প্রায় দুই বছরে ধরে ফিলিস্তিনের গাজায় ভয়াবহ আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাস উৎখাত ও জিম্মি মুক্তির নামে প্রতিদিনই অবরুদ্ধ উপত্যকাটিতে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে দখলদার সেনারা। শুধু গোলা আর গুলিই নয়; গাজা আগ্রাসনে ফিলিস্তিনিদের ক্ষুধা-তৃষ্ণাকেও অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রশাসন। এছাড়া, প্রায়ই ইসরায়েলের আকস্মিক হামলার শিকার হচ্ছে লেবানন, সিরিয়া আর ইয়েমেনও। এক কথায় গত দুই বছরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মধ্যপ্রাচ্যের বিষফোঁড়ায় পরিণত হয়েছে ইসরায়েল।
পুরো বিশ্ব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেও নেতানিয়াহু প্রশাসনকে আগ্রাসনমূলক এসব কর্মকাণ্ডে নিরঙ্কুশ সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আর পরম বন্ধুর এমন সমর্থন পেয়ে যেন আরও বেপরোয়া হয়ে উঠেছে দখলদার রাষ্ট্রটি। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে একটি ‘বৃহত্তর ইসরায়েল’ গঠনের পরিকল্পনা প্রকাশ্যে উচ্চারণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সবশেষ ইসরায়েলের হামলার শিকার হয়েছে কাতার ও তিউনিসিয়াও। এ অবস্থায় গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে পুরো আরব রাষ্ট্রে।
বিশেষ করে কাতারে হামলার পর থেকেই ইসরায়েলকে নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে আরব রাষ্ট্রগুলো। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ওপর থেকেও ভরসা অনেকটা উঠে গেছে তাদের।
রোববার (২১ সেপ্টেম্বর) এমনই তথ্য উঠে এসেছে আল জাজিরার এক প্রতিবেদনে।
সে অনুযায়ী, মার্কিন মদদপুষ্ট বেপরোয়া ইসরায়েল যে এখন যেকোনো দেশকেই আক্রমণ করে বসতে পারে ইতোমধ্যে এমন ধারণার জন্ম হয়ে গেছে আরব বিশ্বের সদস্যদের মধ্যে।
বিশেষত, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ উপসাগরীয় মিত্র কাতারে বিমান হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলি বিশ্লেষকদের দৃষ্টি ঘুরে গেছে তুরস্কের দিকে। মুসলিম দেশগুলোর মধ্যে অন্যতম পরাশক্তি হিসেবে বিবেচিত এ দেশটির ওপর নজর রাখতে সম্প্রতি সাইপ্রাসকে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সরবরাহ করেছে ইসরায়েল।
এ নিয়ে আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক মাইকেল রুবিন বলেন, এবার তুরস্ক হতে পারে দখলদার ইসরায়েলের পরবর্তী টার্গেট। এমনকি ন্যাটো সদস্যপদও হয়তো রক্ষা করতে পারবে না তুরস্ককে।
ইসরায়েলি অ্যাকাডেমিক ও রাজনৈতিক বিশ্লেষক মেইর মাসরি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, আজ কাতার, কাল তুরস্ক।
এছাড়া, বিগত কয়েক মাস ধরেই ইসরায়েলি মিডিয়াগুলোতে তুরস্ককে চিত্রিত করা হচ্ছে ‘ইসরায়েলের সবচেয়ে বিপজ্জনক শত্রু’ হিসেবে। বিশেষ করে, পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের উপস্থিতি ও যুদ্ধ-পরবর্তী সিরিয়ায় দেশটির পুনর্গঠনে ভূমিকা—এ বিষয়গুলোকে ‘নতুন হুমকি’ হিসেবে উপস্থাপন করছেন ইসরায়েলি বিশ্লেষকরা।
এ অবস্থায় ইসরায়েলকে নিয়ে উদ্বেগ বাড়ছে আঙ্কারায়। নেতানিয়াহুর উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এখন বেশ সতর্ক অবস্থানে তুরস্ক। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে হিটলারের আত্মীয় বলে আখ্যা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তার এক উপদেষ্টা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ইসরায়েল যদি তুরস্কের ওপর হামলার চিন্তাও করে, তাহলে তাদের জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে।
আটলান্টিক কাউন্সিলের নন-রেসিডেন্ট ফেলো ওমর ওজকিজিলসিক আল জাজিরাকে বলেন, আঙ্কারায় ইসরায়েলের হুমকি হয়ে ওঠার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইসরায়েল আঞ্চলিক আধিপত্য বিস্তারে বদ্ধপরিকর। তুরস্ক বিশ্বাস করে, ইসরায়েল সীমা ছাড়িয়ে যাচ্ছে এবং এর পেছনে যুক্তরাষ্ট্রের সরাসরি সমর্থন রয়েছে।
এছাড়া, কাতারে হামলার পর তুরস্কের মধ্যে আরেকটি শঙ্কা জন্মেছে; আর তা হলো— ন্যাটো জোটের প্রতিশ্রুতি কতটা কার্যকর? কারণ, কাতার ‘মেজর নন-ন্যাটো অ্যালাই’ হলেও ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো দৃশ্যমান প্রতিক্রিয়া দেখা যায়নি।
ওজকিজিলসিক বলেন, তুরস্ক বহু আগেই বুঝে গেছে, জাতীয় নিরাপত্তার জন্য কেবল যুক্তরাষ্ট্র বা ন্যাটোর ওপর নির্ভর করা যাবে না।
এছাড়া সম্প্রতি কাতারে ইসরায়েলি হামলা তুরস্কের মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে সন্দেহ আরও বাড়িয়েছে। কারণ কাতার যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও ইসরায়েল তার ওপর হামলা চালিয়েছে এবং ওয়াশিংটনের কোনও দৃশ্যমান প্রতিরোধ দেখা যায়নি।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই তার দখলনীতি প্রকাশ্যে এনে চূড়ান্ত লক্ষ্যের কথা ফলাও করে প্রচার করছেন। ‘বৃহত্তর ইসরায়েল’ গঠন করে তিনি চাইছেন পুরো মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে। আর নেতানিয়াহুর সেই লক্ষ্যের পথে তুরস্ক ও ইসরায়েলের প্রথম সংঘর্ষের ক্ষেত্র হতে পারে সিরিয়ার স্থল ও আকাশসীমা।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, নেতানিয়াহুর ‘বৃহত্তর ইসরায়েল’ ভিশনের লক্ষ্যই হলো মধ্যপ্রাচ্যের দেশগুলোকে দুর্বল, অকার্যকর করে ফেলা; বিশেষ করে ইসরায়েল প্রতিবেশী রাষ্ট্রগুলোকে বিভক্ত করে রাখা; আর এভাবে পুরো মধ্যপ্রাচ্যের ওপর নিজের ক্ষমতা বলবৎ করা।
সাবেক তুর্কি নৌ-অ্যাডমিরাল এবং ‘ব্লু হোমল্যান্ড’ কৌশলের রূপকার সেম গুরদেনিজ বলেন, যুক্তরাষ্ট্রের ছায়ায় গ্রিস, গ্রিক সাইপ্রাস ও ইসরায়েলের সমন্বয়ে সাইপ্রাসে যে সামরিক ও গোয়েন্দা ঘাঁটি শক্তিশালী হচ্ছে, তা তুরস্কসহ পুরো মধ্যপ্রাচ্যকেই চ্যালেঞ্জ জানাচ্ছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এক নজরে নিয়োগের বিস্তারিত প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫
দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা। যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০
পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদসংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম আবেদন প্রক্রিয়া আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদসংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: প্লাজা সেলস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১০০টি যোগ্যতা ও অভিজ্ঞতা প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই, তাই নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। অন্যান্য তথ্য চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: ন্যূনতম ২২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে আবেদন সংক্রান্ত তথ্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫।
দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন করে উত্তেজনার সুর তুলেছেন পাকিস্তানের ক্ষমতাসীন দল মুসলিম লীগের (পিএমএল-এন) যুব শাখার এক শীর্ষ নেতা। বাংলাদেশকে কেন্দ্র করে ভারতকে সরাসরি হুমকি দিয়ে তিনি বলেছেন, কোনো ধরনের আগ্রাসী পদক্ষেপ নিলে তার জবাব দিতে প্রস্তুত থাকবে পাকিস্তানের সেনাবাহিনী ও ক্ষেপণাস্ত্র বাহিনী। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রকাশিত এক ভিডিও বার্তায় পিএমএল-এন যুব শাখার নেতা কামরান সাঈদ উসমানি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট গঠনের আহ্বান জানান। এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে। ভিডিও বক্তব্যে উসমানি বলেন, ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে বা কোনো খারাপ উদ্দেশ্যে বাংলাদেশের দিকে তাকায়, তাহলে মনে রাখতে হবে—পাকিস্তানের জনগণ, সেনাবাহিনী এবং তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা খুব বেশি দূরে নয়। তিনি আরও দাবি করেন, ভারত যদি ‘অখণ্ড ভারত’ ধারণা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে পাকিস্তান তা কোনোভাবেই মেনে নেবে না। অতীতের উদাহরণ টেনে উসমানি বলেন, পাকিস্তান আগেও ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে, প্রয়োজনে আবারও তা করতে পিছপা হবে না। এ সময় তিনি অভিযোগ করেন, সীমান্ত এলাকায় বিএসএফের তৎপরতায় বাংলাদেশ বিরক্ত হচ্ছে এবং দেশটিকে হিন্দু রাষ্ট্রে রূপান্তরের চেষ্টা চলছে। কামরান সাঈদ উসমানি প্রস্তাব দেন, বাংলাদেশের উচিত পাকিস্তানের সঙ্গে একটি আনুষ্ঠানিক সামরিক জোট গঠন করা। পাশাপাশি বাংলাদেশে পাকিস্তানের এবং পাকিস্তানে বাংলাদেশের সামরিক ঘাঁটি স্থাপনের কথাও বলেন তিনি। তার মতে, এতে উভয় দেশের কৌশলগত নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হবে এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) বাংলাদেশের বন্দরগুলোর সঙ্গে যুক্ত করা সম্ভব হবে। উসমানি দাবি করেন, যাদের হাতে বন্দর ও সমুদ্রপথের নিয়ন্ত্রণ থাকে, তারাই বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তার করে। সবশেষে তিনি মন্তব্য করেন, পাকিস্তান ও বাংলাদেশের সম্ভাব্য সামরিক অংশীদারিত্ব দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে।
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগর এলাকায় বাবরি মসজিদ পুনর্নির্মাণের উদ্দেশে সংগৃহীত বিপুল পরিমাণ নগদ অনুদান গণনা করা হচ্ছে তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে। সম্প্রতি এই উদ্যোগকে কেন্দ্র করে এলাকার মানুষ ও ধর্মীয় নেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। বাবরি মসজিদ ধ্বংসের দিনের স্মরণে গত শনিবার (৬ ডিসেম্বর) ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে অনুদান সংগ্রহ কার্যক্রম শুরু হয়। এরপর থেকেই অনলাইনে এবং নগদ টাকায় বিপুল পরিমাণ অর্থ জমা পড়ছে বলে জানিয়েছেন হুমায়ুন কবীর। তার দাবি, নতুন বাবরি মসজিদ নির্মাণে প্রায় ৩০০ কোটি টাকা প্রয়োজন হবে। এখন পর্যন্ত অনলাইনে প্রায় ৯৩ লাখ টাকা এসেছে এবং নগদ টাকায় ১১টি ট্রাংক ভর্তি অর্থ সংগ্রহ হয়েছে। হুমায়ুন কবীর জানান, অনুদানের পরিমাণ নিয়ে তিনি উদ্বিগ্ন নন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি এককভাবে ৮০ কোটি টাকা দিতে ইচ্ছা প্রকাশ করেছেন। এছাড়া আরও অনেক ব্যক্তি ও সংগঠন অনুদান দিচ্ছেন। এখন পর্যন্ত ৭টি ট্রাংক খোলা হয়েছে, যেখান থেকে ৩৭ লাখ টাকা পাওয়া গেছে। অনুদান গণনার কাজ করছেন ৩০ জন গণকর্মী, আর এ কাজে সহায়তা করছেন উপস্থিত আলেম-উলামারা। সাঁট মেশিন ব্যবহার করে দ্রুততার সঙ্গে টাকা গণনা করা হচ্ছে। হুমায়ুনের দাবি, এখন পর্যন্ত মোট এক কোটি ১০ লাখ টাকা সংগ্রহ হয়েছে এবং প্রতিদিনই নতুন নতুন মানুষ এই উদ্যোগে অংশ নিচ্ছেন।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ দ্রুত শক্তি সঞ্চয় করে ভারতের পূর্ব উপকূলে এগিয়ে যাচ্ছে। দেশটির আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ঘূর্ণিঝড়টি তামিলনাড়ুতে আঘাত হানতে পারে। শনিবার (২৯ নভেম্বর) সকালে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়, ঘূর্ণিঝড়টি তখন কারাইকাল থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে অবস্থান করছিল এবং উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে ধেয়ে আসছিল। ধারণা করা হচ্ছে, রোববার (৩০ নভেম্বর) ভোরের আগেই এটি উপকূলে আছড়ে পড়বে। এদিকে ‘ডিটওয়াহ’-এর প্রভাবে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে শ্রীলঙ্কা। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, এখন পর্যন্ত ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, নিখোঁজ রয়েছেন আরও ২০ জন। ঘূর্ণিঝড়জনিত ভারী বর্ষণের কারণে বাড়ি-ঘর, গাছপালা এবং বিভিন্ন স্থাপনা পানিতে তলিয়ে গেছে। ভূমিধসে একাধিক এলাকায় চরম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানি-বন্দী ও আশ্রয়হীন মানুষদের উদ্ধারে জরুরি দল কাজ চালিয়ে যাচ্ছে। ভারতের তামিলনাড়ু জুড়েও ‘ডিটওয়াহ’-এর প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে রাজ্য কর্তৃপক্ষ জরুরি প্রস্তুতি নিয়েছে। বিভিন্ন এলাকায় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং দুর্যোগ ব্যবস্থাপনা দলগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তামিলনাড়ুতে ইন্ডিগো তাদের কয়েকটি ফ্লাইট বাতিল করেছে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ আবহাওয়ার কারণে রামআশ্রম–ওখা এক্সপ্রেস ট্রেনের যাত্রাও বাতিল করা হয়েছে। সমুদ্রের ওপর অবস্থিত পাম্বন ব্রিজে তীব্র ঝড়ো বাতাস প্রবাহিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে সক্রিয় থাকলেও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে এর তেমন কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই। প্রধান আঘাত আসবে ভারতের তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের উপকূলে।