বিনোদন

মালদ্বীপের বিচে ঝড় তুললেন শবনম ফারিয়া!

অক্টোবর ১৩, ২০২৫ 0
মালদ্বীপের বিচে ঝড় তুললেন শবনম ফারিয়া!
মালদ্বীপের বিচে ঝড় তুললেন শবনম ফারিয়া!

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সম্প্রতি স্বামী তানজিম তৈয়ব-এর সঙ্গে হানিমুনে মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণে গেছেন। চলতি মাসের শুরুতেই এই রোমান্টিক সফরে বের হন তারা। তবে এখন পর্যন্ত ফারিয়া স্বামীর সঙ্গে কোনো ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেননি।

 

সম্প্রতি মালদ্বীপে ডলফিন ক্রুজে অংশ নেওয়ার সময় সাগরের পাড়ে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে তিনি লেখেন—

“আমি একেবারেই ঠান্ডা ছিলাম। কিন্তু ভেতরে ভেতরে জীবনের প্রতিটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছিলাম... তারপর ডজনখানেক ডলফিন দেখার পর সবকিছু মাফ করে দিলাম।”

 

ছবিটি প্রকাশের পরপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকেই প্রশংসায় ভাসালেও, একাংশ সমালোচনায় মুখর হয়েছেন। কেউ বলেছেন, “ভিউয়ের জন্য নাটক,” আবার কেউ প্রশ্ন তুলেছেন—“ধর্মীয় রীতিতে বিয়ের পর এমন পোশাকে ছবি দেওয়া কতটা গ্রহণযোগ্য?”

 

এর আগে শ্রীলঙ্কার গালে শহর থেকে ‘হাফপ্যান্ট’ পরা ছবি পোস্ট করেও বিতর্কে পড়েছিলেন ফারিয়া। এবার মালদ্বীপের সৈকতের ছবি সেই বিতর্কে আরও নতুন মাত্রা যোগ করেছে।

 

উল্লেখ্য, শবনম ফারিয়া চলতি বছরের ১৯ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো বিয়ে করেন। ঢাকার মাদানী অ্যাভিনিউয়ের এক মসজিদে ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তার স্বামী তানজিম তৈয়ব বর্তমানে একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত।

Tags

শবনম-ফারিয়া হানিমুন মালদ্বীপ শ্রীলঙ্কা রোমান্টিক
Popular post
রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ, বেতন ৪৫ হাজার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।   এক নজরে নিয়োগের বিস্তারিত   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা   আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫

বৃত্তি পাবেন ৮০০ শিক্ষার্থী, আবেদন করবেন যেভাবে

দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান।   ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন।   বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe   অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা   স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা।   যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০

নানান সুবিধাসহ আড়ংয়ে চাকরির সুযোগ

পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম:   আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।

৫০ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ   দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন   যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর   বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম   আবেদন প্রক্রিয়া   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে যমুনা গ্রুপ

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: প্লাজা সেলস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১০০টি   যোগ্যতা ও অভিজ্ঞতা   প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই, তাই নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।   অন্যান্য তথ্য চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: ন্যূনতম ২২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে আবেদন সংক্রান্ত তথ্য   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫।

বিনোদন

View more
আমার রূহ ভারতে আর আমি আমেরিকায়: মাহি
আমার রূহ ভারতে আর আমি আমেরিকায়: মাহি

সিনেমায় কম দেখা গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময় সক্রিয় জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। তিনি নিজের ব্যক্তিগত অনুভূতি, কাজের আপডেট এবং অন্যান্য বিষয় নিয়মিত ভক্তদের সঙ্গে ভাগ করে থাকেন।   বর্তমানে মাহি অবস্থান করছেন আমেরিকায়। তবে সশরীরে সেখানে থাকলেও তার মন যেন পড়ে আছে পাশের দেশ ভারতে। সম্প্রতি তার ফেসবুক পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে নতুন আলোচনা শুরু হয়েছে।   মাহি একগুচ্ছ ছবি শেয়ার করেছেন, যেখানে তাকে দেখা গেছে ফুরফুরে মেজাজে। পরনে স্টাইলিশ লং সুট, চোখে কালো রোদচশমা। আমেরিকার রাস্তায় ক্যামেরাবন্দী হলেও পোস্টের ক্যাপশনটি ভক্তদের বিশেষভাবে ভাবাচ্ছে। ছবিগুলোর ক্যাপশনে মাহি লিখেছেন, "আমার রূহ ভারতে আর আমি আমেরিকায়।"   নেটিজেনরা ক্যাপশনটি ঘিরে নানা প্রশ্ন ও জল্পনা করছেন। কেউ জানতে চাইছেন তার রূহ কেন ভারতে, আবার কেউ বিষয়টিকে নিছক মজার হিসাবেই দেখছেন।

নভেম্বর ২৩, ২০২৫ 0
বিয়ে করলেন অভিনেত্রী মম, পাত্র কে?

বিয়ে করলেন অভিনেত্রী মম, পাত্র কে?

ফের ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম

ফের ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম

অভিনেত্রী শাওনকে ‘ভারতীয় গুপ্তচর’ অ্যাখ্যা, দ্রুত গ্রেপ্তারের দাবি

অভিনেত্রী শাওনকে ‘ভারতীয় গুপ্তচর’ অ্যাখ্যা, দ্রুত গ্রেপ্তারের দাবি

যৌনতা দাবি করেন প্রযোজক, এবার বিস্ফোরক মন্তব্য অভিনেত্রীর
যৌনতা দাবি করেন প্রযোজক, এবার বিস্ফোরক মন্তব্য অভিনেত্রীর

গ্ল্যামার জগতের ঝলমলে আলোয় অনেক অজানা অন্ধকার গল্প লুকিয়ে থাকে। সেই অন্ধকার অভিজ্ঞতার এক গল্প সম্প্রতি প্রকাশ করেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। ‘স্ট্রেট আপ উইথ শ্রি’ পডকাস্টে অতিথি হয়ে তিনি কাস্টিং কাউচের শিকার হওয়া নিজের অভিজ্ঞতা শেয়ার করেন। খবর: হিন্দুস্তান টাইমস।   একসময় টালিউডের বাণিজ্যিক ছবিতে জনপ্রিয় মুখ ছিলেন পায়েল। দেবের সঙ্গে তার জুটি অনেক ব্লকবাস্টার হিট উপহার দিয়েছে। কিন্তু সাফল্যের শিখরে থাকা সেই সময়েই তাকে কুপ্রস্তাবের মুখোমুখি হতে হয়েছিল বলে দাবি করেছেন অভিনেত্রী।   পডকাস্টে পায়েল জানান, ইন্ডাস্ট্রির একজন প্রযোজক তাকে কিছু “নির্দিষ্ট সুবিধা” দেওয়ার জন্য চাপ দিয়েছিলেন। যখন সঞ্চালিকা স্পষ্ট করে জানতে চান যে এটি যৌন সুবিধা সম্পর্কিত কি না, পায়েল সরাসরি বলেছিলেন—হ্যাঁ, সেটিই।   অভিনেত্রীর অভিযোগ, তিনি সেই অনৈতিক প্রস্তাবে সম্মতি না দেওয়ায় প্রযোজক প্রতিশোধ নিতে শুরু করেন। ফ্লপ ছবির কারণে তখন তার ক্যারিয়ারে কঠিন সময় চলছিল। সেই সুযোগে প্রযোজক সোশ্যাল মিডিয়ায় নানা অপমানজনক মন্তব্য প্রকাশ করে তাকে হেয় করার চেষ্টা করেন। পায়েল বলেন, “আমার খারাপ সময়ে তিনি সোশ্যাল মিডিয়ায় নানা উল্টোপাল্টা লিখতেন। আমার ছবিতে ‘ক্রস’ চিহ্ন দিয়ে বাজে মন্তব্য করতেন। বেসিকালি তিনি পুরো ‘সাইকো’ হয়ে গিয়েছিলেন।”   তবে এসব বাধা-বিপত্তি সত্ত্বেও ভেঙে পড়েননি পায়েল। কঠোর পরিশ্রম ও প্রতিভার জোরে তিনি আবারও ফিরে আসেন। পায়েল বলেন, “এরপর আমি ফিরে এলাম। ‘প্রেম আমার’ এবং ‘লে ছক্কা’—এক বছরের মধ্যে দু’টি ছবির শুটিং করেছিলাম।”   যদিও প্রযোজকের নাম প্রকাশ করেননি পায়েল, তার এই অভিজ্ঞতা আবারও টালিউডে কাস্টিং কাউচ নিয়ে অস্বস্তিকর বাস্তবতার দিকে আলো ফেলে।

নভেম্বর ১৯, ২০২৫ 0
বিগ বসে যে কাণ্ড ঘটালেন গৌরব খান্নার স্ত্রী!

বিগ বসে যে কাণ্ড ঘটালেন গৌরব খান্নার স্ত্রী!

হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বিয়েরও একটা মেয়াদ থাকা উচিত: কাজল

বিয়েরও একটা মেয়াদ থাকা উচিত: কাজল

ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি: আরিফিন শুভ
ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি: আরিফিন শুভ

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু হলেও একসময় তিনি প্রডাকশনের সহকারী হিসেবে কাজ করেছেন। ছোটপর্দার অভিনয়ের মাধ্যমে প্রশংসা কুড়ানোর পর বড় পর্দায় তাঁর যাত্রা শুরু হয়। সফল নায়ক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে রয়েছে কঠোর পরিশ্রম, সংগ্রাম এবং আত্মবিশ্বাসের অনন্য উদাহরণ।   ‘ঢাকা অ্যাটাক’ ও ‘মিশন এক্সট্রিম’-এর মতো অ্যাকশন সিনেমার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান তৈরি করেছেন শুভ। দেশের সীমা পেরিয়ে এখন তিনি আন্তর্জাতিক সিনেমাতেও কাজ করছেন এবং বলিউডে নায়ক হিসেবে পরিচিত।   সম্প্রতি মোটিভেশনাল ট্রেইনার ডন সামদানি আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন শুভ। সেখানে নিজের জীবনের শুরুর দিনগুলো স্মরণ করে বলেন, “আমি একসময় প্রডাকশনে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতাম। কাজ ছোট ছিল, কিন্তু শেখার আগ্রহ ছিল বিশাল। কখনো পানি দেওয়া, কখনো শিল্পীর স্যান্ডেল পরিষ্কার করা—এসবই ছিল আমার দায়িত্ব। আমি তখন প্রডাকশনের ‘ছাগলের তিন নাম্বার বাচ্চা’ ছিলাম।”   তিনি আরও বলেন, “জীবনের চক্র ঠিক এমন—স্বপ্ন বড় হলে ও পরিশ্রম করলে একদিন তা বাস্তব হয়ে ওঠে।”   মডেলিংয়ের পর টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেন শুভ। ২০১৩ সালে ‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়। এরপর ‘ছুঁয়ে দিলে মন’, ‘ঢাকা অ্যাটাক’, ‘মিশন এক্সট্রিম’, ‘ব্ল্যাক ওয়ার’সহ একাধিক সফল সিনেমায় অভিনয় করেছেন।   শুভকে সর্বশেষ দেখা গেছে কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত ‘নীলচক্র’ সিনেমায়, যেখানে তিনি মন্দিরা চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধেছিলেন।

নভেম্বর ১২, ২০২৫ 0
শাকিবের সঙ্গে বিয়ের কথা গোপন রাখার কারণ জানালেন অপু বিশ্বাস

শাকিবের সঙ্গে বিয়ের কথা গোপন রাখার কারণ জানালেন অপু বিশ্বাস

এখনকার প্রজন্ম জামা-কাপড়ের চেয়ে তাড়াতাড়ি সঙ্গী বদলায়: টুইঙ্কেল

এখনকার প্রজন্ম জামা-কাপড়ের চেয়ে তাড়াতাড়ি সঙ্গী বদলায়: টুইঙ্কেল

বড় দলে যোগ দিচ্ছেন হিরো আলম!

বড় দলে যোগ দিচ্ছেন হিরো আলম!