।   তবে, গত দুইদিনে বিশ্ববাজারে সোনার দাম বাড়লেও দেশের বাজারে দাম বাড়ায়নি বাজুস। বর্তমানে দেশের বাজারে সবচেয়ে ভালো মানের; অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকায়। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৬ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৭৭ হাজার ১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনা ১ লাখ ৪৭ হাজার ৩৫১ টাকায় বিক্রি হচ্ছে।   অন্যদিকে দেশে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ২০৫ টাকায়। যা দেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ দাম। এছাড়াও ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা এবং সনাতনি প্রতি ভরি রুপার দাম এখন ৩ হাজার ৮০২ টাকা।

অক্টোবর ১৭, ২০২৫ 0
ফের বাড়ল সোনার দাম, ভরি কত?

ফের বাড়ল সোনার দাম, ভরি কত?

এবার রুপার দামেও ইতিহাস, ভরি কত?

এবার রুপার দামেও ইতিহাস, ভরি কত?

সোনার দামে নতুন ইতিহাস, ভরি কত?

সোনার দামে নতুন ইতিহাস, ভরি কত?

বিশ্ববাজারে তেলের দাম নিয়ে সুখবর
বিশ্ববাজারে তেলের দাম নিয়ে সুখবর

সপ্তাহের সর্বোচ্চ দামে পৌঁছানোর পর অবশেষে বিশ্ববাজারে কিছুটা কমেছে জ্বালানি তেলের মূল্য। গাজায় যুদ্ধবিরতি চুক্তির ফলে ভূরাজনৈতিক উত্তেজনা কমে যাওয়ায় ব্যবসায়িক ঝুঁকি হ্রাস পেয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক তেলবাজারে।   শুক্রবার (১০ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।   প্রতিবেদনে বলা হয়, শুক্রবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৪ সেন্ট বা ০.৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৪.৯৮ ডলার, অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ২০ সেন্ট বা ০.৩ শতাংশ কমে হয়েছে ৬১.৩১ ডলার।   এর আগে বুধবার (৮ অক্টোবর) রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় অচলাবস্থা দেখা দেওয়ায় এক সপ্তাহে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল তেলের দাম। তাতে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা তৈরি হয় এবং বাজারে নতুন অস্থিরতা দেখা দেয়।   তবে বৃহস্পতিবার (৯ অক্টোবর) গাজায় যুদ্ধবিরতি চুক্তি সই হওয়ার পর পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়, যা শুক্রবার বাজারে ইতিবাচক প্রভাব ফেলে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে আসায় স্বল্পমেয়াদে তেলের বাজারে আরও স্থিতিশীলতা দেখা দিতে পারে।  

অক্টোবর ১০, ২০২৫ 0
সোনার দামে বড় লাফ, ভরি কত?

সোনার দামে বড় লাফ, ভরি কত?

২ লাখ ৩০ হাজার মেট্রিক টন সার আমদানি করবে সরকার

চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪.৮ শতাংশ: বিশ্বব্যাংকের পূর্বাভাস