তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর

সেপ্টেম্বর ২৫, ২০২৫ 0
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর

এবার নতুন অনুবাদ ফিচার চালু করেছে মেটা। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন নতুন ফিচার আসছে যা তাদের জন্য দারুণভাবে ব্যবহারের সুযোগ তৈরি করছে। হোয়াটসঅ্যাপে নতুন অনুবাদ সুবিধা চালু করেছে, যা ব্যবহারকারীদের জন্য চ্যাটিংকে আরও সহজ করে তুলবে। লক্ষাধিক ব্যবহারকারীর ভাষাগত বাধা দূর করতে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

 

বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বন্ধু, পরিবার বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করতে এই ফিচার বিশেষভাবে সহায়ক হবে। 

 

প্রাথমিকভাবে, অ্যান্ড্রয়েড ডিভাইসে ছয়টি ভাষা এবং আইফোনে ১৯টি ভাষায় অনুবাদ ফিচার পাওয়া যাবে। সময়ের সঙ্গে সঙ্গে আরও ভাষা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

 

ব্যবহারকারীরা একটি মেসেজে দীর্ঘসময় চাপ ধরে রাখলেই ‘ট্রান্সলেট’ অপশন দেখতে পাবেন। এরপর প্রয়োজনীয় ভাষা বেছে নিলে মেসেজটি অনুবাদ হয়ে যাবে। অনুবাদের জন্য প্রয়োজনীয় ভাষার ফাইল ব্যবহারকারীর ডিভাইসে ডাউনলোড হয়ে থাকে। ফলে অনুবাদ সম্পূর্ণ অফলাইনে হয় এবং কোনো তথ্য সার্ভারে পাঠানো হয় না। ফলে হোয়াটসঅ্যাপের এন্ড-টু-এন্ড এনক্রিপশন নিরাপত্তা বজায় থাকে।

 

এই অনুবাদ সুবিধা ব্যক্তিগত চ্যাট, গ্রুপ চ্যাট এবং চ্যানেল আপডেট সবখানেই কার্যকর। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা চাইলে পুরো চ্যাট থ্রেডের জন্য স্বয়ংক্রিয় অনুবাদ চালু করতে পারবেন, যাতে ভবিষ্যতের সব মেসেজ নিজে থেকেই অনুবাদ হয়ে যায়।

 

সব ডিভাইসে এখনই ফিচারটি পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপ ধাপে ধাপে ফিচারটি সক্রিয় করছে যাতে পারফরম্যান্স ঠিক থাকে। পুরনো ফোনে রিয়েল-টাইম অনুবাদে কিছু সীমাবদ্ধতা থাকতে পারে। ফিচারটি আপাতত শুধুমাত্র মোবাইল ফোনেই সীমাবদ্ধ। ডেস্কটপ বা ওয়েব ভার্সনে এই ফিচার চালুর কোনো ঘোষণা মেটা এখনও দেয়নি।

 

ই নতুন অনুবাদ ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এবার সহজেই বিশ্বের যেকোনো ভাষায় যোগাযোগ করতে পারবেন, কোনো অতিরিক্ত অ্যাপ ব্যবহার না করেই।

 

 

Tags

হোয়াটসঅ্যাপ সুখবর ফিচার
Popular post
রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ, বেতন ৪৫ হাজার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।   এক নজরে নিয়োগের বিস্তারিত   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা   আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫

৫০ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ   দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন   যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর   বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম   আবেদন প্রক্রিয়া   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।

কৃষি ব্যাংকে চাকরি, নেবে ৩৯৮ জন

ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে নতুন সমন্বিত ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগের আওতায় বাংলাদেশ কৃষি ব্যাংক-এ সিনিয়র অফিসার (সাধারণ) পদে ৩৯৮ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ কৃষি ব্যাংক পদের নাম: সিনিয়র অফিসার (সাধারণ) পদসংখ্যা: ৩৯৮টি   শিক্ষাগত যোগ্যতা   প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানসহ তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোর মধ্যে অন্তত দুইটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।   বয়সসীমা   ১ জুলাই ২০২৫ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।   আবেদন সংক্রান্ত তথ্য   আবেদন ফি: ২০০ টাকা (অনগ্রসর নাগরিক গোষ্ঠীর প্রার্থীদের জন্য ৫০ টাকা)। আবেদনের শেষ সময়: ১০ নভেম্বর ২০২৫।   আবেদন পদ্ধতি   আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে এবং আবেদন করতে এখানে ক্লিক করুন।

৯২ হাজার টাকা বেতনে চাকরির সুযোগ

আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইড বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ‘টেকনিক্যাল এক্সপার্ট’ পদে নতুন কর্মী নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে ২৮ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।   নিয়োগের বিস্তারিত প্রতিষ্ঠানের নাম: ওয়াটারএইড বাংলাদেশ পদের নাম: টেকনিক্যাল এক্সপার্ট পদের সংখ্যা: নির্ধারিত নয় চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই কর্মস্থল: খুলনা   যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা স্নাতক (সিভিল ইঞ্জিনিয়ারিং/এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে) অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৫ বছর বয়সসীমা: নির্ধারিত নয় বেতন ও সুবিধা বেতন: প্রতি মাসে ৯২,৫০০ টাকা   আবেদন প্রক্রিয়া আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ: ২৮ অক্টোবর ২০২৫

জানা গেল সেই আনিসার ফলাফল

মায়ের অসুস্থতার কারণে কেন্দ্রে দেরিতে আসায় পরীক্ষা না দিতে পারা সেই আনিসা আহমেদ এইচএসসি পরীক্ষায় ফেল করেছেন। তিনি বাংলা ও ইসলামের ইতিহাস বিষয়ে ফেল করেন।   আনিসা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তিনি মানবিক বিভাগের পরীক্ষাথী।   বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।   এইচএসসি পরীক্ষা শুরুর প্রথম দিনই (২৬ জুন) ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থী আনিসা মায়ের অসুস্থতার কারণে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছুতে পারেননি। দেরি হওয়ায় তাকে কেন্দ্রে প্রবেশ করতে দেননি দায়িত্বরতরা। এসময় ওই ছাত্রী পরীক্ষাকেন্দ্রের সামনে কান্নায় ভেঙে পড়েন। গেটের বাইরে দীর্ঘসময় অপেক্ষায় থেকে তিনি সেদিন ফিরে যান। ওই ছাত্রীর পরীক্ষাকেন্দ্র ছিল রাজধানীর সরকারি মিরপুর বাঙলা কলেজ।   আনিসার কান্না-আকুতি তখন নাড়িয়ে দেন বহু মানুষের বিবেক। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠে—আইন কি মানবিক বিবেচনার ঊর্ধ্বে? নেটিজেনরা দাবি তোলেন—মানবিক বিবেচনায় হলেও তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া উচিত।   অন্তর্বর্তী সরকারও সেই দাবি আমলে নেয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তখন শিক্ষা উপদেষ্টার বরাতে জানানো হয়, ‘পরীক্ষা দিতে না পারা আনিসার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে।’

তথ্যপ্রযুক্তি

View more
ফেসবুক ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন
টিকটকের পথে ফেসবুক! ভিডিও অভিজ্ঞতায় বড় পরিবর্তন আনছে মেটা

ব্যবহারকারীদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে মেটা। ইতোমধ্যে ফেসবুকের কনটেন্ট সুপারিশ প্রযুক্তি (রিকমেন্ডেশন ইঞ্জিন) নতুনভাবে সাজিয়েছে প্রতিষ্ঠানটি।   নতুন আপডেট চালু হলে ব্যবহারকারীরা নিজেদের আগ্রহ ও পছন্দ অনুযায়ী আরও বেশি প্রাসঙ্গিক রিলস ভিডিও দেখতে পাবেন। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, মেটা এখন স্পষ্টভাবেই ভিডিওনির্ভর কনটেন্টে জোর দিচ্ছে। ধীরে ধীরে ফেসবুক টিকটকের মতো স্বল্পদৈর্ঘ্য ভিডিওভিত্তিক প্ল্যাটফর্মে রূপ নিচ্ছে।   মেটার তথ্যমতে, ফেসবুককে আরও আকর্ষণীয় ও জনপ্রিয় করতে চলতি বছরই একাধিক বড় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরের শুরুতে সিইও মার্ক জাকারবার্গ জানিয়েছিলেন, তিনি এমন ফেসবুক ফিরে আনতে চান যেখানে ব্যবহারকারীদের মধ্যে সংযোগ ও যোগাযোগই থাকবে মূল ফোকাসে। সেই লক্ষ্যেই ভিডিও কনটেন্টে বড় রদবদল হচ্ছে।   নতুন পরিবর্তনের ফলে ফেসবুক এখন টিকটকসহ অন্যান্য ভিডিওভিত্তিক প্ল্যাটফর্মের সঙ্গে আরও শক্তভাবে প্রতিযোগিতা করতে পারবে, বলে মনে করছেন বিশেষজ্ঞরা।   নতুন কী আসছে ফেসবুকে? ভিডিও প্রদর্শন ৫০% বৃদ্ধি: একই দিনে প্রকাশিত ভিডিও এখন আরও বেশি দেখা যাবে, যাতে ব্যবহারকারীরা সাম্প্রতিক ও প্রাসঙ্গিক কনটেন্ট দেখতে পারেন। ‘ফ্রেন্ড বাবল’ ফিচার: ভিডিওর নিচে দেখা যাবে কোন বন্ধু লাইক দিয়েছেন। সেই বাবলে ট্যাপ করলেই সরাসরি প্রাইভেট চ্যাটে বন্ধুর সঙ্গে কথা বলা যাবে। মেটা এক বিবৃতিতে জানিয়েছে, “বন্ধুদের লাইক দেখা সবসময়ই ফেসবুকের অভিজ্ঞতার অংশ। আমরা এমন ফিচার আনছি যা ব্যবহারকারীদের সেই পুরোনো সংযোগের অনুভূতিতে ফিরিয়ে নিয়ে যাবে।”

অক্টোবর ১৩, ২০২৫ 0

ইসরায়েলি সেনা ইউনিটের সেবা বন্ধ করল মাইক্রোসফট

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর