একটি বড় নিরাপত্তা হুমকির ঘটনা হিসেবে সম্প্রতি ১৮ কোটি ৩০ লাখ ই-মেইল অ্যাকাউন্টের লগইন তথ্য ও পাসওয়ার্ড ফাঁস হওয়ার খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এর একটি বড় অংশ গুগলের জি-মেইল ব্যবহারকারীদের অন্তর্ভুক্ত।
বিশেষজ্ঞরা আশ্বস্ত করেছেন যে, গুগলের নিজস্ব সার্ভার বা সিস্টেম হ্যাক হয়নি। তথ্য ফাঁসের কারণ মূলত ব্যবহারকারীর ব্যক্তিগত কম্পিউটার বা ব্রাউজারে থাকা ম্যালওয়্যারের মাধ্যমে লগইন ডিটেলস চুরি হওয়া।
সাইবার ইনসাইডার ও ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, যদিও গুগল নিরাপদ থাকলেও চুরি হওয়া তথ্য পুনর্ব্যবহার বা বিক্রির ঝুঁকি রয়েছে। অনেক ব্যবহারকারী একই পাসওয়ার্ড বিভিন্ন অ্যাকাউন্টে ব্যবহার করেন, ফলে ব্যাংকিং, অনলাইন শপিং বা অফিসের মেইল অ্যাকাউন্টও হ্যাকারদের লক্ষ্য হতে পারে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ট্রয় হান্ট, যিনি ‘হ্যাভ আই বিন পনড’ (Have I Been Pwned) পরিচালনা করেন, জানান যে এই ডাটাসেটের নাম ‘সিন্থিয়েন্ট স্টিলার লগ থ্রেট ডাটা’। এটি কোনো একক ওয়েবসাইট বা সংস্থা থেকে নয়, বরং বিশ্বের বিভিন্ন সংক্রমিত ডিভাইস থেকে সংগৃহীত লগ ফাইল থেকে তৈরি।
হ্যাভ আই বিন পনডের ডাটাবেসে এই ফাঁস হওয়া তথ্য যোগ করা হয়েছে। ব্যবহারকারীরা তাদের ই-মেইল আইডি প্রবেশ করিয়ে দেখতে পারবেন তাদের তথ্য অনলাইনে ফাঁস হয়েছে কি না।
যদি আপনার সন্দেহ হয় যে আপনার জি-মেইল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, গুগলের ‘সিকিউরিটি চেকআপ’ টুল ব্যবহার করুন। এর মাধ্যমে অপরিচিত ডিভাইস বা থার্ড পার্টি অ্যাপ চিহ্নিত করতে পারবেন। সন্দেহজনক কিছু দেখলে তা অবিলম্বে সরিয়ে ফেলুন। এছাড়া, আপনার পাসওয়ার্ড শক্তিশালী করুন, অন্য কোথাও ব্যবহার না করা পাসওয়ার্ড রাখুন এবং ‘টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন’ (2FA) চালু করুন।

